আইনি সুরক্ষার ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার আছে বিশ্বের মাত্র ১৪টি দেশে। সম্প্রতি বিশ্ব ব্যাংক প্রকাশিত ‘উইমেন, বিজনেস অ্যান্ড দ্য ল ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
বিশ্ব ব্যাংক বলছে, ১৯০টি দেশের মধ্যে মাত্র ১৪টি দেশে নারী ও পুরুষের অধিকার সমান-বিশেষ করে আইনি সুরক্ষার দৃষ্টিকোণ থেকে। দেশগুলো হলো—বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল, স্পেন, সুইডেন, জার্মানি ও নেদারল্যান্ডস।
এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিবেচনায় নিয়েছে অর্থনৈতিক ও আইনি বৈষম্য। তবে এর সঙ্গে আরও ছিল চলাফেরার স্বাধীনতা, মাতৃত্বকালীন ছুটি ও সম্পত্তি ব্যবস্থাপনার অধিকারের মতো বিষয়গুলো।
প্রতিবেদনে বলা হয়, আইনি সুরক্ষার ভিত্তিতে নারী-পুরুষের সমান অধিকারের সূচকে ১০০ নম্বর পেয়েছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল, স্পেন, সুইডেন, জার্মানি ও নেদারল্যান্ডস। তবে এই বছর ১০০ পয়েন্ট পাওয়া দেশের মধ্যে জার্মানি ও নেদারল্যান্ডস নতুন। উভয় দেশই মাতৃত্বকালীন ছুটির অধিকার সমান করে তালিকায় এগিয়ে গেছে।
যুক্তরাষ্ট্র, পেরু এবং আলবেনিয়ার মতো দেশগুলো ৯১ দশমিক ৩ শতাংশ পেয়ে তালিকার নিচের দিকে আছে। অভিভাবকদের ছুটি, সমান বেতন এবং সমান পেনশনের নিশ্চয়তা প্রদানকারী আইনের অভাবের কারণে দেশগুলো পয়েন্ট হারিয়েছে।
মূল্যায়ন করা ১৯০টি দেশ ও অঞ্চলের মধ্যে ৯৯টি ৮০ শতাংশ বা কাছাকাছি পয়েন্ট পেয়েছে। এর আগে ২০২২ সালে ৯৮ এবং ২০২১ সালে ৯৪ ছিল দেশগুলোর স্কোর। ২০১৯ সালে একেবারে শেষদিকে থাকা সৌদি আরব, নতুন আইন প্রয়োগ করার পর পয়েন্টে উন্নতি করেছে। ৭১ দশমিক ৩ শতাংশ পেয়ে তালিকায় ১৩৬ তম অবস্থানে রয়েছে দেশটি। ২০১৩ সালে ২৬ দশমিক ৩ শতাংশ স্কোর করে র্যাঙ্কিংয়ে শেষ অবস্থানে আছে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর ও ফিলিস্তিনের গাজা। এর কিছুটা আগে আছে ইয়েমেন (২৬ দশমিক ৯), সুদান (২৯ দশমিক ৪) এবং কাতার (২৯ দশমিক ৪ শতাংশ)।
আইনি সুরক্ষার ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার আছে বিশ্বের মাত্র ১৪টি দেশে। সম্প্রতি বিশ্ব ব্যাংক প্রকাশিত ‘উইমেন, বিজনেস অ্যান্ড দ্য ল ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
বিশ্ব ব্যাংক বলছে, ১৯০টি দেশের মধ্যে মাত্র ১৪টি দেশে নারী ও পুরুষের অধিকার সমান-বিশেষ করে আইনি সুরক্ষার দৃষ্টিকোণ থেকে। দেশগুলো হলো—বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল, স্পেন, সুইডেন, জার্মানি ও নেদারল্যান্ডস।
এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিবেচনায় নিয়েছে অর্থনৈতিক ও আইনি বৈষম্য। তবে এর সঙ্গে আরও ছিল চলাফেরার স্বাধীনতা, মাতৃত্বকালীন ছুটি ও সম্পত্তি ব্যবস্থাপনার অধিকারের মতো বিষয়গুলো।
প্রতিবেদনে বলা হয়, আইনি সুরক্ষার ভিত্তিতে নারী-পুরুষের সমান অধিকারের সূচকে ১০০ নম্বর পেয়েছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল, স্পেন, সুইডেন, জার্মানি ও নেদারল্যান্ডস। তবে এই বছর ১০০ পয়েন্ট পাওয়া দেশের মধ্যে জার্মানি ও নেদারল্যান্ডস নতুন। উভয় দেশই মাতৃত্বকালীন ছুটির অধিকার সমান করে তালিকায় এগিয়ে গেছে।
যুক্তরাষ্ট্র, পেরু এবং আলবেনিয়ার মতো দেশগুলো ৯১ দশমিক ৩ শতাংশ পেয়ে তালিকার নিচের দিকে আছে। অভিভাবকদের ছুটি, সমান বেতন এবং সমান পেনশনের নিশ্চয়তা প্রদানকারী আইনের অভাবের কারণে দেশগুলো পয়েন্ট হারিয়েছে।
মূল্যায়ন করা ১৯০টি দেশ ও অঞ্চলের মধ্যে ৯৯টি ৮০ শতাংশ বা কাছাকাছি পয়েন্ট পেয়েছে। এর আগে ২০২২ সালে ৯৮ এবং ২০২১ সালে ৯৪ ছিল দেশগুলোর স্কোর। ২০১৯ সালে একেবারে শেষদিকে থাকা সৌদি আরব, নতুন আইন প্রয়োগ করার পর পয়েন্টে উন্নতি করেছে। ৭১ দশমিক ৩ শতাংশ পেয়ে তালিকায় ১৩৬ তম অবস্থানে রয়েছে দেশটি। ২০১৩ সালে ২৬ দশমিক ৩ শতাংশ স্কোর করে র্যাঙ্কিংয়ে শেষ অবস্থানে আছে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর ও ফিলিস্তিনের গাজা। এর কিছুটা আগে আছে ইয়েমেন (২৬ দশমিক ৯), সুদান (২৯ দশমিক ৪) এবং কাতার (২৯ দশমিক ৪ শতাংশ)।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান ১ হাজার ৬২ জন মানুষকে হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, নিহতদের মধ্যে ৭৮৬ জন ছিলেন সামরিক বাহিনীর সদস্য এবং ২৭৬ জন ছিলেন বেসামরিক নাগরিক।
১৩ মিনিট আগে২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ ৮ হাজারে, যাঁদের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। সরকার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পাকিস্তানি আশ্রয়প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৪২ জনে। উল্লেখযোগ্য হারে আবেদন বেড়েছে ভিয়েতনামিজ নাগরি
২ ঘণ্টা আগেগতকাল সোমবার প্রথমবারের মতো মধ্য গাজার দেইর-আল-বালাহে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, উপত্যকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও শুরু করেছে স্থল অভিযান। এর আগে এই দুই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগেভারতীয় বিমানবাহিনীতে এখনো রাশিয়ার তৈরি অন্তত ৩৬টি মিগ-২১ যুদ্ধবিমান রয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় সেবা থেকে এই যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে ভারতের নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
৩ ঘণ্টা আগে