Ajker Patrika

স্বর্গে পৌঁছাতে মরার নির্দেশ, ১৯১ শিশু হত্যায় অভিযুক্ত কেনিয়ার ধর্মীয় নেতা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০২
স্বর্গে পৌঁছাতে মরার নির্দেশ, ১৯১ শিশু হত্যায় অভিযুক্ত কেনিয়ার ধর্মীয় নেতা

আফ্রিকার দেশ কেনিয়ায় এক ধর্মীয় গোষ্ঠীর নেতা পল এনথেঞ্জ ম্যাকেঞ্জি ও তাঁর ২৯ সহযোগীর বিরুদ্ধে ১৯১ জন শিশুকে হত্যার অভিযোগ আনা হয়েছে। কেনিয়ার শাকাহোলা জঙ্গলে সমাহিত শত শত মরদেহের মধ্যে এই শিশুদের লাশও খুঁজে পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ম্যাকেঞ্জি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ভারত মহাসাগরের নিকটবর্তী উপকূলীয় শহর মালিন্দির একটি আদালতে এ অভিযোগ আনা হয়। অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছে। মানসিকভাবে অযোগ্য হওয়ায় একজন সন্দেহভাজনকে এক মাসের মধ্যে মালিন্দি হাইকোর্টে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার কৌঁসুলিরা বলেন, ম্যাকেঞ্জি তাঁর অনুসারী ও তাঁদের সন্তানদের না খেয়ে মরার নির্দেশ দিয়েছিলেন, যাতে তাঁরা বিশ্ব ধ্বংসের আগেই স্বর্গে পৌঁছাতে পারে। এ ঘটনাকে সাম্প্রতিক সময়ে বিশ্বে ধর্ম সম্পর্কিত সবচেয়ে মারাত্মক বিপর্যয় বলে অভিহিত করেছেন কৌঁসুলিরা।

পল ম্যাকেঞ্জি আগে ছিলেন ট্যাক্সিচালক। এরপর হয়ে ওঠেন স্বঘোষিত যাজক। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস, হত্যাকাণ্ডের পাশাপাশি শিশু নির্যাতন এবং নিষ্ঠুরতার অভিযোগ রয়েছে। শাকাহোলা জঙ্গলে মৃতদেহ পাওয়ার পর গত বছরের এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ময়নাতদন্ত থেকে জানা গেছে যে, শাকাহোলা জঙ্গলে যে ৪২৯ জনের মরদেহ পাওয়া গেছে, তাঁর বেশির ভাগই ক্ষুধার কারণে মারা গেছেন। কিন্তু শিশুসহ অন্যদের শ্বাসরোধ বা মারধর করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মামলাটিকে ‘শাকাহোলা জঙ্গল হত্যাকাণ্ড’ নামে আখ্যা দেওয়া হয়েছে।

এ ঘটনা প্রকাশ পাওয়ার পর প্রান্তিক সম্প্রদায়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রয়োজনীয়তা বোধ করছে সরকার।

কেনিয়া সাধারণত খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। অসাধু ধর্মীয় গোষ্ঠীগুলোর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে দেশটির সরকারকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত