Ajker Patrika

ইথিওপিয়ায় সাড়ে ৫ হাজারের বেশি বিদ্রোহীকে হত্যা করেছে সামরিক বাহিনী

ইথিওপিয়ায় সাড়ে ৫ হাজারের বেশি বিদ্রোহীকে হত্যা করেছে সামরিক বাহিনী

ইথিওপিয়ার উত্তরে যুদ্ধরত টাইগ্রে বিদ্রোহী বাহিনীর ৫ হাজার ৬০০ এরও বেশি সদস্যকে হত্যা করেছে ইথিওপিয়ার সামরিক বাহিনী। সিনিয়র জেনারেল বাচা দেবেলের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে হতাহতের সময়সীমা না জানালেও গত নভেম্বর থেকে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে এদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেনারেলের এ বিবৃতি অনুযায়ী আরও ২ হাজার ৩০০ বিদ্রোহী আহত হয়েছে, বন্দী করা হয়েছে ২ হাজার লোক। এ ছাড়া জাতিসংঘ বলছে, সংঘর্ষের কারণে লাখ লাখ বেসামরিক মানুষ না খেয়ে আছে। 

আফগানিস্তানের বিদ্রোহী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) পার্শ্ববর্তী আমহার এবং আফার অঞ্চলে অনুপ্রবেশ করেছিল। এতে টিপিএলএফের বিরুদ্ধে ইথিওপিয়া ভাঙার চেষ্টা করার অভিযোগ এনেছিলেন জেনারেল দেবেলে। তবে এ দাবির বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানায়নি টিপিএলএফ। 

প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার এবং টাইগ্রে অঞ্চলের প্রধান রাজনৈতিক দল টিপিএলএফ-এর নেতাদের মধ্যে কয়েক মাসের দ্বন্দ্বের পর গত বছর যুদ্ধ শুরু হয়। সামরিক ক্যাম্পে কয়েকটি হামলার পেছনে টিপিএলএফকে দায়ী করে তাঁদের উৎখাতের জন্য টাইগ্রেতে সেনা পাঠান প্রেসিডেন্ট। 

ধারণা করা হচ্ছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং কয়েক লাখ লোক বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। কেউ কেউ সুদানে পালিয়ে গেছে। এ ছাড়া, উভয় পক্ষের বিরুদ্ধে ধর্ষণ এবং গণ বেসামরিক হত্যাসহ নৃশংসতার অভিযোগ রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত