অনলাইন ডেস্ক
ভয়াবহ দাবদাহে ফিলিপাইনের স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। গ্রীষ্মমণ্ডলীয় দেশটির কিছু অংশে তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠায় গতকাল শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, দ্বীপপুঞ্জের ৫ হাজার ২৮৮টি স্কুলে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ৩৬ লাখেরও বেশি শিক্ষার্থী প্রভাবিত হবে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাধারণত দ্বীপ দেশগুলোতে মার্চ, এপ্রিল ও মে মাস উষ্ণতম এবং শুষ্কতম হয়। কিন্তু এল নিনোর///////// প্রভাবে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে।
ফিলিপাইনের বেশির ভাগ স্কুলে কোনো ধরনের শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। শ্রেণিকক্ষে ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী ও পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু রাখা কষ্টকর হয়ে উঠছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত এক নোটিশে স্কুলগুলোকে অতিরিক্ত গরম ও দাবদাহে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার এখতিয়ার দেয়।
অনেক স্কুলেই দিনের সবচেয়ে উত্তপ্ত সময়টাতে শিক্ষা কার্যক্রম এড়াতে ক্লাসের সময় এরই মধ্যে কমিয়ে আনা হয়েছে।
গতকাল ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দেশটির বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪২ বা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বিপজ্জনক মাত্রা অতিক্রম করতে পারে।
রাজধানী ম্যানিলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ‘চরম সতর্কতা’ স্তর অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় গরমের কারণে পেশিতে ব্যথা এবং ক্লান্তির সমস্যা তৈরি হতে পারে। প্রায় এক সপ্তাহ ধরে দেশটির রাজধানীসহ অন্য অঞ্চলে তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
ভয়াবহ দাবদাহে ফিলিপাইনের স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। গ্রীষ্মমণ্ডলীয় দেশটির কিছু অংশে তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠায় গতকাল শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, দ্বীপপুঞ্জের ৫ হাজার ২৮৮টি স্কুলে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ৩৬ লাখেরও বেশি শিক্ষার্থী প্রভাবিত হবে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাধারণত দ্বীপ দেশগুলোতে মার্চ, এপ্রিল ও মে মাস উষ্ণতম এবং শুষ্কতম হয়। কিন্তু এল নিনোর///////// প্রভাবে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে।
ফিলিপাইনের বেশির ভাগ স্কুলে কোনো ধরনের শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। শ্রেণিকক্ষে ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী ও পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু রাখা কষ্টকর হয়ে উঠছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত এক নোটিশে স্কুলগুলোকে অতিরিক্ত গরম ও দাবদাহে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার এখতিয়ার দেয়।
অনেক স্কুলেই দিনের সবচেয়ে উত্তপ্ত সময়টাতে শিক্ষা কার্যক্রম এড়াতে ক্লাসের সময় এরই মধ্যে কমিয়ে আনা হয়েছে।
গতকাল ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দেশটির বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪২ বা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বিপজ্জনক মাত্রা অতিক্রম করতে পারে।
রাজধানী ম্যানিলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ‘চরম সতর্কতা’ স্তর অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় গরমের কারণে পেশিতে ব্যথা এবং ক্লান্তির সমস্যা তৈরি হতে পারে। প্রায় এক সপ্তাহ ধরে দেশটির রাজধানীসহ অন্য অঞ্চলে তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৮ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৮ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৮ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৯ ঘণ্টা আগে