Ajker Patrika

মন্দার ভবিষ্যদ্বাণী মাস্কের, চলবে ২৪ সাল পর্যন্ত 

মন্দার ভবিষ্যদ্বাণী মাস্কের, চলবে ২৪ সাল পর্যন্ত 

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক তাঁর নানামাত্রিক বক্তব্যের জন্য বিখ্যাত। বিশ্বের সেরা ধনী ব্যক্তিত্ব এবার বৈশ্বিক মন্দার আশঙ্কা ব্যক্ত করে ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেছেন, এই মন্দা ২০২৪ সালের বসন্ত পর্যন্ত চলবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই ভবিষ্যদ্বাণী করেন মাস্ক। এর আগে, গত সপ্তাহেই মাস্ক বলেছিলেন, চীনও এক ধরনের মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে, চীন এবং ইউরোপের বাজারে টেসলার গাড়ির চাহিদা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে মাস্ক এই মন্তব্য করেছিলেন।

আজ শুক্রবার মাস্কেই এক টুইটে একজন জানতে চেয়েছিলেন এই মন্দা কত দিন পর্যন্ত চলতে পারে। জবাবে মাস্ক লিখেন, ‘এটা কেবলই অনুমান। তবে আমার ধারণা, এটি ২০২৪ সালের বসন্ত ঋতু পর্যন্ত চলবে। তবে মাস্কের টুইট থেকে এটি স্পষ্ট নয় যে, তিনি মন্দা বলতে আসলে কোন ধরনের মন্দাকে বুঝিয়েছেন—বৈশ্বিক মন্দা নাকি চীন এবং ইউরোপের বাজার সম্পর্কে গত বুধবার যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পরিপূরক হিসেবেই আজকের এই মন্তব্য।

এদিকে, টুইটারের প্রায় সাড়ে ৭ হাজার কর্মী থেকে ৭৫ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন ইলন মাস্ক। টুইটার ইনকরপোরেশন কিনে নেওয়ার চুক্তিতে ‘সম্ভাব্য বিনিয়োগকারীদের’ কাছে এ পরিকল্পনা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন। প্রতিষ্ঠানটির মালিকানায় যে-ই থাকুক না কেন, কয়েক মাসের মধ্যে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে বলেও প্রতিবেদনে জানানো হয়।

তবে টুইটারের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই মুহূর্তে কোনো ধরনের গণছাঁটাইয়ের পরিকল্পনা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের কাছাকাছি করা হচ্ছে: উপদেষ্টা মাহফুজ

ঘরে ঝুলছিল নারীর লাশ

এলাকার খবর
Loading...