Ajker Patrika

ওমিক্রন শনাক্তের পর বিশ্বে ৫ লাখ মৃত্যুর বিশ্ব রেকর্ড 

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৪
ওমিক্রন শনাক্তের পর বিশ্বে ৫ লাখ মৃত্যুর বিশ্ব রেকর্ড 

ওমিক্রন শনাক্তের পর গত তিন মাসে বিশ্বে ৫ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।  গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।   

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এই সময়ের মধ্যে ৫ লাখ মৃত্যুর সংখ্যা বিশ্ব রেকর্ড। এই সংখ্যা বিয়োগান্তক ঘটনার চেয়ে আরও বেশি কিছু। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড ব্যবস্থাপনা-সংক্রান্ত কর্মকর্তা আবদি মাহামুদ  বিশ্ব স্বাস্থ্য সংস্থার সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে এসে বলেন, গত নভেম্বরে ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বে ১ কোটি ৩০ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়  বিশ্বে ৫ লাখের বেশি মৃত্যু হয়েছে। 

 ওমিক্রন করোনার অতিসংক্রামক ধরন ডেলটার চেয়েও বেশি সংক্রমণযোগ্য। যদিও এটি রোগীকে গুরুতর অসুস্থ করে না। 
 
আবদি মাহামুদ বলেন, কার্যকর ভ্যাকসিনের যুগে ৫ লাখ মানুষ মারা যাচ্ছে। যখন সবাই বলছে ওমিক্রন হালকা, (তারা) এই পয়েন্টটি মিস করেছে যে এটি শনাক্ত হওয়ার পর থেকে ৫ লাখ মানুষ মারা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, আমরা এখনো এই মহামারির মাঝখানে আছি। আমি আশা করি আমরা এটির শেষের কাছাকাছি চলে এসেছি। অনেক দেশ এখনো তাদের ওমিক্রনের চূড়া অতিক্রম করেনি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত