Ajker Patrika

গাজায় গণহত্যা: ইসরায়েলের অভিযান বন্ধসহ যেসব বিষয়ে আদেশ হতে পারে আজ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৫: ৪৭
গাজায় গণহত্যা: ইসরায়েলের অভিযান বন্ধসহ যেসব বিষয়ে আদেশ হতে পারে আজ

ফিলিস্তিন ভূখণ্ড গাজায় বর্বর আক্রমণ ও গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দেশটির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই মামলায় গাজায় শিগগির ইসরায়েলি অভিযান স্থগিত করাসহ বেশ কয়েকটি বিষয়ে অস্থায়ী আদেশের জন্য আবেদন করেছিল দেশটি। আজ শুক্রবার সেই সব বিষয়ে আদেশ দিতে পারেন আইসিজের বিচারকেরা। 

দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যেসব বিষয়ে অস্থায়ী আদেশের জন্য আইসিজেতে আবেদন করেছিল, সেগুলোর সারসংক্ষেপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিন ভূখণ্ড গাজায় অতি দ্রুত ইসরায়েলি অভিযান স্থগিত চেয়ে অস্থায়ী আদেশের আবেদন করেছিল। 
 
দক্ষিণ আফ্রিকার করা আবেদনে বলা হয়েছে, গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান শিগগির স্থগিত করতে হবে। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে সব ধরনের যৌক্তিক পদক্ষেপ নিতে হবে। গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তিসংক্রান্ত কনভেনশনের অনুচ্ছেদ-২-এর অধীনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের যেকোনো অন্যায় থেকে ইসরায়েলকে বিরত থাকতে হবে। 

আইসিজেতে করা দক্ষিণ আফ্রিকার আবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল গাজায় কোনো একটি গোষ্ঠীর সদস্যদের দল বেঁধে হত্যা করতে পারবে না এবং স্থানীয়দের পর্যাপ্ত খাবার ও পানির সুবিধা থেকে বঞ্চিত করতে পারবে না। এর বাইরে দক্ষিণ আফ্রিকা আবেদন জানিয়েছে, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে, দেশটির সামরিক বাহিনী উসকানি, ষড়যন্ত্র, সংঘটনের চেষ্টা বা গণহত্যায় জড়িত হবে না। 

গাজায় ইসরায়েল যে বর্বর হামলা চালিয়েছে, তার প্রমাণ যেন দেশটি লোপাট করতে না পারে, সে বিষয়েও আইসিজের আদেশ চেয়েছে আফ্রিকার দেশটি। দক্ষিণ আফ্রিকা আদালতের কাছে, ইসরায়েল যেন গাজায় আর ধ্বংসযজ্ঞ চালাতে না পারে এবং যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার প্রমাণ লোপাট করতে না পারে, সে বিষয়টিও তেল আবিবকে নিশ্চিত করতে হবে। 

এর বাইরে ইসরায়েল আইসিজেতে এমন কোনো কার্যক্রম করবে না বা এমন কোনো পদক্ষেপ নেবে না, যা আদালতে এসংক্রান্ত মামলার কার্যক্রম দীর্ঘ সময় ধরে চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত