অনলাইন ডেস্ক
আফগানিস্তানে তীব্র ঠান্ডায় গত দুই সপ্তাহে অন্তত ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৭০ হাজারের বেশি গবাদিপশু মারা গেছে। দেশটির শাসকগোষ্ঠী তালেবানের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
মঙ্গলবার আফগান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রাহিমি বলেন, প্রায় ৭০ হাজার গবাদিপশু ঠান্ডায় জমে মারা গেছে। গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে এবারের শীতকালে।
দেশটির বিভিন্ন স্থানে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের অনেক নিচে। চলতি জানুয়ারির শুরুতে তাপমাত্রা রেকর্ড করা হয়ে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস। অন্য বছরগুলোতে এ সময় শূন্য থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাপমাত্রা।
তালেবান ক্ষমতা দখল করায় বিশ্বের অধিকাংশ দেশ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা আফগানিস্তানে মানবিক সহায়তা ও অর্থসহায়তা পাঠানো বন্ধ করে দিয়েছে। এ ছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞা ও অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ফলে বড় ধরনের মানবিক সহায়তার অভাব দেখা দিয়েছে।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে নানা অস্থিরতা ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। সবশেষ তথ্য অনুযায়ী, দেশটির মোট ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকের বেশিই খাদ্যসংকটের মুখে পড়েছে। এর মধ্যে নতুন সংকট হয়ে দেখা দিয়েছে তীব্র ঠান্ডা।
এদিকে গত রোববার জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক কার্যালয় টুইটারে এক বিবৃতিতে জানায়, সংস্থাটি ৫ লাখ ৬৫ হাজার ৭০০ জনকে কম্বল ও আশ্রয় দিয়েছে। তবে আরও সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের অন্তত ২ কোটি ৮৩ লাখ, অর্থাৎ দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের বেঁচে থাকার জন্য জরুরি সহায়তা প্রয়োজন।
আফগানিস্তানে তীব্র ঠান্ডায় গত দুই সপ্তাহে অন্তত ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৭০ হাজারের বেশি গবাদিপশু মারা গেছে। দেশটির শাসকগোষ্ঠী তালেবানের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
মঙ্গলবার আফগান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রাহিমি বলেন, প্রায় ৭০ হাজার গবাদিপশু ঠান্ডায় জমে মারা গেছে। গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে এবারের শীতকালে।
দেশটির বিভিন্ন স্থানে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের অনেক নিচে। চলতি জানুয়ারির শুরুতে তাপমাত্রা রেকর্ড করা হয়ে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস। অন্য বছরগুলোতে এ সময় শূন্য থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাপমাত্রা।
তালেবান ক্ষমতা দখল করায় বিশ্বের অধিকাংশ দেশ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা আফগানিস্তানে মানবিক সহায়তা ও অর্থসহায়তা পাঠানো বন্ধ করে দিয়েছে। এ ছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞা ও অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ফলে বড় ধরনের মানবিক সহায়তার অভাব দেখা দিয়েছে।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে নানা অস্থিরতা ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। সবশেষ তথ্য অনুযায়ী, দেশটির মোট ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকের বেশিই খাদ্যসংকটের মুখে পড়েছে। এর মধ্যে নতুন সংকট হয়ে দেখা দিয়েছে তীব্র ঠান্ডা।
এদিকে গত রোববার জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক কার্যালয় টুইটারে এক বিবৃতিতে জানায়, সংস্থাটি ৫ লাখ ৬৫ হাজার ৭০০ জনকে কম্বল ও আশ্রয় দিয়েছে। তবে আরও সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের অন্তত ২ কোটি ৮৩ লাখ, অর্থাৎ দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের বেঁচে থাকার জন্য জরুরি সহায়তা প্রয়োজন।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা কেন্দ্র ডিজিটাল উইটনেস ল্যাবের গবেষণায় ভারতে অবৈধ অস্ত্র ব্যবসার এই চিত্র উঠে এসেছে। গবেষকেরা বলছেন, গবেষণার জন্য তাঁরা ভারত ভিত্তিক ২৩৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য-উপাত্ত ঘেঁটেছেন। এসব গ্রুপে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ৮ হাজারটির বেশি বিজ্ঞাপন দেখেছেন তাঁরা।
১ ঘণ্টা আগেপরেশ বড়ুয়া দীর্ঘদিন ধরে রুইলিতে অবস্থান করছেন। এর আগে তিনি বাংলাদেশে বেশ কিছু দিন ছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনের আগে তিনি বাংলাদেশ ছাড়েন। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ভারতে প্রত্যর্পণ করতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান।
২ ঘণ্টা আগেকিছুদিন পরপরই পুলিশের তল্লাশিতে আতঙ্কিত অবস্থা পার করছে দিল্লির নিম্নবিত্তদের এলাকাগুলোর মানুষ। তাঁদের অভিযোগ, ‘কয়েক দিন পরপর পুলিশ আসে, একই নথি পরীক্ষা করে।’ বস্তিতে বসবাসকারী অধিকাংশ নারী গৃহপরিচারিকা হিসেবে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন আর পুরুষেরা আবর্জনা সংগ্রহের কাজ করেন।
২ ঘণ্টা আগেশেখ হাসিনার পতনের পর বাংলাদেশিদের ভিসা প্রদান প্রায় ৮ গুণ কমিয়ে দিয়েছে ভারত। বর্তমানে শুধু মেডিকেল ট্যুরিস্টদের ভিসা দিচ্ছে দেশটি। এতে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্কেও প্রভাব পড়ছে বলে মনে করছেন ভারতীয় কূটনীতিকেরা।
৩ ঘণ্টা আগে