Ajker Patrika

দ. আফ্রিকায় ওমিক্রনের আরও দুটি নতুন সাবভ্যারিয়েন্ট পাওয়ার দাবি 

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৬: ১৬
Thumbnail image

দক্ষিণ আফ্রিকায় করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের আরও দুটি সাবভ্যারিয়েন্ট পাওয়ার দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের বিএ.২ সাবভ্যারিয়েন্টটি বর্তমানে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করছে। বর্তমানে করোনা রোগীদের ৯৪ শতাংশই বিএ.২ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত। 

কিন্তু এখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ওমিক্রনের দুটি নতুন সাবভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, দক্ষিণ আফ্রিকায় পাওয়া এই সাবভ্যারিয়েন্ট দুটি হলো বিএ.৪ ও বিএ.৫।

 দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের (সিইআরআই) পরিচালক তুলিও ডি অলিভিয়েরা জানান, বিএ.৪ ও বিএ.৫-এর স্পাইক প্রোফাইল বিএ.২-এর মতো। তিনি নতুন সাবভ্যারিয়েন্ট পাওয়ার বিষয়ে একটি টুইটার শেয়ার করেছেন। 

অলিভিয়েরা বলেছেন, এই নতুন সাবভ্যারিয়েন্টগুলোর মধ্যে একটি স্পাইক প্রোটিন করোনাভাইরাসের ডেলটা, কাপ্পা এবং এপসিলন ধরনগুলোতেও উপস্থিত ছিল। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাবভ্যারিয়েন্ট বিএ.৪ ও বিএ.৫ ট্র্যাক করা শুরু হয়েছে। এই সাবভ্যারিয়েন্টগুলোর অতিরিক্ত মিউটেশনগুলো প্রতিরোধক্ষমতা ভাঙতে পারবে কি না, তা বোঝার জন্য আরও বিশ্লেষণ করা দরকার। 

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা গত সপ্তাহে জানায়, ১০ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক, বতসোয়ানা, স্কটল্যান্ড ও ইংল্যান্ডে বিএ.৪ সাবভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তবে বিএ.৫ সাবভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে।

তবে গতকাল সোমবার বতসোয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে বিএ.৪ ও বিএ.৫-এ সংক্রমিত চারজন রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের বয়স ৩০ থেকে ৫০ বছর। আক্রান্তরা করোনার দুই ডোজ টিকা পেয়েছেন। তাঁদের মধ্যে হালকা উপসর্গ দেখা গেছে। 

অলিভিয়েরা জানান, এই সাবভ্যারিয়েন্টগুলোতে আতঙ্কের কোনো কারণ নেই। কারণ দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ, হাসপাতালে ভর্তি বা মৃত্যুর কোনো বড় ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত