Ajker Patrika

নির্বাচনে জালিয়াতি হলে ক্ষমতা ছাড়বেন না বলসোনারো

আপডেট : ০২ জুলাই ২০২১, ১২: ০২
নির্বাচনে জালিয়াতি হলে ক্ষমতা ছাড়বেন না বলসোনারো

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি হলে ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এমনটি জানিয়েছেন। 

ইতিমধ্যে বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করে বলেছেন যে ব্রাজিলের সাবেক সেনাসদস্য ডানপন্থী বলসোনারো নিজের হার সহজে মেনে নেবেন না। জরিপ অনুযায়ী, আগামী বছর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারোর প্রধান প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বলসোনারো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে যে–ই জিতুক, ক্ষমতা হস্তান্তর করব। কিন্তু জালিয়াতি হলে নয়। 

২০১৮ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন বলসোনারো। এরপর বিভিন্ন স্থানীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো বলসোনারোও নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারেন। 

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন ট্রাম্পকে সমর্থনও জানিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। 

সম্প্রতি ব্রাজিলে কম্পিউটার ভোটিং সিস্টেম নিয়ে আপত্তি তুলেছেন বলসোনারো। ব্রাজিলের প্রেসিডেন্টের দাবি, প্রিন্ট ব্যালটের মাধ্যমে জালিয়াতি ঠেকানো সম্ভব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত