Ajker Patrika

দেড় বছর পর খুলেছে অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড সীমান্ত

দেড় বছর পর খুলেছে অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড সীমান্ত

করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে দেশে থাকা স্বজনদের সঙ্গে দীর্ঘদিন দেখা নেই। ভিডিও কলে কথা বললেও জড়িয়ে ধরার আবেগ কি আর তাতে মিটে? এবার সে সুযোগ পেল অস্ট্রেলিয়ার নাগরিকেরা। দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আজ সোমবার খুলে দেওয়া হয়েছে সীমান্ত। কোয়ারেন্টিন ছাড়াই টিকা নেওয়া ব্যক্তিরা দেশে ফিরতে পারছেন কিংবা বিদেশ ভ্রমণ করতে পারছেন। বিমানবন্দরে তাই আবেগাপ্লুত পরিবেশ। খবর রয়টার্সের।

দীর্ঘদিন পর যারা দেশে এলেন তাঁদের অস্ট্রেলিয়ার চকলেট বিস্কুট এবং ফুল উপহার দেওয়া হয়। দেশে ফেরা ইথান কার্টার বলেন, ‘আমি আমার মাকে দেখতে এসেছি। তিনি খুবই অসুস্থ।’

১৮ মাস বন্ধ থাকার পর আজ খুলেছে সীমান্তঅন্যদিকে, থাইল্যান্ডের ব্যাংককে দেখা যায় ভিন্ন এক চিত্র। দীর্ঘ ১৮ মাস পর পর্যটকে সয়লাব দেশটির অন্যতম প্রধান এ শহর। চলতি মৌসুমে ইউরোপে শীত শুরু হয়ে গেছে। প্রতিবছর এমন সময় এশিয়ার অন্যতম প্রধান এ পর্যটন কেন্দ্রে ভিড় লেগেই থাকে। করোনার কারণে গত বছর পর্যটক বঞ্চিত ছিল ব্যাংকক। সংক্রমণ কমে যাওয়ায় ৬০টি দেশের টিকা নেওয়াদের কোয়ারেন্টিন ছাড়াই এবার প্রবেশ করতে দিচ্ছে দেশটি। এ তালিকায় আছে চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ।

আজ প্রথম পর্যটক হিসেবে ব্যাংককে পা রাখা জার্মান পর্যটক সাইমন রেইথাল বলেন, ‘ইউরোপে এখন অনেক শীত। তাই আমরা ফ্লাইট ধরলাম। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের ফ্লাইটটা সবার আগে এল।’ 

উল্লেখ্য, গত বছর এপ্রিলে করোনা সংক্রমণ রুখতে বিধিনিষেধ আরোপ করে অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড। এবার খুলে দেওয়ায় পর্যটন খাত আবার ঘুরে দাঁড়াবে। তবে এখনো পুরোদমে ফ্লাইট চালু হতে অনেক দেরি বলে জানিয়েছে প্রধান বিমান সংস্থাগুলো। কেননা অনেক দেশে পর্যটকদের জন্য বিধিনিষেধ জারি রেখেছে। এ ছাড়াও করোনা একেবারে নির্মূল না হওয়ায় বিদেশ ভ্রমণে বেশ সতর্ক অবস্থানে থাকতে চাইছে সবাই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত