Ajker Patrika

নারীর সমান অধিকার আছে যেসব দেশে 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৭: ১১
Thumbnail image

আইনি সুরক্ষার ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার আছে বিশ্বের মাত্র ১৪টি দেশে। সম্প্রতি বিশ্ব ব্যাংক প্রকাশিত ‘উইমেন, বিজনেস অ্যান্ড দ্য ল ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 

বিশ্ব ব্যাংক বলছে, ১৯০টি দেশের মধ্যে মাত্র ১৪টি দেশে নারী ও পুরুষের অধিকার সমান-বিশেষ করে আইনি সুরক্ষার দৃষ্টিকোণ থেকে। দেশগুলো হলো—বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল, স্পেন, সুইডেন, জার্মানি ও নেদারল্যান্ডস। 

এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিবেচনায় নিয়েছে অর্থনৈতিক ও আইনি বৈষম্য। তবে এর সঙ্গে আরও ছিল চলাফেরার স্বাধীনতা, মাতৃত্বকালীন ছুটি ও সম্পত্তি ব্যবস্থাপনার অধিকারের মতো বিষয়গুলো। 

প্রতিবেদনে বলা হয়, আইনি সুরক্ষার ভিত্তিতে নারী-পুরুষের সমান অধিকারের সূচকে ১০০ নম্বর পেয়েছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল, স্পেন, সুইডেন, জার্মানি ও নেদারল্যান্ডস। তবে এই বছর ১০০ পয়েন্ট পাওয়া দেশের মধ্যে জার্মানি ও নেদারল্যান্ডস নতুন। উভয় দেশই মাতৃত্বকালীন ছুটির অধিকার সমান করে তালিকায় এগিয়ে গেছে। 

১৯০টি দেশের মধ্যে মাত্র ১৪টি দেশে নারী ও পুরুষের অধিকার সমান। ছবি: ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সৌজন্যেযুক্তরাষ্ট্র, পেরু এবং আলবেনিয়ার মতো দেশগুলো ৯১ দশমিক ৩ শতাংশ পেয়ে তালিকার নিচের দিকে আছে। অভিভাবকদের ছুটি, সমান বেতন এবং সমান পেনশনের নিশ্চয়তা প্রদানকারী আইনের অভাবের কারণে দেশগুলো পয়েন্ট হারিয়েছে। 

মূল্যায়ন করা ১৯০টি দেশ ও অঞ্চলের মধ্যে ৯৯টি ৮০ শতাংশ বা কাছাকাছি পয়েন্ট পেয়েছে। এর আগে ২০২২ সালে ৯৮ এবং ২০২১ সালে ৯৪ ছিল দেশগুলোর স্কোর। ২০১৯ সালে একেবারে শেষদিকে থাকা সৌদি আরব, নতুন আইন প্রয়োগ করার পর পয়েন্টে উন্নতি করেছে। ৭১ দশমিক ৩ শতাংশ পেয়ে তালিকায় ১৩৬ তম অবস্থানে রয়েছে দেশটি। ২০১৩ সালে ২৬ দশমিক ৩ শতাংশ স্কোর করে র‍্যাঙ্কিংয়ে শেষ অবস্থানে আছে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর ও ফিলিস্তিনের গাজা। এর কিছুটা আগে আছে ইয়েমেন (২৬ দশমিক ৯), সুদান (২৯ দশমিক ৪) এবং কাতার (২৯ দশমিক ৪ শতাংশ)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত