Ajker Patrika

প্রভাবশালী ইসলামি চিন্তক ইউসুফ আল-কারজাভি আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৯: ০৭
প্রভাবশালী ইসলামি চিন্তক ইউসুফ আল-কারজাভি আর নেই

মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় পণ্ডিত শাইখ ড. ইউসুফ আল-কারজাভি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টের সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

শাইখ কারজাভি মিসরীয় ফিকাহবিদ ও ইসলামি চিন্তক। নব্বইয়ের দশকে মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা ছিলেন। তখন থেকেই কাতারে নির্বাসিত জীবনযাপন করছেন। ইসলামি চিন্তকদের প্রভাবশালী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস-এর প্রতিষ্ঠাতা তিনি।

শাইখ কারজাভি আল-জাজিরা আরবির ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত আলোচনা করতেন। ২০১৩ সালে মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের কঠোর সমালোচনা করেছিলেন তিনি।

মুরসি প্রেসিডেন্ট হওয়ার আগে শাইখ কারজাভি মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন এবং আন্দোলনের সমর্থক ছিলেন। মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির বিরোধিতার কারণে তিনি আর মিসরে ফিরতে পারেননি।

শাইখ কারজাভি তাঁর আধুনিক মনন, চিন্তা ও সংস্কারমূলক ফিকহি দৃষ্টিভঙ্গির জন্য মুসলিম বিশ্বে ব্যাপক সমাদৃত। তাঁর রচনা সংখ্যা ১৭০-এর অধিক। ১৯৯৪ সালে তিনি ইসলাম শিক্ষায় অবদানের জন্য মুসলিম বিশ্বের নোবেলখ্যাত ‘আন্তর্জাতিক বাদশাহ ফয়সাল সম্মাননা’ পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত