তীব্র খরার পর প্রবল বৃষ্টিপাতে তানজানিয়ার উত্তরাঞ্চলে বন্যায় ৬৩ জন মারা গেছেন। তাঁরা সবাই উত্তর তানজানিয়ার হানাং জেলার বাসিন্দা। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তাঞ্জানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া সোমবার টেলিভিশনে বলেছেন, আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জন। ভূমিধসে একটি গ্রামের অর্ধেক ধ্বংস হয়ে গেছে।
এর আগে স্থানীয় কর্মকর্তারা উত্তর তানজানিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত এবং ৮০ জন আহতের খবর নিশ্চিত করেছিলেন।
প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া বলেন, ‘আমরা এখানে আমাদের সঙ্গীদের লাশের সামনে আছি। ৬৩ প্রিয়জনকে হারিয়েছি আমরা। তাদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৪০ জন নারী।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর মানিয়ারা অঞ্চলের কমিশনার কুইন সেন্ডিগা বলেছেন, মৃতের সংখ্যা ৬৮ তে পৌঁছেছে। এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র জুহুরা ইউনুস বলেন, বন্যায় অন্তত এক হাজার ১৫০টি পরিবার এবং পাঁচ হাজার ৬০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৭৫০ একর (৩০০ হেক্টর) কৃষিজমি ধ্বংস হয়ে গেছে।
ইউনূস বলেন, ‘ক্ষতিগ্রস্ত রাস্তা ঠিক করা থেকে শুরু করে উদ্ধারকাজে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও, সরকার এই দুর্যোগ মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে। তীব্র খরার পরেই বন্যার শিকার দেশটি। এই অঞ্চলের মাটি শুষ্ক এবং পানি ধরে রাখার ক্ষমতা কম। তাই আকস্মিক বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয়।
তীব্র খরার পর প্রবল বৃষ্টিপাতে তানজানিয়ার উত্তরাঞ্চলে বন্যায় ৬৩ জন মারা গেছেন। তাঁরা সবাই উত্তর তানজানিয়ার হানাং জেলার বাসিন্দা। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তাঞ্জানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া সোমবার টেলিভিশনে বলেছেন, আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জন। ভূমিধসে একটি গ্রামের অর্ধেক ধ্বংস হয়ে গেছে।
এর আগে স্থানীয় কর্মকর্তারা উত্তর তানজানিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত এবং ৮০ জন আহতের খবর নিশ্চিত করেছিলেন।
প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া বলেন, ‘আমরা এখানে আমাদের সঙ্গীদের লাশের সামনে আছি। ৬৩ প্রিয়জনকে হারিয়েছি আমরা। তাদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৪০ জন নারী।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর মানিয়ারা অঞ্চলের কমিশনার কুইন সেন্ডিগা বলেছেন, মৃতের সংখ্যা ৬৮ তে পৌঁছেছে। এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র জুহুরা ইউনুস বলেন, বন্যায় অন্তত এক হাজার ১৫০টি পরিবার এবং পাঁচ হাজার ৬০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৭৫০ একর (৩০০ হেক্টর) কৃষিজমি ধ্বংস হয়ে গেছে।
ইউনূস বলেন, ‘ক্ষতিগ্রস্ত রাস্তা ঠিক করা থেকে শুরু করে উদ্ধারকাজে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও, সরকার এই দুর্যোগ মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে। তীব্র খরার পরেই বন্যার শিকার দেশটি। এই অঞ্চলের মাটি শুষ্ক এবং পানি ধরে রাখার ক্ষমতা কম। তাই আকস্মিক বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয়।
২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
৪৪ মিনিট আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
১ ঘণ্টা আগেচকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
২ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের পোপ হিসেবে পথচলা ছিল অনন্য। দুর্নীতি দমন, শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রতিরোধ এবং চার্চের আইন আধুনিকীকরণের যে চেষ্টা তিনি করেছিলেন, তা সব সময় সফল না হলেও কোটি কোটি ক্যাথলিকের হৃদয় জিতে নিয়েছে।
৩ ঘণ্টা আগে