সরকারের সমালোচনা করায় তুরস্কে নৌবাহিনীর ১০ সাবেক কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ সোমবার তুরস্ক সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
তুরস্কের সংবাদমাধ্যম এনটিভি জানায়, আটক হওয়া কর্মকর্তারা সংঘাত তৈরি করে সংবিধান লঙ্ঘন করতে চেয়েছিলেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তাদের একটি খোলা চিঠি নিয়ে তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। এই ঘটনায় আরও চার সেনা কর্মকর্তাকে তিনদিনের মধ্যে পুলিশের কাছে রিপোর্ট করার জন্য বলেছেন কৌঁসুলিরা। বয়স বিবেচনায় তাদের আটক করা হয়নি বলেও আনাদোলুর খবরে বলা হয়েছে ।
গতকাল রোববার তুরস্কের নৌবাহিনীর ১০৪ জন সাবেক কর্মকর্তা সরকারের সমালোচনা করে খোলা চিঠি দেন। সেখানে তারা বলেন, ক্যানাল ইস্তাম্বুল নামের এই প্রকল্পের ফলে মন্ট্রিক্স কনভেনশন হুমকির মুখে পড়বে। বসফরাস ও দার্দানেলেস প্রণালীতে তুরস্কের একচ্ছত্র নিয়ন্ত্রণ কমে যেতে পারে।
এই ঘটনা অভ্যুত্থানের সময়ের কথা মনে করিয়ে দেয় বলে তুরস্কের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তুরস্ক গত মাসে ইস্তাম্বুলে মিশরের সুয়েজ খালের মতো একটি প্রণালী খননের অনুমোদন দেয়। এ নিয়ে মনট্রিক্স কনভেনশন নিয়ে আবার বিতর্ক তৈরি হয়।
১৯৩৬ সালে মনট্রিক্স কনভেনশন স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, বসফরাস প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত হলেও তুরস্ক এই পথ দিয়ে কৃষ্ণসাগর অঞ্চলের দেশ ছাড়া অন্য দেশের নৌ চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। এর ফলে ওই অঞ্চলে যুদ্ধজাহাজের চলাচলও সীমিত করা হয়েছে।
ইস্তাম্বুল খাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একটি উচ্চভিলাসী প্রকল্প। এটিকে কেন্দ্র করে নতুন বিমানবন্দর, ব্রিজ এবং সড়ক এবং টানেল নির্মাণ করছে তুরস্ক।
সরকারের সমালোচনা করায় তুরস্কে নৌবাহিনীর ১০ সাবেক কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ সোমবার তুরস্ক সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
তুরস্কের সংবাদমাধ্যম এনটিভি জানায়, আটক হওয়া কর্মকর্তারা সংঘাত তৈরি করে সংবিধান লঙ্ঘন করতে চেয়েছিলেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তাদের একটি খোলা চিঠি নিয়ে তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। এই ঘটনায় আরও চার সেনা কর্মকর্তাকে তিনদিনের মধ্যে পুলিশের কাছে রিপোর্ট করার জন্য বলেছেন কৌঁসুলিরা। বয়স বিবেচনায় তাদের আটক করা হয়নি বলেও আনাদোলুর খবরে বলা হয়েছে ।
গতকাল রোববার তুরস্কের নৌবাহিনীর ১০৪ জন সাবেক কর্মকর্তা সরকারের সমালোচনা করে খোলা চিঠি দেন। সেখানে তারা বলেন, ক্যানাল ইস্তাম্বুল নামের এই প্রকল্পের ফলে মন্ট্রিক্স কনভেনশন হুমকির মুখে পড়বে। বসফরাস ও দার্দানেলেস প্রণালীতে তুরস্কের একচ্ছত্র নিয়ন্ত্রণ কমে যেতে পারে।
এই ঘটনা অভ্যুত্থানের সময়ের কথা মনে করিয়ে দেয় বলে তুরস্কের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তুরস্ক গত মাসে ইস্তাম্বুলে মিশরের সুয়েজ খালের মতো একটি প্রণালী খননের অনুমোদন দেয়। এ নিয়ে মনট্রিক্স কনভেনশন নিয়ে আবার বিতর্ক তৈরি হয়।
১৯৩৬ সালে মনট্রিক্স কনভেনশন স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, বসফরাস প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত হলেও তুরস্ক এই পথ দিয়ে কৃষ্ণসাগর অঞ্চলের দেশ ছাড়া অন্য দেশের নৌ চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। এর ফলে ওই অঞ্চলে যুদ্ধজাহাজের চলাচলও সীমিত করা হয়েছে।
ইস্তাম্বুল খাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একটি উচ্চভিলাসী প্রকল্প। এটিকে কেন্দ্র করে নতুন বিমানবন্দর, ব্রিজ এবং সড়ক এবং টানেল নির্মাণ করছে তুরস্ক।
গত জানুয়ারি ২০২৪-এর নির্বাচনের পর থেকে তাইওয়ানের রাজনীতিতে অচলাবস্থা বিরাজ করছে। প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) উইলিয়াম লাই নির্বাচিত হলেও পার্লামেন্টের আইনসভায় (লেজিসলেটিভ ইউয়ান) বিরোধী কুওমিনতাং (কেএমটি) এবং তাদের মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে সরকার ও আইনসভার
১২ মিনিট আগেঅভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
৩৩ মিনিট আগে১ জুলাই যুক্তরাষ্ট্রের গ্রেটার বোস্টনের ১৪টি এলাকায় সেবা দেওয়া টিমস্টারস ইউনিয়নের স্থানীয় শাখা লোকাল ২৫-এর মাধ্যমে এই ধর্মঘট শুরু হয়। পরে এটি ক্যালিফোর্নিয়ার ম্যান্টেকা; ইলিনয়ের অটোয়া; জর্জিয়ার কামিং, ওয়াশিংটনের লেসি শহরে ছড়িয়ে পড়ে। অনেক কর্মী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে কাজ বন্ধ করে দেন।
১ ঘণ্টা আগেরায়ে তিনি বলেন, ‘নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের সম্পর্ক সামন্ত প্রভু ও ভূমিদাসের মতো। হাইকোর্টের বিচারকদের অভিবাদন জানানোর সময় জেলা বিচারকদের শারীরিক ভাষা এতটাই বিনয়ী থাকে, যা চাটুকারিতার কাছাকাছি। জেলা বিচারকরা যেন অমেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণীর একমাত্র শনাক্তযোগ্য প্রজাতি।’
২ ঘণ্টা আগে