ভয়াবহ দাবদাহে ফিলিপাইনের স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। গ্রীষ্মমণ্ডলীয় দেশটির কিছু অংশে তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠায় গতকাল শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, দ্বীপপুঞ্জের ৫ হাজার ২৮৮টি স্কুলে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ৩৬ লাখেরও বেশি শিক্ষার্থী প্রভাবিত হবে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাধারণত দ্বীপ দেশগুলোতে মার্চ, এপ্রিল ও মে মাস উষ্ণতম এবং শুষ্কতম হয়। কিন্তু এল নিনোর///////// প্রভাবে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে।
ফিলিপাইনের বেশির ভাগ স্কুলে কোনো ধরনের শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। শ্রেণিকক্ষে ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী ও পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু রাখা কষ্টকর হয়ে উঠছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত এক নোটিশে স্কুলগুলোকে অতিরিক্ত গরম ও দাবদাহে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার এখতিয়ার দেয়।
অনেক স্কুলেই দিনের সবচেয়ে উত্তপ্ত সময়টাতে শিক্ষা কার্যক্রম এড়াতে ক্লাসের সময় এরই মধ্যে কমিয়ে আনা হয়েছে।
গতকাল ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দেশটির বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪২ বা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বিপজ্জনক মাত্রা অতিক্রম করতে পারে।
রাজধানী ম্যানিলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ‘চরম সতর্কতা’ স্তর অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় গরমের কারণে পেশিতে ব্যথা এবং ক্লান্তির সমস্যা তৈরি হতে পারে। প্রায় এক সপ্তাহ ধরে দেশটির রাজধানীসহ অন্য অঞ্চলে তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
ভয়াবহ দাবদাহে ফিলিপাইনের স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। গ্রীষ্মমণ্ডলীয় দেশটির কিছু অংশে তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠায় গতকাল শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, দ্বীপপুঞ্জের ৫ হাজার ২৮৮টি স্কুলে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ৩৬ লাখেরও বেশি শিক্ষার্থী প্রভাবিত হবে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাধারণত দ্বীপ দেশগুলোতে মার্চ, এপ্রিল ও মে মাস উষ্ণতম এবং শুষ্কতম হয়। কিন্তু এল নিনোর///////// প্রভাবে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে।
ফিলিপাইনের বেশির ভাগ স্কুলে কোনো ধরনের শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। শ্রেণিকক্ষে ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী ও পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু রাখা কষ্টকর হয়ে উঠছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত এক নোটিশে স্কুলগুলোকে অতিরিক্ত গরম ও দাবদাহে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার এখতিয়ার দেয়।
অনেক স্কুলেই দিনের সবচেয়ে উত্তপ্ত সময়টাতে শিক্ষা কার্যক্রম এড়াতে ক্লাসের সময় এরই মধ্যে কমিয়ে আনা হয়েছে।
গতকাল ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দেশটির বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪২ বা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বিপজ্জনক মাত্রা অতিক্রম করতে পারে।
রাজধানী ম্যানিলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ‘চরম সতর্কতা’ স্তর অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় গরমের কারণে পেশিতে ব্যথা এবং ক্লান্তির সমস্যা তৈরি হতে পারে। প্রায় এক সপ্তাহ ধরে দেশটির রাজধানীসহ অন্য অঞ্চলে তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৫ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৮ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৯ ঘণ্টা আগে