Ajker Patrika

বিশ্বে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১০: ৪৩
বিশ্বে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৬৭ জনের, যা আগের দিনের তুলনায় ৬৫০ জন কম। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ২৫ হাজার ৭৮৯ জনের, যা আগের দিনের তুলনায় ৪১ হাজার ৬৯ জন বেশি। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৭৬৭। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৮ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার ৯৬৩ জনের এবং মারা গেছে ৭ লাখ ৯৮ হাজার ২০৭ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪০ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩৩ হাজার ৫৫৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৯৪ লাখ ৩৪ হাজার ৩৯৩ জনের এবং মারা গেছে ২ লাখ ৬৭ হাজার ৮১৯ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪৯৭ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৩ কোটি ৪৮ লাখ ৩১ হাজার ২৩৯ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত