Ajker Patrika

কাজাখস্তানে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে বিজয় দাবি পুতিনের

কাজাখস্তানে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে বিজয় দাবি পুতিনের

গত কয়েক দিনের ভয়াবহ সহিংসতার পর স্বাভাবিক জীবনে ফিরেছে কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটি। আজ সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানে বিদেশি মদদপুষ্ট ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে বিজয়ের দাবি করেছেন। খবর রয়টার্সের। 

কাজাখস্তান ছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যান্য রাষ্ট্রগুলোর নেতাদের পুতিন আশ্বস্ত করে বলেছেন, মস্কোর নেতৃত্বাধীন জোট তাদের রক্ষা করতেও পাশে থাকবে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের ভয়াবহ সহিংসতার পর স্বাভাবিক জীবনে ফিরেছে কাজাখস্তান। রাস্তা থেকে ধ্বংসাবশেষ সরাচ্ছে পরিচ্ছন্নতাকর্মীরা। দোকানপাট খুলেছে, গণপরিবহন চালু হয়েছে, ইন্টারনেট সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে কাজাখস্তানে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। সহিংসতায় নিরাপত্তাকর্মী ও বিক্ষোভকারী উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। মোট ১৬৪ জন নিহতের খবর পাওয়া যায়। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভের অনুরোধে কাজাখস্তানে সেনা পাঠায় রাশিয়া। সেনা পাঠানো নিয়ে নানান আলোচনা ওঠে। 

যুক্তরাষ্ট্র জানায়, রাশিয়ার সেনা পাঠানোর বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্ব কাজাখস্তানকে পর্যবেক্ষণে রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত