অনলাইন ডেস্ক
মার্ক কার্নি। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। তাঁর দল গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে এক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জিতেছে। ফলে জোট সরকার হলেও কার্নির দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিতই বলা যায়। এই রাজনীতিবিদ কর্মজীবন শুরু করেছিলেন অর্থনীতিবিদ হিসেবে। তিনি কর্মজীবনে ব্যাংক অব ইংল্যান্ড ও ব্যাংক অব কানাডার কেন্দ্রীয় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি গত মার্চে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মাধ্যমে তিনি সেই বিরল গোষ্ঠীতে যোগ দেন, যারা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান থাকার পর দেশের নেতৃত্ব দিয়েছেন। কার্নি ছাড়াও আরও কয়েকজন কেন্দ্রীয় ব্যাংক সাবেক গভর্নর নিজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
মার্ক কার্নি
কার্নি ২০০৮-২০১৩ পর্যন্ত তিনি কানাডার কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। বৈশ্বিক আর্থিক সংকটের সময় দক্ষ নেতৃত্বের জন্য তিনি বিশেষ প্রশংসিত। তাঁর সময়কালেই কানাডা তুলনামূলকভাবে স্থিতিশীল অর্থনীতির উদাহরণ হয়ে ওঠে। এরপর ২০১৩-২০২০ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন ব্যাংকটির প্রথম বিদেশি গভর্নর। ব্রেক্সিটের সময় যুক্তরাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। মোট কথা, মার্ক কার্নি তাঁর সময়কালে স্থিতিশীলতা, বাজার আস্থা এবং নীতিনির্ধারণে দৃঢ় নেতৃত্বের জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত হয়ে ওঠেন।
মারিও দ্রাঘি
মারিও দ্রাঘি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ছিলেন। পরে তিনি ইতালির প্রধানমন্ত্রী হন। তিনি ইতালির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবেও কাজ করেছেন। ২০২১ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তাঁর সরকার করোনাভাইরাস সংকট ও অর্থনৈতিক মন্দা থেকে ইতালিকে বের করে আনার চেষ্টা করে। ধীরস্থির নেতৃত্বের জন্য তিনি প্রশংসা পান। ২০২২ সালে তাঁর বিস্তৃত জাতীয় জোট ভেঙে গেলে তিনি পদত্যাগ করেন।
কার্লো আজেলিও চাম্পি
চাম্পি ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইতালির প্রেসিডেন্ট ছিলেন। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ব্যাংক অব ইতালির নেতৃত্ব দেন। ১৯৯০-এর দশকে দুর্নীতির কেলেঙ্কারির অন্ধকার সময়ে তিনি দেশকে পথ দেখাতে সাহায্য করেন। ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের তিনি বোঝাতে সক্ষম হন যে, দেশটির অর্থনীতি ইউরোর জন্য উপযুক্ত। ২০১৬ সালে তিনি মারা যান।
মনমোহন সিং
মনমোহন সিং প্রথম শিখ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী হন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন, যা বিরল। ভারতের অর্থনীতিকে অভূতপূর্ব প্রবৃদ্ধি এবং কোটি কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার কৃতিত্ব তাঁকে দেওয়া হয়।
একজন সুপরিচিত ও সর্বজনগ্রাহ্য অর্থনীতিবিদ হিসেবে মনমোহন সিং ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হন। পরে ১৯৯১ সালে তাঁকে অর্থমন্ত্রী করা হয়। ১৯৯৬ সাল পর্যন্ত তাঁর কার্যকালে সিং এমন সংস্কারের কার্যক্রম পরিচালনা করেন ভারতের অর্থনীতিকে ভয়াবহ ব্যালেন্স অব পেমেন্টস সংকট তথা দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। ২০২৪ সালে তিনি মারা যান।
কোরেকিয়ো তাকাহাশি
আধুনিক ইতিহাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে দেশের প্রধানের দায়িত্ব পালন করা প্রথম ব্যক্তি ধরা হয় কোরেকিয়ো তাকাহাশিকে। তিনি ১৯২১ থেকে ১৯২২ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯১১-১৯১৩ সালে জাপানের কেন্দ্রীয় ব্যাংক অব জাপানের গভর্নর হিসেবে কাজ করেন।
আরও খবর পড়ুন:
মার্ক কার্নি। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। তাঁর দল গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে এক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জিতেছে। ফলে জোট সরকার হলেও কার্নির দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিতই বলা যায়। এই রাজনীতিবিদ কর্মজীবন শুরু করেছিলেন অর্থনীতিবিদ হিসেবে। তিনি কর্মজীবনে ব্যাংক অব ইংল্যান্ড ও ব্যাংক অব কানাডার কেন্দ্রীয় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি গত মার্চে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মাধ্যমে তিনি সেই বিরল গোষ্ঠীতে যোগ দেন, যারা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান থাকার পর দেশের নেতৃত্ব দিয়েছেন। কার্নি ছাড়াও আরও কয়েকজন কেন্দ্রীয় ব্যাংক সাবেক গভর্নর নিজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
মার্ক কার্নি
কার্নি ২০০৮-২০১৩ পর্যন্ত তিনি কানাডার কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। বৈশ্বিক আর্থিক সংকটের সময় দক্ষ নেতৃত্বের জন্য তিনি বিশেষ প্রশংসিত। তাঁর সময়কালেই কানাডা তুলনামূলকভাবে স্থিতিশীল অর্থনীতির উদাহরণ হয়ে ওঠে। এরপর ২০১৩-২০২০ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন ব্যাংকটির প্রথম বিদেশি গভর্নর। ব্রেক্সিটের সময় যুক্তরাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। মোট কথা, মার্ক কার্নি তাঁর সময়কালে স্থিতিশীলতা, বাজার আস্থা এবং নীতিনির্ধারণে দৃঢ় নেতৃত্বের জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত হয়ে ওঠেন।
মারিও দ্রাঘি
মারিও দ্রাঘি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ছিলেন। পরে তিনি ইতালির প্রধানমন্ত্রী হন। তিনি ইতালির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবেও কাজ করেছেন। ২০২১ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তাঁর সরকার করোনাভাইরাস সংকট ও অর্থনৈতিক মন্দা থেকে ইতালিকে বের করে আনার চেষ্টা করে। ধীরস্থির নেতৃত্বের জন্য তিনি প্রশংসা পান। ২০২২ সালে তাঁর বিস্তৃত জাতীয় জোট ভেঙে গেলে তিনি পদত্যাগ করেন।
কার্লো আজেলিও চাম্পি
চাম্পি ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইতালির প্রেসিডেন্ট ছিলেন। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ব্যাংক অব ইতালির নেতৃত্ব দেন। ১৯৯০-এর দশকে দুর্নীতির কেলেঙ্কারির অন্ধকার সময়ে তিনি দেশকে পথ দেখাতে সাহায্য করেন। ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের তিনি বোঝাতে সক্ষম হন যে, দেশটির অর্থনীতি ইউরোর জন্য উপযুক্ত। ২০১৬ সালে তিনি মারা যান।
মনমোহন সিং
মনমোহন সিং প্রথম শিখ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী হন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন, যা বিরল। ভারতের অর্থনীতিকে অভূতপূর্ব প্রবৃদ্ধি এবং কোটি কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার কৃতিত্ব তাঁকে দেওয়া হয়।
একজন সুপরিচিত ও সর্বজনগ্রাহ্য অর্থনীতিবিদ হিসেবে মনমোহন সিং ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হন। পরে ১৯৯১ সালে তাঁকে অর্থমন্ত্রী করা হয়। ১৯৯৬ সাল পর্যন্ত তাঁর কার্যকালে সিং এমন সংস্কারের কার্যক্রম পরিচালনা করেন ভারতের অর্থনীতিকে ভয়াবহ ব্যালেন্স অব পেমেন্টস সংকট তথা দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। ২০২৪ সালে তিনি মারা যান।
কোরেকিয়ো তাকাহাশি
আধুনিক ইতিহাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে দেশের প্রধানের দায়িত্ব পালন করা প্রথম ব্যক্তি ধরা হয় কোরেকিয়ো তাকাহাশিকে। তিনি ১৯২১ থেকে ১৯২২ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯১১-১৯১৩ সালে জাপানের কেন্দ্রীয় ব্যাংক অব জাপানের গভর্নর হিসেবে কাজ করেন।
আরও খবর পড়ুন:
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিষ্ক্রিয়তা (বিরোধী দলগুলোর দাবি) নিয়ে কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই পোস্ট আবার পাকিস্তানের সাবেক এক মন্ত্রী রিশেয়ার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কংগ্রেসের তীব্র সমালোচনা করেছ
২২ মিনিট আগেসীমান্তে ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেব্রিটিশ রাজধানী লন্ডনের প্যাডিংটনে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের অন্তত ১০০ জন কর্মী। এই অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ আগেই একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে।
৪ ঘণ্টা আগেপুতিন কি আসলেই শান্তি চান? নাকি কেবলই লোক দেখানো?—রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সম্প্রতি বারবারই উঠছে এই প্রশ্ন। কারণ, এখন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা যেন ক্রেমলিনের চালাকিতে পরিণত হয়েছে! গতকাল সোমবার পুতিন আবারও তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর এ নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।
৪ ঘণ্টা আগে