Ajker Patrika

তেলের দাম বাড়লেও উৎপাদন ধীরে বাড়াতে চায় রাশিয়া-ওপেক

তেলের দাম বাড়লেও উৎপাদন ধীরে বাড়াতে চায় রাশিয়া-ওপেক

রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের পর বিশ্ব বাজারে তেলের মূল্য বৃদ্ধি অব্যাহত আছে। তবে তেল উত্তোলনে ধীরে চলো নীতিতে থাকতে সম্মত হয়েছে বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ও রাশিয়া। এই সিদ্ধান্ত অনুসারে প্রতি মাসে তেল উত্তোলনের পরিমাণ কেবল ৪ লাখ ব্যারেল করে বাড়ানো হবে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বিবৃতিতে ওপেক বলেছে, ‘বর্তমান তেলের বাজারের মৌলিক নিয়মাবলি এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে ওপেক সদস্যদের ঐকমত্য একটি সুষম বাজার গড়ে তোলার জন্যই। কিন্তু তেলের বাজারের বর্তমান অস্থিরতা মৌলিক নিয়মাবলির পরিবর্তনের কারণে নয় বরং বর্তমান ভূ-রাজনৈতিক সংকটের কারণে সৃষ্টি হয়েছে।’ 

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারেও বেশি বেড়েছে এবং ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম একটি নতুন রেকর্ডে পৌঁছেছে। বিশ্লেষকেরা এর কারণ হিসেবে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান তেলের বাজার অস্থির করে দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত