Ajker Patrika

অ্যান্টি–সাবমেরিন হেলিকপ্টার কেনার সামর্থ্য আমাদের নেই: তাইওয়ান

আপডেট : ০৫ মে ২০২২, ১৫: ০২
অ্যান্টি–সাবমেরিন হেলিকপ্টার কেনার সামর্থ্য আমাদের নেই: তাইওয়ান

তাইওয়ান জানিয়েছে, তাদের অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার কেনার সামর্থ্য নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটি ইঙ্গিত দিয়েছে, খুবই ব্যয়বহুল হওয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি উন্নতমানের নতুন অ্যান্টি-সাবমেরিন যুদ্ধ হেলিকপ্টার কেনার পরিকল্পনা তারা ত্যাগ করেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

তাইওয়ান এর আগে জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান লকহিড মার্টিন করপোরেশনের তৈরি 12 MH-60R অ্যান্টি-সাবমেরিন হেলিকপ্টার কেনার পরিকল্পনা করছে। তবে দেশটির সংবাদমাধ্যমগুলোর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র এই দ্বীপদেশের চাহিদা ও সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাইওয়ানের কাছে বিক্রির বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

তাইওয়ানের পার্লামেন্টে নতুন মার্কিন অস্ত্র (হেলিকপ্টার) কেনার বিষয় সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করা হলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং হেলিকপ্টার কেনার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘দাম খুবই বেশি, আমাদের দেশের সামর্থ্যের বাইরে।’ এ ছাড়া, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও দুই ধরনের অস্ত্র ক্রয়ও পিছিয়ে গেছে। সেগুলো হলো—M 109 A 6 মাঝারি পাল্লার অটোমেটেড হাউইটজার আর্টিলারি সিস্টেম এবং বহনযোগ্য অ্যান্টি-এয়ারক্রাফট স্টিংগার মিসাইল। 

চিউ কুও-চেং আরও জানিয়েছেন, এরই মধ্যে স্টিংগারের জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং প্রয়োজনীয় মূল্যও পরিশোধ করা হয়েছে। তাইওয়ান সেগুলো দ্রুত সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দেবে। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা অস্ত্র ক্রয়ের বিষয়টিকে তুচ্ছ কোনো বিষয় বলে বিবেচনা করি না। আমাদের অবশ্যই ব্যাক-আপ পরিকল্পনা আছে।’ 

এদিকে, তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে ক্রমাগত দাবি করেই যাচ্ছে চীন। তবে তাইওয়ান বলছে, তারা স্বাধীন দেশ এবং তাদের অধিকার রয়েছে নিজস্ব প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার। তাই দেশটি চীনা আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে সামরিক বাহিনীর আধুনিকীকরণ কর্মসূচি গ্রহণ করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত