Ajker Patrika

থাইল্যান্ড-কম্বোডিয়া উত্তেজনার মধ্যে ব্যাংককের বাজারে বন্দুক হামলা, নিহত ৬

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ২২: ০৩
আজ সোমবার হঠাৎ এক বন্দুকধারী বাজারে নির্বিচারে গুলি করেন। ছবি: এএফপি
আজ সোমবার হঠাৎ এক বন্দুকধারী বাজারে নির্বিচারে গুলি করেন। ছবি: এএফপি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওর তর কোর খাদ্যবাজারে আজ সোমবার এক বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলার পর সন্দেহভাজন হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে থাই পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন বাজারের নিরাপত্তাকর্মী এবং পঞ্চমজন বাজারের একজন কর্মচারী ছিলেন। এ ঘটনায় আরও দুজন বাজারের বিক্রেতা আহত হয়েছেন।

পুলিশ লেফটেন্যান্ট সিয়াম বুনসম স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বন্দুকধারী থাই নাগরিক ছিলেন এবং বাজারের নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁর আগে থেকেই বিরোধ ছিল। তিনি আরও নিশ্চিত করেছেন যে, এই হামলার সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাতের কোনো সম্পর্ক নেই।

ওর তর কোর বাজার মূলত তাজা ফল ও সামুদ্রিক মৎস্যের জন্য পরিচিত।

থাইল্যান্ডে বন্দুকের মালিকানার হার এই অঞ্চলের জন্য তুলনামূলকভাবে বেশি হলেও নির্বিচারে বন্দুক হামলার ঘটনা খুব কম ঘটে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি মারাত্মক ঘটনা ঘটেছে:

২০২৩ সালে ব্যাংককের কেন্দ্রে একটি বিলাসবহুল শপিং মলে এক ১৪ বছর বয়সী কিশোরের গুলিতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছিল। ২০২২ সালের অক্টোবরে উত্তর-পূর্ব থাইল্যান্ডের নং বুয়া লাম্ফু প্রদেশের একটি শিশু যত্নকেন্দ্রে একজন সাবেক পুলিশ সদস্য বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালিয়ে অন্তত ৩৭ জনকে হত্যা করেন, যাদের অধিকাংশই শিশু ছিল। ২০২০ সালে নাখোন রাতচাসিমা শহরে একজন সৈনিকের গুলিতে ২৯ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছিল।

এ ঘটনা ব্যাংককের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত