Ajker Patrika

তীব্র খরার পর তানজানিয়ায় বন্যা, ৬৩ জনের মৃত্যু 

তীব্র খরার পর তানজানিয়ায় বন্যা, ৬৩ জনের মৃত্যু 

তীব্র খরার পর প্রবল বৃষ্টিপাতে তানজানিয়ার উত্তরাঞ্চলে বন্যায় ৬৩ জন মারা গেছেন। তাঁরা সবাই উত্তর তানজানিয়ার হানাং জেলার বাসিন্দা। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

তাঞ্জানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া সোমবার টেলিভিশনে বলেছেন, আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জন। ভূমিধসে একটি গ্রামের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। 

এর আগে স্থানীয় কর্মকর্তারা উত্তর তানজানিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত এবং ৮০ জন আহতের খবর নিশ্চিত করেছিলেন। 

প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া বলেন, ‘আমরা এখানে আমাদের সঙ্গীদের লাশের সামনে আছি। ৬৩ প্রিয়জনকে হারিয়েছি আমরা। তাদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৪০ জন নারী।’ 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর মানিয়ারা অঞ্চলের কমিশনার কুইন সেন্ডিগা বলেছেন, মৃতের সংখ্যা ৬৮ তে পৌঁছেছে। এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র জুহুরা ইউনুস বলেন, বন্যায় অন্তত এক হাজার ১৫০টি পরিবার এবং পাঁচ হাজার ৬০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৭৫০ একর (৩০০ হেক্টর) কৃষিজমি ধ্বংস হয়ে গেছে। 

ইউনূস বলেন, ‘ক্ষতিগ্রস্ত রাস্তা ঠিক করা থেকে শুরু করে উদ্ধারকাজে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও, সরকার এই দুর্যোগ মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে। তীব্র খরার পরেই বন্যার শিকার দেশটি। এই অঞ্চলের মাটি শুষ্ক এবং পানি ধরে রাখার ক্ষমতা কম। তাই আকস্মিক বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত