Ajker Patrika

ইন্দোনেশিয়ার গির্জায় প্রার্থনা চলাকালে বোমা বিস্ফোরণ

ইন্দোনেশিয়ার গির্জায় প্রার্থনা চলাকালে বোমা বিস্ফোরণ

ইন্দোনেশিয়ার মাকাসার শহরে একটি ক্যাথলিক চার্চে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মানবদেহের বিচ্ছিন্ন প্রত্যঙ্গও উদ্ধার করেছে পুলিশ। এ থেকে এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।

ইস্টার হলি উইকের প্রথম দিন আজ রবিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দক্ষিণ সুলাওসি পুলিশের মুখপাত্র ই জুলপান জানান, বিস্ফোরণের সময় চার্চের ভেতরে প্রার্থনা সভা চলছিল। আমরা সেখানে মানবদেহের বিচ্ছিন্ন অংশবিশেষ পেয়েছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, গির্জার চারপাশ পুলিশ ঘিরে রেখেছে। কাছাকাছি পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় স্যাটেলাইট টেলিভিশন টিভিওয়ান জানিয়েছে, গির্জায় আক্রমণকারীর মরদেহ পাওয়া গেছে।

তবে এ ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

২০১৮ সালে সুরবায়া শহরের গির্জায় ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জামাহা আনসারুত দৌলা (জেএডি) গোষ্ঠী আত্মঘাতী হামলা করেছিল। এত প্রায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

ইন্দোনেশিয়ার সবচেয়ে মারাত্মক ইসলামপন্থী জঙ্গি হামলাটি হয় ২০০২ সালে, পর্যটন দ্বীপ বালিতে। এই বোমা হামলায় ২০২ নিহত হন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিদেশি পর্যটক ।

সূত্র: রয়টার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত