Ajker Patrika

করোনার মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভিরের কার্যকারিতা কমেছে

করোনার মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভিরের কার্যকারিতা কমেছে

করোনার মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভিরের কার্যকারিতা কমছে। ওষুধটির প্রস্তুতকারী কোম্পানি মের্কের গবেষণাতে এ তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মের্কের ওই গবেষণায় দেখা গেছে, মলনুপিরাভির করোনা রোগীদের গুরুতর অসুস্থতা ও মৃত্যুঝুঁকি ৫০ শতাংশ নয়, মাত্র ৩০ শতাংশ কমাতে সক্ষম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মের্কে সম্প্রতি ১৪ শ’রও বেশি করোনা রোগীর ওপর ফের ট্রায়াল পরিচালনা করে। এতে দেখা গেছে করোনায় গুরুতর অসুস্থতা ও মৃত্যুঝুঁকি কমানোর ক্ষেত্রে মলনুপিরাভির ৩০ শতাংশ কার্যকর।

তবে গত অক্টোবরে ৭৭৬ স্বেচ্ছাসেবীর ওপর পরিচালিত মেডিকেল ট্রায়ালের ফলাফল বিশ্লেষণ করে মার্কিন বহুজাতিক কোম্পানি মের্ক জানিয়েছিল, তাদের প্রস্তুতকৃত ওষুধ মলনুপিরাভির করোনায় আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থতা ও এ জনিত মৃত্যুঝুঁকি ৫০ শতাংশ কমাতে সক্ষম।

এদিকে যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার বিষয়ে দেশটির খাদ্য ও ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা ফুডস অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) তাদের বিশেষজ্ঞ প্যানেলকে এই মলনুপিরাভির সম্পর্কিত বিভিন্ন তথ্য লিখিত আকারে অবহিত করে ফেলেছে।

আগামী মঙ্গলবার এ বিষয়ে এফডিএর বিশেষজ্ঞ প্যানেলের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে- মলনুপিরাভিরকে যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে কি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত