মিয়ানমারের বিমানবাহিনী চীনের কাছ থেকে বেশ কয়েকটি মাঝারি পাল্লার সুপারসনিক যুদ্ধবিমান কিনছে। এরই মধ্যে নেপিডো বেইজিংকে বেশ কয়েকটি এফটিসি-২০০০জি সিরিজের যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ করেছে। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে কুনমিং হয়ে মিয়ানমার বিমানবাহিনীর অন্তত ৮ জন পাইলট, ৮ জন প্রকৌশলী এবং অন্তত ২ অস্ত্র বিশেষজ্ঞ চীন সফর করেন। চীনে করোনা মহামারির কারণে কড়া বিধিনিষেধ থাকায় মিয়ানমারের প্রতিনিধি দলটি কুনমিংয়েই বেশ কয়েক দিন কোয়ারেন্টিনে ছিল। সফরে যাওয়া পাইলটেরা চীনের তৈরি এফ-৭ ইন্টারসেপ্টর, মার্কিন এ-৫ বোম্বার যুদ্ধবিমান চালানোয় পারদর্শী।
এই যুদ্ধবিমানগুলো কেনা-বেচায় মধ্যস্থতাকারী একটি সূত্র জানিয়েছে, নতুন এই যুদ্ধবিমানগুলো মিয়ানমারের যুদ্ধবিমানের বহরে থাকা এফ-৭ এস এবং এ-৫ এসকে প্রতিস্থাপন করবে। এবং এই বিমানগুলোকে দেশটির শান রাজ্যের নামসাঙ বিমানঘাঁটিতে মোতায়েন করা হবে। একেকটি এফটিসি-২০০০জি যুদ্ধবিমানের ক্রয়মূল্য ধরা হয়েছে প্রায় ৮৫ লাখ ডলার করে।
এফটিসি-২০০০জি মূলত দুই আসন বিশিষ্ট মাঝারি পাল্লার মাল্টি রোল ট্রেইনার যুদ্ধবিমান। চীনের গুইঝৌ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন চীনের রাষ্ট্রায়ত্ত মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার (এভিআইসি) সরাসরি তত্ত্বাবধানে এই বিমানগুলো তৈরি করে থাকে।
মিয়ানমারের বিমানবাহিনী চীনের কাছ থেকে বেশ কয়েকটি মাঝারি পাল্লার সুপারসনিক যুদ্ধবিমান কিনছে। এরই মধ্যে নেপিডো বেইজিংকে বেশ কয়েকটি এফটিসি-২০০০জি সিরিজের যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ করেছে। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে কুনমিং হয়ে মিয়ানমার বিমানবাহিনীর অন্তত ৮ জন পাইলট, ৮ জন প্রকৌশলী এবং অন্তত ২ অস্ত্র বিশেষজ্ঞ চীন সফর করেন। চীনে করোনা মহামারির কারণে কড়া বিধিনিষেধ থাকায় মিয়ানমারের প্রতিনিধি দলটি কুনমিংয়েই বেশ কয়েক দিন কোয়ারেন্টিনে ছিল। সফরে যাওয়া পাইলটেরা চীনের তৈরি এফ-৭ ইন্টারসেপ্টর, মার্কিন এ-৫ বোম্বার যুদ্ধবিমান চালানোয় পারদর্শী।
এই যুদ্ধবিমানগুলো কেনা-বেচায় মধ্যস্থতাকারী একটি সূত্র জানিয়েছে, নতুন এই যুদ্ধবিমানগুলো মিয়ানমারের যুদ্ধবিমানের বহরে থাকা এফ-৭ এস এবং এ-৫ এসকে প্রতিস্থাপন করবে। এবং এই বিমানগুলোকে দেশটির শান রাজ্যের নামসাঙ বিমানঘাঁটিতে মোতায়েন করা হবে। একেকটি এফটিসি-২০০০জি যুদ্ধবিমানের ক্রয়মূল্য ধরা হয়েছে প্রায় ৮৫ লাখ ডলার করে।
এফটিসি-২০০০জি মূলত দুই আসন বিশিষ্ট মাঝারি পাল্লার মাল্টি রোল ট্রেইনার যুদ্ধবিমান। চীনের গুইঝৌ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন চীনের রাষ্ট্রায়ত্ত মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার (এভিআইসি) সরাসরি তত্ত্বাবধানে এই বিমানগুলো তৈরি করে থাকে।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৪ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৬ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৬ ঘণ্টা আগে