Ajker Patrika

মাত্র ১০ সেকেন্ডেই ওয়ালস্ট্রিট ধসে পড়বে, যদি...

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৯: ৩৬
মাত্র ১০ সেকেন্ডেই ওয়ালস্ট্রিট ধসে পড়বে, যদি...

এক বছর, এক মাস কিংবা এক ঘণ্টাও নয়; মাত্র ১০ সেকেন্ডেই বিশ্বের সবচেয়ে বড় শেয়ারবাজার ওয়ালস্ট্রিট ধসে পড়বে বলে সতর্ক করেছেন তাইওয়ানের এক ধনকুবের। টেরি গৌ নামে ওই ব্যবসায়ী বিশ্বের সবচেয়ে ধনী প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের অন্যতম কাঁচামাল সরবরাহকারী। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

তাইওয়ান প্রণালিতে যুদ্ধ ছড়িয়ে পড়লে তা যুক্তরাষ্ট্র তো বটেই, বিশ্বের কারও জন্যই মঙ্গলজনক হবে না বলে সতর্ক করেছেন, ৭২ বছর বয়সী এই ধনকুবের। গত বুধবার টেরি গৌ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। পরে অবশ্য টেরি তাঁর পোস্ট মুছে ফেলেন। কিন্তু বিজনেস ইনসাইডারের কাছে টেরির ওই পোস্টের ক্যাশড কপি রয়ে গেছে। 

টেরি তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘তাইওয়ান প্রণালিতে যুদ্ধ শুরু হলে এক মাস বা এক ঘণ্টাও লাগবে না, ওয়াল স্ট্রিট শেয়ার বাজার ভেঙে পড়তে মাত্র ১০ সেকেন্ড লাগবে।’ টেরি পরে বৃহস্পতিবার সকালে তাঁর পোস্ট মুছে ফেলেন। 

চুক্তিভিত্তিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান ফক্সকনের প্রতিষ্ঠাতা ৭২ বছর বয়সী টেরি গৌ মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের কলামিস্ট থমাস ফ্রিডম্যানের সঙ্গে বৈঠকের পর এই পোস্ট শেয়ার করেছিলেন। ফ্রিডম্যানের সঙ্গে বৈঠকের সময় তিনি ফ্রিডম্যানকে বলেছিলেন, বিশ্ব অর্থনীতিতে তাইওয়ানের ভূমিকা ইউক্রেনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিষয়টির দিকে ইঙ্গিত করে টেরি বলেন, চীনের সঙ্গে যুদ্ধ শুরু হলে তাইওয়ান হয়তো তিন মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে, কিন্তু বিশ্ব অর্থনীতি ও অর্থবাজারে এর প্রভাব হবে বিশাল এবং তাৎক্ষণিক। 

টেরি গৌ ১৯৭৪ সালে ফক্সকন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি হন হ্যায় প্রিসিশন ইন্ডাস্ট্রি নামেও পরিচিত। তাইওয়ান প্রণালিতে ভূরাজনৈতিক উত্তেজনা সম্পর্কে তাইওয়ানি এই ধনকুবেরের মন্তব্য তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে বিরাজমান জল্পনা-কল্পনার সলতে আরও উসকে দিয়েছে। 

এর আগে টেরি গৌ তাইওয়ানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২০১৯ সালে ফক্সকনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু তাইওয়ানের প্রধান বিরোধী দল কেএমটির মনোনয়ন পেতে ব্যর্থ হওয়ায় তিনি দৌড় থেকে বাদ পড়েন। তিনি চলতি বছর আবারও চেষ্টা করেও দ্বিতীয়বার দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত