Ajker Patrika

কাজাখস্তানে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ, সেনাদের ফিরিয়ে নেবে রাশিয়া

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৯: ৩০
কাজাখস্তানে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ, সেনাদের ফিরিয়ে নেবে রাশিয়া

গত কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাজাখস্তানের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সহিংস বিক্ষোভের মুখে সরকার পতনের মাত্র এক সপ্তাহের মাথায় সাবেক সরকারের উপ-প্রধানমন্ত্রীকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে কাজাখস্তান থেকে সেনা ফিরিয়ে নিচ্ছে রাশিয়া। এমনটিই জানিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম-জোমার্ত তোকায়েভ।

আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আলীখান এসমাইলোভকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম-জোমার্ত তোকায়েভ। এর পরপরই দেশটির সংসদের নিম্নকক্ষে তাৎক্ষণিকভাবে ভোটাভুটির আয়োজন করা হয়। এতে আলীখানের পক্ষে সম্মতি জানিয়েছেন সংসদ সদস্যরা।

প্রসঙ্গত, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে প্রায় এক সপ্তাহ ধরে তীব্র বিক্ষোভ চলছে। নিরাপত্তাকর্মী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে। এর মধ্যেই সম্প্রতি সরকার ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট। এরপর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন আলীখান এসমাইলোভ।

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম-জোমার্ত তোকায়েভ জানিয়েছেন, রাশিয়ার নেতৃত্বাধীন কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) সামরিক জোটের সেনারা তাদের মূল উদ্দেশ্য পূরণের পর ২ দিন সময়ের মধ্যে কাজাখস্তান থেকে চলে যাওয়া শুরু করবে এবং ১০ দিনের মধ্যে তাদের প্রত্যাহার সম্পন্ন হবে।

কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, কাজাখস্তানের সহিংসতা থেকে ১০ হাজার জনকে আটক করা হয়েছে।

এক ভিডিও কনফারেন্সে মঙ্গলবার কাশিম-জোমার্ত তোকায়েভ বলেন, সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) প্রধান মিশন এরই মধ্যে সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। 

উল্লেখ্য, মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে চলা সরকারবিরোধী বিক্ষোভ দমাতে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ট তোকায়েভের অনুরোধে দুই হাজারের বেশি সেনা পাঠায় রাশিয়া। যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত