Ajker Patrika

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশকেন্দ্র নির্মাণ করছে ইরান 

আপডেট : ০৭ জুন ২০২৪, ১২: ৫৮
মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশকেন্দ্র নির্মাণ করছে ইরান 

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশকেন্দ্র নির্মাণ করছে ইরান। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী চাবাহারে এই মহাকাশকেন্দ্র বা স্পেস স্টেশন নির্মাণ করা হচ্ছে। ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ঈসা জারিপুর বিষয়টি জানিয়েছেন। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গতকাল বৃহস্পতিবার ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ঈসা জারিপুর দেশটির সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সফর করেন। সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, চাবাহার স্পেস সেন্টারের কাজ চলমান, যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ গবেষণাকেন্দ্র হতে যাচ্ছে। তিনি জানিয়েছেন, মহাকাশকেন্দ্রটির প্রথম ধাপের নির্মাণকাজের ৫৬ শতাংশ এরই মধ্যে শেষ হয়েছে। 

ঈসা জারিপুর জানান, এই কেন্দ্র ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে চালু হবে। এ সময় মন্ত্রী জানান, এই কেন্দ্র থেকে চলতি পারসি বছরের মধ্যেই মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। উল্লেখ্য, ইরানের পারসি বছর ২০২৫ সালের ২০ মার্চ শেষ হবে। অর্থাৎ, খুব শিগগির তেহরান এই কেন্দ্র মহাকাশযান উৎক্ষেপণ করতে পারে। 

স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য পরিকল্পিত মহাকাশকেন্দ্রটি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দেশটির সহযোগিতাকেও উন্নীত করবে এবং এর আয় বাড়াবে। তবে এটিই ইরানের একমাত্র মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র নয়। দেশটির প্রথম স্পেস শিপ লঞ্চ সেন্টারের নাম ইমাম খোমেনি ন্যাশনাল স্পেস সেন্টার। ২০১৭ সালে উদ্বোধনের পর থেকে দেশটির মহাকাশ গবেষণা প্রচেষ্টায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

সেমনান প্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার লোয়ার আর্থ অরবিটালে ইরানের স্যাটেলাইটের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে। এই গবেষণাকেন্দ্র স্যাটেলাইট নির্মাণ থেকে শুরু করে উৎক্ষেপণ, নিয়ন্ত্রণ এবং যাবতীয় নির্দেশিকা নিয়ন্ত্রণসহ মহাকাশ মিশনের সব স্তরই নিয়ন্ত্রণ করে। 

চাবাহার স্পেস সেন্টারটি মূলত বেসামরিক গবেষণাকাজের জন্য নির্মাণ করা হচ্ছে। এখান থেকে বিভিন্ন ধরনের মহাকাশযান উৎক্ষেপণ, স্যাটেলাইট উৎক্ষেপণসহ যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করবে। এর বাইরে যেহেতু এই কেন্দ্র থেকে ভূপর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানো এবং তা নিয়ন্ত্রণের পরিকল্পনা আছে, তাই এটিকে নিরক্ষীয় রেখার খুব কাছে স্থাপন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত