Ajker Patrika

কেন মোদির ভিসা বাতিল হবে না: মমতা

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২২: ১৫
কেন মোদির ভিসা বাতিল হবে না: মমতা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় বাংলাদেশ সফর করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার  রাজ্যের খড়গপুরে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন,  ২০১৯ সালে লোকসভার নির্বাচনে আমাদের সমাবেশে বাংলাদেশি একজন অভিনেতা অংশ নিয়েছিলেন। বিজেপি সেই সময় বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে এবং তার ভিসা বাতিল করে। এখানে যখন ভোট চলছে, তখন আপনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) জনগণের একাংশের ভোট চাইতে বাংলাদেশে গেছেন। তাহলে কেন আপনার ভিসা বাতিল হবে না? আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  অনেক সময় তারা বলেন, মমতা বাংলাদেশ থেকে লোকজন আনছেন এবং অনুপ্রবেশ করাচ্ছেন। কিন্তু তিনি (নরেন্দ্র মোদি) ভোটের মার্কেটিং করার জন্য বাংলাদেশে গেছেন।

পশ্চিমবঙ্গের আট দফার নির্বাচনের প্রথম দফার ভোট আজ শনিবার সকালে শুরু হয়েছে।  এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে  বেশ কিছু জনমত জরিপে।  আগামী ২ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত