Ajker Patrika

মোসাক ফনসেকার প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে ব্রাজিলে করা অর্থ পাচার মামলা খারিজ

আপডেট : ১৭ জুন ২০২২, ১৬: ০৪
মোসাক ফনসেকার প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে ব্রাজিলে করা অর্থ পাচার মামলা খারিজ

পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িত ল ফার্ম মোসাক ফনসেকার প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে করা ব্রাজিলের ‘লাভা জাটো’ মামলা সাময়িকভাবে খারিজ করেছেন আদালত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান পানামার একটি আদালত। 

পানামার বিচার বিভাগও বলছেন, অর্থ পাচারের অভিযোগে করা এই মামলার সঙ্গে সম্পর্কিত প্রায় ৪০ জনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে অভিযোগ সাময়িকভাবে খারিজ করা হয়েছে। যদিও রায়টি প্রসিকিউটরদের আপিলের বিষয় ছিল বলে জানিয়েছে বিচার বিভাগীয় একটি সূত্র। 

পানামার ল ফার্মের বিরুদ্ধে ২০১৬ সালে শুরু হওয়া তদন্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটি সন্দেহজনক উৎস থেকে আসা সম্পদ বা অর্থ লুকানোর কাজে নিয়োজিত ছিল। আর ব্রাজিলে বড় পরিসরে হওয়া দুর্নীতি কেলেঙ্কারির মামলা ‘লাভা জাটো’ হিসেবে পরিচিত। এটি ছিল ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারি, যা দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভার মতো ব্যক্তিকে কারাদণ্ড দেয়। 

এদিকে ল ফার্মের প্রতিষ্ঠাতা র‍্যামন ফনসেকা ও জুর্গেন মোসাকসহ আসামিদের জন্য সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা ও বন্ড প্রত্যাহার করেছেন আদালত। তবে কীভাবে মামলাটি নিষ্পত্তি হবে তার রূপরেখা প্রণয়নের বিষয়ে কিছু জানায়নি বিচার বিভাগ। 

পানামাভিত্তিক ল ফার্ম মোসাক ফনসেকার এক কোটিরও বেশি আলোচিত নথি ২০১৬ সালে ‘পানামা পেপারস’ নামে ফাঁস হয়েছিলপানামাভিত্তিক ল ফার্ম মোসাক ফনসেকার ১ কোটিরও বেশি আলোচিত নথি ২০১৬ সালে ‘পানামা পেপারস’ নামে ফাঁস হয়েছিল। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) ও জার্মান পত্রিকা সুইডয়চে সাইটং মোসাক ফনসেকার এক কোটির বেশি গোপন নথি ফাঁস করে দেয়। 

গোপন নথিগুলো ফাঁস হওয়ার পরে কর ফাঁকির ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট মাওরিসিও মাকরি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি এবং অভিনেত্রী এমা ওয়াটসনের মতো তারকার নাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত