Ajker Patrika

ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫৫
Thumbnail image

কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে ক্ষমতাসীন জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। এই জয়ের ফলে তৃতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে গত মাসে নির্বাচনের ডাক দিয়েছিলেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগের মতোই আইন পাসে অন্যদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে ট্রুডোকে। কানাডার সিবিসি ও সিটিভি টেলিভিশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

নির্বাচনে জয়লাভের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাস্টিন ট্রুডো কানাডার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাঁর প্রতিপক্ষ দলের উদ্দেশে বলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তের অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনে জয়ী লিবারেল পার্টির নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি নির্বাচনে নিজেদের পরাজয় মেনে নিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার নির্বাচনে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। কিছু ভোটারকে ভোট দেওয়ার জন্য দুই ঘণ্টাও অপেক্ষা করতে হয়েছে। করোনার কারণে কিছু নিয়মকানুন থাকার ফলে এমনটি হয়েছে। তবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সব ভোটারই ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছেন। 

কানাডার নির্বাচন কমিশনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬টিতে এবং এরিন ও’টুলের কনজারভেটিভ পার্টি ১২২টি আসনে নেতৃত্ব দিতে যাচ্ছে। 

উল্লেখ্য, কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের আসনসংখ্যা ৩৩৮। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭০টি আসনে জয়লাভ করতে হয়।      

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত