সাইরুল ইসলাম, ঢাকা
বিমানবন্দরের পাশে আশকোনা বস্তি। কুয়াশাচ্ছন্ন সকালটা শুরু হয় কাঁপুনি দিয়ে। দেহের সঙ্গে একই তালে কাঁপে খুপরিঘর। এ কাঁপুনি অবশ্য শীতের জন্য নয়, আবু ইসহাকের গল্পের ‘মহাপতঙ্গ’ উড়োজাহাজের শব্দের কারণে। দৃশ্যটি ২০১০ সালে মুক্তি পাওয়া তারেক মাসুদের ‘রানওয়ে’ সিনেমার।
এখন সে বস্তি আছে কি না, জানা নেই। তবে সিনেমার সেই দৃশ্য এখনো মনে পড়ে। ওপরে বিমান ওড়ে, নিচে বস্তিবাসীর আতঙ্ক বাড়ে।
রাইট ভ্রাতৃদ্বয় যখন উড়োজাহাজ আবিষ্কার করেন, তখন হয়তো এতটা ভাবেননি। উড়োজাহাজের সবচেয়ে জটিল অংশটা যে অবতরণ, সেটা ধীরে ধীরে মানুষের মগজে ধরা দেয় পরে। কিন্তু এ দোপেয়ে দৈত্যরা তো আর থেমে থাকার পাত্র নয়। উড্ডয়ন আর অবতরণের জায়গা যেখানে নেই, সেখানেও বানিয়ে ফেলছে বিমানবন্দর। এমনই কয়েকটি ভয়ানক বিমানবন্দর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।
পারো, ভুটান: মেঘের রাজ্যে অবগাহনের ফাঁকে নিচে তাকালে দেখা মিলবে সবুজ ইমারতের। সেসব ইমারতসদৃশ পাহাড়ের কোনো এক গলিতে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, নাম পারো। ভুটানের এই বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ৩৬৪ ফুট উঁচুতে। রানওয়েতে জায়গা রয়েছে মাত্র ৬ হাজার ৫০০ ফুট। সব পাইলট এখানে অনুমতি পান না। ২০১১ পর্যন্ত অনুমতি ছিল মাত্র ৮ জনের। রাডার না থাকায় পুরোনো প্রযুক্তিতে ভর করে নামতে হয় পারোতে। দিনের আলো ছাড়া এখানে অবতরণ নিষেধ।
লুকলা, নেপাল: হিমালয়কন্যা নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের পুরো স্বাদ নিতে হলে লুকলা বিমানবন্দরে আসতেই হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩৩৪ ফুট উঁচুতে থাকা এ বিমানবন্দরের রানওয়ে খুবই ছোট এবং ভয়ানক। দৈর্ঘ্য মাত্র ১ হাজার ৭২৯ ফুট। এখানকার পাহাড়ি হাওয়া আর ভয়ংকর পরিবেশ লুকলাকে আরও বিপজ্জনক করে তুলেছে। আর রানওয়ের প্রান্তটার কথা না বললেই নয়। এটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু গভীর খাদ। ৬০০ ফুট গভীর এ খাদে পড়লে নিশ্চিত মৃত্যু। ভুল করার একদম সুযোগ নেই।
লেহ, ভারত: প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় টিকে আছে একটি বিমানবন্দর। নাম লেহ বিমানবন্দর বা কুশোক বকুলা রিনপোচি। উচ্চতার দিক থেকে বিশ্বের ২৩তম উঁচু এ বিমানবন্দরে বিকেলে দেখা যায় বাতাসের খেলা। ঝড় এলে যেমন বাতাস থাকে, তখন তেমন বাতাসের সঙ্গে লড়তে হয়। তাই সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ৬৮২ ফুট উঁচু এ বিমানবন্দরে কেবল সকালে অবতরণ করার অনুমতি রয়েছে।
বিমানবন্দরের পাশে আশকোনা বস্তি। কুয়াশাচ্ছন্ন সকালটা শুরু হয় কাঁপুনি দিয়ে। দেহের সঙ্গে একই তালে কাঁপে খুপরিঘর। এ কাঁপুনি অবশ্য শীতের জন্য নয়, আবু ইসহাকের গল্পের ‘মহাপতঙ্গ’ উড়োজাহাজের শব্দের কারণে। দৃশ্যটি ২০১০ সালে মুক্তি পাওয়া তারেক মাসুদের ‘রানওয়ে’ সিনেমার।
এখন সে বস্তি আছে কি না, জানা নেই। তবে সিনেমার সেই দৃশ্য এখনো মনে পড়ে। ওপরে বিমান ওড়ে, নিচে বস্তিবাসীর আতঙ্ক বাড়ে।
রাইট ভ্রাতৃদ্বয় যখন উড়োজাহাজ আবিষ্কার করেন, তখন হয়তো এতটা ভাবেননি। উড়োজাহাজের সবচেয়ে জটিল অংশটা যে অবতরণ, সেটা ধীরে ধীরে মানুষের মগজে ধরা দেয় পরে। কিন্তু এ দোপেয়ে দৈত্যরা তো আর থেমে থাকার পাত্র নয়। উড্ডয়ন আর অবতরণের জায়গা যেখানে নেই, সেখানেও বানিয়ে ফেলছে বিমানবন্দর। এমনই কয়েকটি ভয়ানক বিমানবন্দর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।
পারো, ভুটান: মেঘের রাজ্যে অবগাহনের ফাঁকে নিচে তাকালে দেখা মিলবে সবুজ ইমারতের। সেসব ইমারতসদৃশ পাহাড়ের কোনো এক গলিতে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, নাম পারো। ভুটানের এই বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ৩৬৪ ফুট উঁচুতে। রানওয়েতে জায়গা রয়েছে মাত্র ৬ হাজার ৫০০ ফুট। সব পাইলট এখানে অনুমতি পান না। ২০১১ পর্যন্ত অনুমতি ছিল মাত্র ৮ জনের। রাডার না থাকায় পুরোনো প্রযুক্তিতে ভর করে নামতে হয় পারোতে। দিনের আলো ছাড়া এখানে অবতরণ নিষেধ।
লুকলা, নেপাল: হিমালয়কন্যা নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের পুরো স্বাদ নিতে হলে লুকলা বিমানবন্দরে আসতেই হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩৩৪ ফুট উঁচুতে থাকা এ বিমানবন্দরের রানওয়ে খুবই ছোট এবং ভয়ানক। দৈর্ঘ্য মাত্র ১ হাজার ৭২৯ ফুট। এখানকার পাহাড়ি হাওয়া আর ভয়ংকর পরিবেশ লুকলাকে আরও বিপজ্জনক করে তুলেছে। আর রানওয়ের প্রান্তটার কথা না বললেই নয়। এটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু গভীর খাদ। ৬০০ ফুট গভীর এ খাদে পড়লে নিশ্চিত মৃত্যু। ভুল করার একদম সুযোগ নেই।
লেহ, ভারত: প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় টিকে আছে একটি বিমানবন্দর। নাম লেহ বিমানবন্দর বা কুশোক বকুলা রিনপোচি। উচ্চতার দিক থেকে বিশ্বের ২৩তম উঁচু এ বিমানবন্দরে বিকেলে দেখা যায় বাতাসের খেলা। ঝড় এলে যেমন বাতাস থাকে, তখন তেমন বাতাসের সঙ্গে লড়তে হয়। তাই সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ৬৮২ ফুট উঁচু এ বিমানবন্দরে কেবল সকালে অবতরণ করার অনুমতি রয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
৭ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
৭ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
৯ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৯ ঘণ্টা আগে