প্রবল বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সে সঙ্গে নিখোঁজ রয়েছে সাতজন। ৭০ হাজারের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বৃহস্পতিবার থেকে পশ্চিম সুমাত্রার প্রাদেশিক রাজধানী পাডাং এবং অন্য আটটি এলাকায় এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় ৭০০টি বাড়ি, অনেক সেতু ও স্কুল এবং প্রায় ১১৩ হেক্টর (২৮০ একর) কৃষিজমি ক্ষতিগ্রস্ত করেছে।
কর্মকর্তারা জানান, ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা নিখোঁজদের সন্ধান করছে। এই কাজে এখন পর্যন্ত ১৫০ জন উদ্ধারকারীকে নিয়োগ করা হয়েছে। ভূমিধসের পর অনেক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয়েছে।
প্রাদেশিক উদ্ধারকারী দলের প্রধান আবদুল মালিক এক বিবৃতিতে জানান, আজকের উদ্ধারকাজে বিভিন্ন দুর্যোগ সংস্থার ১৫০ জন কর্মীকে নিযুক্ত করা হয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, ‘যাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল, তারা নিকটস্থ মসজিদে জড়ো হয়। কারণ, তখনো কোনো অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়নি। তাদের খাবার, পানি ও ওষুধ দেওয়া হয়েছে। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই অবশ্য বাড়ি ফিরে গেছে।’
আবদুল মুহারি আরও বলেন, পাদাং প্যারিয়ামান এলাকায় প্রায় ৫০ মিটার (১৬৪ ফুট) প্রসারিত একটি ভূমিধসের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় পাদাংয়ের অধিকাংশ এলাকা এখনো প্লাবিত।
আগামী কয়েক দিনের মধ্যে আরও বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করছে বিএনপিবি। সংস্থাটি বন্যা ও ভূমিধসের কারণে আরও ক্ষয়ক্ষতির সতর্ক বার্তাও দিয়েছে।
ইন্দোনেশিয়ায় এ বছর বর্ষা শুরু হয়েছে জানুয়ারিতে। প্রথম ত্রৈমাসিকে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থা বিএমকেজি। জাভা ও সুমাত্রা দ্বীপে বৃষ্টিপাত আরও বেশি হতে পারে বলে জানান হয়েছে পূর্বাভাসে।
প্রবল বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সে সঙ্গে নিখোঁজ রয়েছে সাতজন। ৭০ হাজারের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বৃহস্পতিবার থেকে পশ্চিম সুমাত্রার প্রাদেশিক রাজধানী পাডাং এবং অন্য আটটি এলাকায় এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় ৭০০টি বাড়ি, অনেক সেতু ও স্কুল এবং প্রায় ১১৩ হেক্টর (২৮০ একর) কৃষিজমি ক্ষতিগ্রস্ত করেছে।
কর্মকর্তারা জানান, ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা নিখোঁজদের সন্ধান করছে। এই কাজে এখন পর্যন্ত ১৫০ জন উদ্ধারকারীকে নিয়োগ করা হয়েছে। ভূমিধসের পর অনেক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয়েছে।
প্রাদেশিক উদ্ধারকারী দলের প্রধান আবদুল মালিক এক বিবৃতিতে জানান, আজকের উদ্ধারকাজে বিভিন্ন দুর্যোগ সংস্থার ১৫০ জন কর্মীকে নিযুক্ত করা হয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, ‘যাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল, তারা নিকটস্থ মসজিদে জড়ো হয়। কারণ, তখনো কোনো অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়নি। তাদের খাবার, পানি ও ওষুধ দেওয়া হয়েছে। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই অবশ্য বাড়ি ফিরে গেছে।’
আবদুল মুহারি আরও বলেন, পাদাং প্যারিয়ামান এলাকায় প্রায় ৫০ মিটার (১৬৪ ফুট) প্রসারিত একটি ভূমিধসের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় পাদাংয়ের অধিকাংশ এলাকা এখনো প্লাবিত।
আগামী কয়েক দিনের মধ্যে আরও বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করছে বিএনপিবি। সংস্থাটি বন্যা ও ভূমিধসের কারণে আরও ক্ষয়ক্ষতির সতর্ক বার্তাও দিয়েছে।
ইন্দোনেশিয়ায় এ বছর বর্ষা শুরু হয়েছে জানুয়ারিতে। প্রথম ত্রৈমাসিকে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থা বিএমকেজি। জাভা ও সুমাত্রা দ্বীপে বৃষ্টিপাত আরও বেশি হতে পারে বলে জানান হয়েছে পূর্বাভাসে।
কাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তিটি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে..
১০ মিনিট আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
২ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
২ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে