Ajker Patrika

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৫০ হাজার ছাড়াল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৪২
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৫০ হাজার ছাড়াল

তুরস্ক ও সিরিয়া সীমান্তে আঘাত হানা স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু তুরস্কে মারা গেছে ৪৪ হাজারেরও বেশি। বার্তা সংস্থা রয়টার্স আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গতকাল শুক্রবার তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২১৮তে দাঁড়িয়েছে। অন্যদিকে সিরিয়া সরকার জানিয়েছে, সেখানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯১৪তে দাঁড়িয়েছে। 

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার দক্ষিণ, পূর্ব ও উত্তর সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের কাহরামানমারাসে। 

ভূমিকম্পের দুই সপ্তাহ পর গত ১৯ ফেব্রুয়ারি দুটি প্রদেশ ছাড়া সব এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযানের সমাপ্তি টেনেছে তুরস্ক। দেশটির দুর্যোগ সংস্থার প্রধান ইউনুস সেজার আংকারায় সাংবাদিকদের বলেছেন, কাহরামানমারাস ও হাতায় প্রদেশের অন্তত ৪০টি ভবনে তল্লাশি অব্যাহত থাকবে। এ ছাড়া অন্য সব এলাকায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে থেকে আর কোনো জীবিত উদ্ধারের আশা নেই বলেও জানিয়েছেন তিনি। 

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তুরস্কে মানবিক সহায়তা হিসেবে ১০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে সিরিয়ায় সহায়তা পৌঁছানো খুব চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেছেন তিনি। 

তুরস্কের প্রায় ৩ লাখ ৪৫ হাজার অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে এবং অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তুরস্ক বা সিরিয়া কেউই এখনো নিখোঁজ মানুষের প্রকৃত সংখ্যা জানায়নি। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষতিগ্রস্ত হাতায় প্রদেশ পরিদর্শনকালে বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে ২ লাখ বাড়ি নির্মাণ করা হবে। নতুন বাড়িগুলো ফ্রন্টলাইন থেকে দূরে পাহাড়ের কাছাকাছি তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ‘আশা করি আমরা এক বছরের মধ্যেই ঘরহারা মানুষকে নতুন বাড়িতে নিয়ে যেতে পারব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান

জুবায়েদ হত্যায় ‎সন্দেহভাজন ছেলেকে যে কারণে থানায় দেন মা, জানালেন স্বজনেরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ