Ajker Patrika

বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল 

বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল 

বিশ্বজুড়ে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সংক্রামিত মানুষের সংখ্যা বাড়লেও যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ভাইরাসটিতে সংক্রমণের হার কমেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট অনুসারে এখন পর্যন্ত ৫০ হাজার ৪৯৬ জন এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এই রোগে এখনো পর্যন্ত মারা গেছেন অন্তত ১৬ জন। এর আগে, জাতিসংঘের এই সংস্থাটি গত জুলাইয়ে এই ভাইরাসটির বিষয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছিল। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম বলেছেন, ভাইরাসটির সংক্রমণ ধীর হওয়ার মানে হলো, আগামী দিনগুলোতে ভাইরাসটির সংক্রমণ থেমে যাবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমেরিকার দেশগুলোতেই মোট শনাক্তের অর্ধেকেরও বেশি পাওয়া গেছে। যদিও বেশ কিছু দেশে এখনো সংক্রমণের হার বাড়ছে তব কানাডার মতো দেশে ভাইরাসটির সংক্রমণের হার কমতে দেখার বিষয়টি স্বস্তিদায়ক।’ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক আরও বলেন, ‘জার্মানি এবং নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও এই ভাইরাসের সংক্রমণ হার স্পষ্টভাবেই ধীর গতির। যা দেশগুলোর জনস্বাস্থ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ফলাফল। এই লক্ষণগুলো নিশ্চিত করে যে, আমরা শুরু থেকে ধারাবাহিকভাবে যেমনটা বলেছি—সঠিক ব্যবস্থা নিয়ে এই প্রাদুর্ভাব বন্ধ করা যেতে পারে।’ 

ভাইরাসটি আফ্রিকার দেশগুলোতে উৎপত্তি হলেও চলতি বছরের মার্চ থেকে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত