রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়ে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার দুই মাসের মধ্যেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাড়াটে যোদ্ধার দল ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। দুর্ঘটনার সময় রাজধানী মস্কো থেকে নিজের বিমানে চড়ে ৯ সঙ্গীসহ সেন্টপিটার্সবার্গে যাচ্ছিলেন তিনি। মস্কোর কাছাকাছি উত্তর-পশ্চিমাঞ্চলীয় তিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ার আগেই একটি বিস্ফোরণের আওয়াজ শুনেছিলেন কুজেনকিনো গ্রামের বাসিন্দারা।
গ্রামটির বাসিন্দা ৭২ বছর বয়সী ভিটালি স্টেপেনক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি একটি বিস্ফোরণের আওয়াজ শুনেছি। যদি মাটিতে কোনো বিস্ফোরণ ঘটে তবে অবশ্যই এর আওয়াজ প্রতিধ্বনিত হবে। কিন্তু ধাতব ওই শব্দটির কোনো প্রতিধ্বনি ছিল না এবং আমি আকাশে তাকাতেই দেখি সাদা ধোঁয়ার কুণ্ডলী।’
বিমানটি মাটিতে পড়ার অবস্থাটি নিজের অঙ্গভঙ্গিতে দেখিয়ে ভিটালি বলেন, ‘এর একটি ডানা উড়ে গিয়েছিল এবং বাকি শরীরটি ঠিক একটি ডানার ওপর ভর করে তীব্র বেগে মাটির দিকে নেমে আসছিল। তবে বিমানটি মুখ থুবড়ে পড়েনি।’
আনাতোলি নামে গ্রামটির আরেক বাসিন্দা বলেন, ‘ঘটনার সময় শব্দটি শুনে আমি শুধু বলেছিলাম, এটা বজ্রপাত নয়, এটা একটি ধাতব বিস্ফোরণ। এমন একটি আওয়াজ যা আগেও শুনেছি।’
বিধ্বস্তের সময় বিমানটির যাত্রী তালিকায় প্রিগোঝিন ছাড়াও তাঁর ডান হাত হিসেবে পরিচিত দিমিত্রি উটকিনও ছিলেন। এ ছাড়া বিমানটিতে থাকা বাকিরাও ভাগনার গ্রুপেরই সদস্য ছিলেন।
বিমান দুর্ঘটনা এবং প্রিগোঝিনের মৃত্যু নিয়ে ক্রেমলিন থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও বিষয়টি নিশ্চিত করা হয় ভাগনার গ্রুপের সঙ্গে সম্পর্কিত একটি টেলিগ্রাম চ্যানেল থেকে।
দুর্ঘটনার পর ফরেনসিক তদন্তকারীরা ধ্বংসস্তূপের স্থানটিতে একটি তাঁবু ফেলার পাশাপাশি আলোর ব্যবস্থাও করেছিলেন।
দুর্ঘটনাস্থল থেকে আল-জাজিরার আমিন দেরঘামি বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, দুটি গাড়ি মৃতদের পরিবহনের জন্য দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। বিমানের কিছু অংশ ২ কিলোমিটার দূরেও পাওয়া গেছে। তবে অনুসন্ধানের কাজটি কঠিন ছিল।’
দেরঘামি আরও বলেন, ‘রাশিয়ান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, প্রিগোজিন ফ্লাইটে ছিলেন। রুশ অ্যাভিয়েশন ফেডারেশন এর আগে যাত্রী তালিকা প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত, তদন্ত দল নিশ্চিত করেনি যে প্রিগোজিনের মৃতদেহ পাওয়া গেছে।’
রুশ তদন্তকারীরা দুর্ঘটনাটির বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র রয়টার্সের উদ্ধৃতি দিয়ে, রাশিয়ান মিডিয়ার কাছে দাবি করেছে, তাদের বিশ্বাস এক বা একাধিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে নিক্ষেপ করে বিমানটিকে আঘাত করা হয়েছে।
তবে আল-জাজিরা স্বাধীনভাবে সেই দাবিগুলি যাচাই করতে পারেনি।
রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়ে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার দুই মাসের মধ্যেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাড়াটে যোদ্ধার দল ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। দুর্ঘটনার সময় রাজধানী মস্কো থেকে নিজের বিমানে চড়ে ৯ সঙ্গীসহ সেন্টপিটার্সবার্গে যাচ্ছিলেন তিনি। মস্কোর কাছাকাছি উত্তর-পশ্চিমাঞ্চলীয় তিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ার আগেই একটি বিস্ফোরণের আওয়াজ শুনেছিলেন কুজেনকিনো গ্রামের বাসিন্দারা।
গ্রামটির বাসিন্দা ৭২ বছর বয়সী ভিটালি স্টেপেনক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি একটি বিস্ফোরণের আওয়াজ শুনেছি। যদি মাটিতে কোনো বিস্ফোরণ ঘটে তবে অবশ্যই এর আওয়াজ প্রতিধ্বনিত হবে। কিন্তু ধাতব ওই শব্দটির কোনো প্রতিধ্বনি ছিল না এবং আমি আকাশে তাকাতেই দেখি সাদা ধোঁয়ার কুণ্ডলী।’
বিমানটি মাটিতে পড়ার অবস্থাটি নিজের অঙ্গভঙ্গিতে দেখিয়ে ভিটালি বলেন, ‘এর একটি ডানা উড়ে গিয়েছিল এবং বাকি শরীরটি ঠিক একটি ডানার ওপর ভর করে তীব্র বেগে মাটির দিকে নেমে আসছিল। তবে বিমানটি মুখ থুবড়ে পড়েনি।’
আনাতোলি নামে গ্রামটির আরেক বাসিন্দা বলেন, ‘ঘটনার সময় শব্দটি শুনে আমি শুধু বলেছিলাম, এটা বজ্রপাত নয়, এটা একটি ধাতব বিস্ফোরণ। এমন একটি আওয়াজ যা আগেও শুনেছি।’
বিধ্বস্তের সময় বিমানটির যাত্রী তালিকায় প্রিগোঝিন ছাড়াও তাঁর ডান হাত হিসেবে পরিচিত দিমিত্রি উটকিনও ছিলেন। এ ছাড়া বিমানটিতে থাকা বাকিরাও ভাগনার গ্রুপেরই সদস্য ছিলেন।
বিমান দুর্ঘটনা এবং প্রিগোঝিনের মৃত্যু নিয়ে ক্রেমলিন থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও বিষয়টি নিশ্চিত করা হয় ভাগনার গ্রুপের সঙ্গে সম্পর্কিত একটি টেলিগ্রাম চ্যানেল থেকে।
দুর্ঘটনার পর ফরেনসিক তদন্তকারীরা ধ্বংসস্তূপের স্থানটিতে একটি তাঁবু ফেলার পাশাপাশি আলোর ব্যবস্থাও করেছিলেন।
দুর্ঘটনাস্থল থেকে আল-জাজিরার আমিন দেরঘামি বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, দুটি গাড়ি মৃতদের পরিবহনের জন্য দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। বিমানের কিছু অংশ ২ কিলোমিটার দূরেও পাওয়া গেছে। তবে অনুসন্ধানের কাজটি কঠিন ছিল।’
দেরঘামি আরও বলেন, ‘রাশিয়ান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, প্রিগোজিন ফ্লাইটে ছিলেন। রুশ অ্যাভিয়েশন ফেডারেশন এর আগে যাত্রী তালিকা প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত, তদন্ত দল নিশ্চিত করেনি যে প্রিগোজিনের মৃতদেহ পাওয়া গেছে।’
রুশ তদন্তকারীরা দুর্ঘটনাটির বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র রয়টার্সের উদ্ধৃতি দিয়ে, রাশিয়ান মিডিয়ার কাছে দাবি করেছে, তাদের বিশ্বাস এক বা একাধিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে নিক্ষেপ করে বিমানটিকে আঘাত করা হয়েছে।
তবে আল-জাজিরা স্বাধীনভাবে সেই দাবিগুলি যাচাই করতে পারেনি।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৫ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৮ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৯ ঘণ্টা আগে