যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই কূটনৈতিক সম্পর্ক বাড়াতে তৎপর হয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীনের রাজধানী বেইজিংয়ে চলমান শীতকালীন অলিম্পিককে কাজে লাগিয়ে সার্বিয়া, মিশর, কাজাখাস্তান এবং তুর্কেমেনিস্তানের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার সকালে সি চিন পিং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, সার্বিয়া প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক এবং তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবানগুলি বেরদিমুহামেদুর সঙ্গে আলাদা আলাদা বৈঠকে মিলিত হন। এসময় তাঁরা, রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণে চীনা বিনিয়োগ এবং সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া তাঁরা কোভিড-১৯ মহামারি মোকাবিলার বিষয়েও আলোচনা করেন।
অপরদিকে, কোভিড এবং রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ বিষয়ে আলোচনা করা ছাড়াও তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে দুই নেতা চীনে দেশটির গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ সহযোগিতার ক্ষেত্র আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠক শেষে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ আয়োজিত এক ভোজসভায় চিন পিংয়ের সঙ্গে যোগ দেন ওই চার নেতা। এসময়, চিন পিং তাঁর আমন্ত্রণে ভোজসভার অংশগ্রহণের জন্য চার দেশের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কোভিড মহামারির কারণে ২০১৯ সালের পর এই প্রথম কোন সরকারি ভোজসভায় অংশগ্রহণ করলেন চিন পিং।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই ভোজসভায় চিন পিং তাঁর বক্তব্যে বলেন, ‘করোনা মহামারির প্রভাব কাটিয়ে ওঠে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত ও শীতকালীন অলিম্পিক বাস্তবায়নে চীন সর্বাত্মক চেষ্টা চালিয়েছে।’
চীনে শীতকালীন অলিম্পিক উপলক্ষে অন্তত ৩০টি দেশের রাষ্ট্রনেতা বেইজিংয়ে উপস্থিত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ কূটনৈতিকভাবে এই অলিম্পিক বর্জন করেছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন চিন পিং। বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, উভয় দেশই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাট্টা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই কূটনৈতিক সম্পর্ক বাড়াতে তৎপর হয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীনের রাজধানী বেইজিংয়ে চলমান শীতকালীন অলিম্পিককে কাজে লাগিয়ে সার্বিয়া, মিশর, কাজাখাস্তান এবং তুর্কেমেনিস্তানের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার সকালে সি চিন পিং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, সার্বিয়া প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক এবং তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবানগুলি বেরদিমুহামেদুর সঙ্গে আলাদা আলাদা বৈঠকে মিলিত হন। এসময় তাঁরা, রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণে চীনা বিনিয়োগ এবং সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া তাঁরা কোভিড-১৯ মহামারি মোকাবিলার বিষয়েও আলোচনা করেন।
অপরদিকে, কোভিড এবং রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ বিষয়ে আলোচনা করা ছাড়াও তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে দুই নেতা চীনে দেশটির গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ সহযোগিতার ক্ষেত্র আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠক শেষে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ আয়োজিত এক ভোজসভায় চিন পিংয়ের সঙ্গে যোগ দেন ওই চার নেতা। এসময়, চিন পিং তাঁর আমন্ত্রণে ভোজসভার অংশগ্রহণের জন্য চার দেশের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কোভিড মহামারির কারণে ২০১৯ সালের পর এই প্রথম কোন সরকারি ভোজসভায় অংশগ্রহণ করলেন চিন পিং।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই ভোজসভায় চিন পিং তাঁর বক্তব্যে বলেন, ‘করোনা মহামারির প্রভাব কাটিয়ে ওঠে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত ও শীতকালীন অলিম্পিক বাস্তবায়নে চীন সর্বাত্মক চেষ্টা চালিয়েছে।’
চীনে শীতকালীন অলিম্পিক উপলক্ষে অন্তত ৩০টি দেশের রাষ্ট্রনেতা বেইজিংয়ে উপস্থিত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ কূটনৈতিকভাবে এই অলিম্পিক বর্জন করেছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন চিন পিং। বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, উভয় দেশই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাট্টা।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে