আফগান তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে কাজাখস্তান। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইবেক স্মাদিয়ারোভ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, কাজাখস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কাজিনফর্মের সঙ্গে সাক্ষাৎকারে আইবেক উল্লেখ করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় তালেবান নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসী সংগঠনের তালিকা নিয়মিত হালনাগাদ করার জন্য কাজাখস্তান নিয়মিতভাবে প্রজাতন্ত্রে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলোর জাতীয় তালিকার একটি নিরীক্ষা পরিচালনা করে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতিসংঘের অনুশীলনের সঙ্গে তাল মিলিয়ে তালেবানকে এ তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী, তালেবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী হিসেবে স্বীকৃত সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত নয়।’
আইবেক স্মাদিয়ারোভ বলেন, ‘জাতিসংঘের অবস্থান এবং জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের অনুমোদিত প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতে কাজাখস্তান ও আফগানিস্তানের মধ্যে আরও যোগাযোগ গড়ে তোলা হবে।’
এ পদক্ষেপের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সিদ্ধান্তের ফলে কাজাখ ও আফগান সরকারের মধ্যে সংলাপ শুরুর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলতে পারে এ সিদ্ধান্ত।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, এ পদক্ষেপ আফগানিস্তানকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বের হয়ে আসতে সহায়তা করবে এবং বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়ায় দেশটির আরও যুক্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এ ছাড়া আফগান জনগণের জন্য মানবিক সহায়তার নতুন সুযোগ উন্মুক্ত হবে বলে আশা করছে মস্কো।
প্রায় দুই দশকের যুদ্ধের পর ২০২১ সালের আগস্টে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করে।
আফগান তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে কাজাখস্তান। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইবেক স্মাদিয়ারোভ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, কাজাখস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কাজিনফর্মের সঙ্গে সাক্ষাৎকারে আইবেক উল্লেখ করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় তালেবান নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসী সংগঠনের তালিকা নিয়মিত হালনাগাদ করার জন্য কাজাখস্তান নিয়মিতভাবে প্রজাতন্ত্রে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলোর জাতীয় তালিকার একটি নিরীক্ষা পরিচালনা করে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতিসংঘের অনুশীলনের সঙ্গে তাল মিলিয়ে তালেবানকে এ তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী, তালেবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী হিসেবে স্বীকৃত সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত নয়।’
আইবেক স্মাদিয়ারোভ বলেন, ‘জাতিসংঘের অবস্থান এবং জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের অনুমোদিত প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতে কাজাখস্তান ও আফগানিস্তানের মধ্যে আরও যোগাযোগ গড়ে তোলা হবে।’
এ পদক্ষেপের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সিদ্ধান্তের ফলে কাজাখ ও আফগান সরকারের মধ্যে সংলাপ শুরুর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলতে পারে এ সিদ্ধান্ত।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, এ পদক্ষেপ আফগানিস্তানকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বের হয়ে আসতে সহায়তা করবে এবং বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়ায় দেশটির আরও যুক্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এ ছাড়া আফগান জনগণের জন্য মানবিক সহায়তার নতুন সুযোগ উন্মুক্ত হবে বলে আশা করছে মস্কো।
প্রায় দুই দশকের যুদ্ধের পর ২০২১ সালের আগস্টে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করে।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান ১ হাজার ৬২ জন মানুষকে হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, নিহতদের মধ্যে ৭৮৬ জন ছিলেন সামরিক বাহিনীর সদস্য এবং ২৭৬ জন ছিলেন বেসামরিক নাগরিক।
১৬ মিনিট আগে২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ ৮ হাজারে, যাঁদের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। সরকার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পাকিস্তানি আশ্রয়প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৪২ জনে। উল্লেখযোগ্য হারে আবেদন বেড়েছে ভিয়েতনামিজ নাগরি
২ ঘণ্টা আগেগতকাল সোমবার প্রথমবারের মতো মধ্য গাজার দেইর-আল-বালাহে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, উপত্যকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও শুরু করেছে স্থল অভিযান। এর আগে এই দুই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগেভারতীয় বিমানবাহিনীতে এখনো রাশিয়ার তৈরি অন্তত ৩৬টি মিগ-২১ যুদ্ধবিমান রয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় সেবা থেকে এই যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে ভারতের নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
৩ ঘণ্টা আগে