দেড় বছরের বেশি সময় ধরে পৃথিবীর অন্যতম হুমকি হয়ে আছে মহামারি করোনাভাইরাস। গত বছরের চেয়ে চলতি বছর সংক্রমণ অনেক বেড়েছে। এরই মধ্যে দুইবার সংক্রমণের ঢেউ চূড়া ছুঁয়েছে। করোনার নতুন ধরন ‘ডেলটা’ ছড়িয়ে যাওয়ায় গত দুই মাস ধরে আবারও সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, তাঁদের মনে হচ্ছে করোনা সংক্রমণ আরেক চূড়ায় পৌঁছেছে। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত সোমবার করোনা মহামারি সংক্রান্ত সাপ্তাহিক আপডেট প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে দেখা যায়, এক সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫ লাখ মানুষ। এ সময়ে মারা গেছেন ৬৮ হাজার। পরিসংখ্যান বলছে আগের সপ্তাহের চেয়ে এটি সামান্য বেশি। আগের সপ্তাহে আক্রান্ত ছিল ৪৪ লাখ, মৃত্যু ৬৬ হাজার।
সর্বশেষ গত মে মাসে সংক্রমণ ছিল চূড়ায়। এরপর জুনের মাঝামাঝি পর্যন্ত তা কমতে থাকে। কিন্তু ডেলটা ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় জুনের মাঝামাঝি থেকে আবারও সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। গত দুই মাস ধরেই সে গতি বজায় ছিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পরিস্থিতি এখন স্থিতিশীল পর্যায়ে আছে। তাঁদের মনে হচ্ছে এই মুহূর্তে তৃতীয় চূড়ায় রয়েছে মহামারি করোনা।
এক সপ্তাহে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ছিল যুক্তরাষ্ট্রে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ লাখ, যা আগের সপ্তাহের চেয়ে ১৫ শতাংশ বেশি। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে শনাক্ত বেড়েছে ২০ শতাংশ। তবে ভূমধ্যসাগরীয় এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে ভারতে সংক্রমণ ছিল আগের চেয়ে কম। তবে করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। প্রতি সপ্তাহেই অস্ট্রেলিয়ায় রেকর্ড শনাক্ত হচ্ছে। দেশটিতে দীর্ঘদিন ধরেই চলছে লকডাউন। এর বিরুদ্ধে রাস্তায় নামছেন হাজার হাজার মানুষ। কিন্তু প্রধানমন্ত্রী স্কট মরিসন বলছেন, এখন লকডাউন খুবই জরুরি। কিন্তু আজীবন তা থাকবে না।
সম্প্রতি নিউজিল্যান্ডে ৬ মাস পর একজন শনাক্ত হয়েছেন। এরপর থেকেই লকডাউন চলছে দেশটিতে। তবে সংক্রমণ কমেনি। প্রতিদিন শনাক্ত বাড়ছেই। গতকাল স্বাস্থ্য বিভাগ জানায়, একদিনে আরও ৬২ জন শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্ত ২০০ ছাড়াল। দেশটির কোভিড-১৯ রেসপন্স মন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, ‘করোনাভাইরাস নির্মূল নিয়ে আমাদের যে দীর্ঘমেয়াদি কৌশল রয়েছে ডেলটা ধরন তাতে ব্যাপক প্রভাব ফেলছে। কৌশল কার্যকর করতে এ ধরন এখন অন্যতম অন্তরায়’।
তবে করোনার সর্বশেষ আপডেট বলছে, এখনো সংক্রমণ চূড়ায় রয়েছে এমন বলা যাচ্ছে না। শনাক্তে ঊর্ধ্বগতি বজায় রয়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের গতকালের তথ্য বলছে, এক দিনে নতুন করে বিশ্বে আরও ৬ লাখ ৫৫ হাজার ৬১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় যা ১ লাখ ২৯ হাজার ২৮৪ বেশি। মোট শনাক্তের সংখ্যা ২১ কোটি ৪০ লাখের বেশি। শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। টিকা কার্যক্রম দ্রুত গতিতে চললেও দেশটিতে ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি এখনো স্বাভাবিক হচ্ছে না। দ্বিতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়া ভয়াবহতা থেকে বেরিয়ে আসতে পারছে না।
দেড় বছরের বেশি সময় ধরে পৃথিবীর অন্যতম হুমকি হয়ে আছে মহামারি করোনাভাইরাস। গত বছরের চেয়ে চলতি বছর সংক্রমণ অনেক বেড়েছে। এরই মধ্যে দুইবার সংক্রমণের ঢেউ চূড়া ছুঁয়েছে। করোনার নতুন ধরন ‘ডেলটা’ ছড়িয়ে যাওয়ায় গত দুই মাস ধরে আবারও সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, তাঁদের মনে হচ্ছে করোনা সংক্রমণ আরেক চূড়ায় পৌঁছেছে। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত সোমবার করোনা মহামারি সংক্রান্ত সাপ্তাহিক আপডেট প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে দেখা যায়, এক সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫ লাখ মানুষ। এ সময়ে মারা গেছেন ৬৮ হাজার। পরিসংখ্যান বলছে আগের সপ্তাহের চেয়ে এটি সামান্য বেশি। আগের সপ্তাহে আক্রান্ত ছিল ৪৪ লাখ, মৃত্যু ৬৬ হাজার।
সর্বশেষ গত মে মাসে সংক্রমণ ছিল চূড়ায়। এরপর জুনের মাঝামাঝি পর্যন্ত তা কমতে থাকে। কিন্তু ডেলটা ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় জুনের মাঝামাঝি থেকে আবারও সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। গত দুই মাস ধরেই সে গতি বজায় ছিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পরিস্থিতি এখন স্থিতিশীল পর্যায়ে আছে। তাঁদের মনে হচ্ছে এই মুহূর্তে তৃতীয় চূড়ায় রয়েছে মহামারি করোনা।
এক সপ্তাহে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ছিল যুক্তরাষ্ট্রে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ লাখ, যা আগের সপ্তাহের চেয়ে ১৫ শতাংশ বেশি। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে শনাক্ত বেড়েছে ২০ শতাংশ। তবে ভূমধ্যসাগরীয় এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে ভারতে সংক্রমণ ছিল আগের চেয়ে কম। তবে করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। প্রতি সপ্তাহেই অস্ট্রেলিয়ায় রেকর্ড শনাক্ত হচ্ছে। দেশটিতে দীর্ঘদিন ধরেই চলছে লকডাউন। এর বিরুদ্ধে রাস্তায় নামছেন হাজার হাজার মানুষ। কিন্তু প্রধানমন্ত্রী স্কট মরিসন বলছেন, এখন লকডাউন খুবই জরুরি। কিন্তু আজীবন তা থাকবে না।
সম্প্রতি নিউজিল্যান্ডে ৬ মাস পর একজন শনাক্ত হয়েছেন। এরপর থেকেই লকডাউন চলছে দেশটিতে। তবে সংক্রমণ কমেনি। প্রতিদিন শনাক্ত বাড়ছেই। গতকাল স্বাস্থ্য বিভাগ জানায়, একদিনে আরও ৬২ জন শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্ত ২০০ ছাড়াল। দেশটির কোভিড-১৯ রেসপন্স মন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, ‘করোনাভাইরাস নির্মূল নিয়ে আমাদের যে দীর্ঘমেয়াদি কৌশল রয়েছে ডেলটা ধরন তাতে ব্যাপক প্রভাব ফেলছে। কৌশল কার্যকর করতে এ ধরন এখন অন্যতম অন্তরায়’।
তবে করোনার সর্বশেষ আপডেট বলছে, এখনো সংক্রমণ চূড়ায় রয়েছে এমন বলা যাচ্ছে না। শনাক্তে ঊর্ধ্বগতি বজায় রয়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের গতকালের তথ্য বলছে, এক দিনে নতুন করে বিশ্বে আরও ৬ লাখ ৫৫ হাজার ৬১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় যা ১ লাখ ২৯ হাজার ২৮৪ বেশি। মোট শনাক্তের সংখ্যা ২১ কোটি ৪০ লাখের বেশি। শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। টিকা কার্যক্রম দ্রুত গতিতে চললেও দেশটিতে ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি এখনো স্বাভাবিক হচ্ছে না। দ্বিতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়া ভয়াবহতা থেকে বেরিয়ে আসতে পারছে না।
ভেনিস উপহ্রদের দক্ষিণে অবস্থিত পরিত্যক্ত দ্বীপ পোভেলিয়া। এর নাম শুনলেই অনেকের মনে আসে প্লেগ আক্রান্তদের গণকবর, মানসিক রোগীদের জন্য নির্মিত পুরোনো আশ্রম এবং ভুতুড়ে ইতিহাসের কথা। সেই দ্বীপ এবার নতুন পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছে।
৭ ঘণ্টা আগেগত ১২ জুন ইংল্যান্ডে হৃদ্রোগে আক্রান্ত মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তাঁর এই আকস্মিক মৃত্যুর পর রেখে যাওয়া বিপুল সম্পদ কার জিম্মায় যাবে, তা নিয়ে এখন উত্তাল কাপুর পরিবার।
৮ ঘণ্টা আগেতিন মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে যান আমির। রাজস্থানে পৌঁছানোর পর দুই মাস আগে তাঁকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাঁর কাছে ভারতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোনো তদন্ত বা আদালতের হস্তক্ষেপ ছাড়াই তাঁকে বিদেশি তকমা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়।
৯ ঘণ্টা আগেগাজার হৃদয়বিদারক বাস্তবতার ছবি তুলে ধরেছেন একজন ফিলিস্তিনি শিল্পী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্তানদের মুখে এক বেলার খাবার তুলে দিতে চিত্রশিল্পী তাহা আবু ঘালি নিজের আঁকা ছবি পুড়িয়ে রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
৯ ঘণ্টা আগে