Ajker Patrika

সাগরতলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর টোঙ্গায় সুনামি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৭: ২৯
সাগরতলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর টোঙ্গায় সুনামি

একটি বিশালাকার ডুবো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে ভেসে গেছে প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে, একটি গির্জা এবং বেশ কয়েকটি বাড়িতে তীব্র বেগে পানি ঢুকছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, অগ্ন্যুৎপাতের ছাই রাজধানী নুকু’আলোফা পর্যন্ত পৌঁছে গেছে। 

হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দক্ষিণ প্রশান্ত মহাসাগরজুড়ে বড় ধরনের শকওয়েভ অনুভূত হয়েছে। এর পরপরই স্থানীয় বাসিন্দাদের সুনামির সতর্কবার্তা দেওয়া হয়েছিল। টোঙ্গার রাজধানী আগ্নেয়গিরিটি থেকে মাত্র ৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। 

টোঙ্গার বাসিন্দা মেরে তৌফা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, তাঁর পরিবার যখন রাতের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই বিস্ফোরণটি ঘটে। তাঁর ছোট ভাই ভেবেছিল কাছাকাছি কোথাও বোমা বিস্ফোরিত হচ্ছে। এরপরই বাড়িতে পানি প্রবেশ করে। 

টোঙ্গা ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে গ্যাস, ধোঁয়া এবং ছাই আকাশে ২০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। 

আট মিনিটের অগ্ন্যুৎপাতটি এতটাই শক্তিশালী ছিল যে ৮০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত ফিজিতে বজ্রধ্বনির মতো শোনা গিয়েছিল। ফিজি সরকারও সুনামি সতর্কতা জারি করেছে। নিচু উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 

এ ছাড়া আগ্নেয়গিরি থেকে ২ হাজার ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত নিউজিল্যান্ডেও জলোচ্ছ্বাসের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত