Ajker Patrika

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩৮ লাখ ছাড়িয়েছে

আপডেট : ১২ জুন ২০২১, ১০: ৪২
করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩৮ লাখ ছাড়িয়েছে

ঢাকা : করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১১ হাজারের বেশি মানুষ। এরই মধ্য দিয়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ। একই দিনে নতুন সংক্রমণের সংখ্যা ৪ লাখ ৬ হাজার ছাড়িয়েছে। নতুন সংক্রমণের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। 

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে আজ শনিবার এ তথ্য জানা গেছে। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৪৯১ জন। এর মধ্যে মারা গেছে ৩৮ লাখ ২৭১ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৭০৬ জন। 

মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের হিসাবে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৮৪৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৪ হাজার ৭২৮ জন মারা গেছে। 

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৩৩ জন এবং মারা গেছে ৩ লাখ ৬৭ হাজার ৯৭ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত