অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে সৈকতে আটকে পড়া প্রায় ২০০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সেখানকার উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
অস্ট্রেলিয়ান বন্যপ্রাণী সেবা সংস্থার বরাতে এনডিটিভি জানায়, ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি বেঁচে আছে। তাদের উদ্ধার করে সমুদ্রে ফেরত পাঠাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
বন্যপ্রাণী সেবা সংস্থার ব্যবস্থাপক ব্রেন্ডন ক্লার্ক জানান, ‘আগের দিন সৈকতে খোঁজ পাওয়া ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি এখনো জীবিত। আজ সকালে আমাদের প্রথম কাজ হচ্ছে উদ্ধার অভিযান চালানো এবং উদ্ধার হওয়া তিমিদের সমুদ্রে ছেড়ে দেওয়া।’
ওপর থেকে তোলা ছবিতে দেখা যায়, বেশ কিছু চকচকে, কালো স্তন্যপায়ী প্রাণী সৈকতজুড়ে ছড়িয়ে রয়েছে। প্রাণীগুলো জলসীমার যেখানে আটকে আছে, সেখানে দক্ষিণ মহাসাগরের হিমশীতল স্রোত বালুর সঙ্গে মিশেছে।
সমুদ্রতীরে আটকে থাকতে দেখার পর স্থানীয় লোকজন তিমিগুলো জীবিত রাখতে কম্বল দিয়ে ঢেকে দেন এবং বালতি ভরে সমুদ্রের পানি এনে তিমিদের গায়ে ঢেলে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরিবেশবিদরা বলছেন, জোয়ারের পানিতে পথ হারিয়ে সৈকতে আসার পর পানি নামলে তিমিগুলো সৈকতে আটক পড়ে। এ ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও তাসমানিয়ার উপকূলে তিমি আটকে পড়ার ঘটনা নতুন নয়। দুই বছর আগেও তাসমানিয়া উপকূলে এমন তিমি ভেসে আসার ঘটনা ঘটে। ম্যাককুয়েরি হারবারের কাছেই সেবার ৫০০ পাইলট তিমি আটকা পড়ে। স্বেচ্ছাসেবকদের কয়েক দিনের পরিশ্রম সত্ত্বেও তিন শতাধিক তিমি মারা যায়।
অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে সৈকতে আটকে পড়া প্রায় ২০০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সেখানকার উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
অস্ট্রেলিয়ান বন্যপ্রাণী সেবা সংস্থার বরাতে এনডিটিভি জানায়, ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি বেঁচে আছে। তাদের উদ্ধার করে সমুদ্রে ফেরত পাঠাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
বন্যপ্রাণী সেবা সংস্থার ব্যবস্থাপক ব্রেন্ডন ক্লার্ক জানান, ‘আগের দিন সৈকতে খোঁজ পাওয়া ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি এখনো জীবিত। আজ সকালে আমাদের প্রথম কাজ হচ্ছে উদ্ধার অভিযান চালানো এবং উদ্ধার হওয়া তিমিদের সমুদ্রে ছেড়ে দেওয়া।’
ওপর থেকে তোলা ছবিতে দেখা যায়, বেশ কিছু চকচকে, কালো স্তন্যপায়ী প্রাণী সৈকতজুড়ে ছড়িয়ে রয়েছে। প্রাণীগুলো জলসীমার যেখানে আটকে আছে, সেখানে দক্ষিণ মহাসাগরের হিমশীতল স্রোত বালুর সঙ্গে মিশেছে।
সমুদ্রতীরে আটকে থাকতে দেখার পর স্থানীয় লোকজন তিমিগুলো জীবিত রাখতে কম্বল দিয়ে ঢেকে দেন এবং বালতি ভরে সমুদ্রের পানি এনে তিমিদের গায়ে ঢেলে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরিবেশবিদরা বলছেন, জোয়ারের পানিতে পথ হারিয়ে সৈকতে আসার পর পানি নামলে তিমিগুলো সৈকতে আটক পড়ে। এ ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও তাসমানিয়ার উপকূলে তিমি আটকে পড়ার ঘটনা নতুন নয়। দুই বছর আগেও তাসমানিয়া উপকূলে এমন তিমি ভেসে আসার ঘটনা ঘটে। ম্যাককুয়েরি হারবারের কাছেই সেবার ৫০০ পাইলট তিমি আটকা পড়ে। স্বেচ্ছাসেবকদের কয়েক দিনের পরিশ্রম সত্ত্বেও তিন শতাধিক তিমি মারা যায়।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৮ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৮ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৮ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৯ ঘণ্টা আগে