দক্ষিণ আফ্রিকায় করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের আরও দুটি সাবভ্যারিয়েন্ট পাওয়ার দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের বিএ.২ সাবভ্যারিয়েন্টটি বর্তমানে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করছে। বর্তমানে করোনা রোগীদের ৯৪ শতাংশই বিএ.২ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত।
কিন্তু এখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ওমিক্রনের দুটি নতুন সাবভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, দক্ষিণ আফ্রিকায় পাওয়া এই সাবভ্যারিয়েন্ট দুটি হলো বিএ.৪ ও বিএ.৫।
দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের (সিইআরআই) পরিচালক তুলিও ডি অলিভিয়েরা জানান, বিএ.৪ ও বিএ.৫-এর স্পাইক প্রোফাইল বিএ.২-এর মতো। তিনি নতুন সাবভ্যারিয়েন্ট পাওয়ার বিষয়ে একটি টুইটার শেয়ার করেছেন।
অলিভিয়েরা বলেছেন, এই নতুন সাবভ্যারিয়েন্টগুলোর মধ্যে একটি স্পাইক প্রোটিন করোনাভাইরাসের ডেলটা, কাপ্পা এবং এপসিলন ধরনগুলোতেও উপস্থিত ছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাবভ্যারিয়েন্ট বিএ.৪ ও বিএ.৫ ট্র্যাক করা শুরু হয়েছে। এই সাবভ্যারিয়েন্টগুলোর অতিরিক্ত মিউটেশনগুলো প্রতিরোধক্ষমতা ভাঙতে পারবে কি না, তা বোঝার জন্য আরও বিশ্লেষণ করা দরকার।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা গত সপ্তাহে জানায়, ১০ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক, বতসোয়ানা, স্কটল্যান্ড ও ইংল্যান্ডে বিএ.৪ সাবভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তবে বিএ.৫ সাবভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে।
তবে গতকাল সোমবার বতসোয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে বিএ.৪ ও বিএ.৫-এ সংক্রমিত চারজন রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের বয়স ৩০ থেকে ৫০ বছর। আক্রান্তরা করোনার দুই ডোজ টিকা পেয়েছেন। তাঁদের মধ্যে হালকা উপসর্গ দেখা গেছে।
অলিভিয়েরা জানান, এই সাবভ্যারিয়েন্টগুলোতে আতঙ্কের কোনো কারণ নেই। কারণ দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ, হাসপাতালে ভর্তি বা মৃত্যুর কোনো বড় ঘটনা ঘটেনি।
দক্ষিণ আফ্রিকায় করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের আরও দুটি সাবভ্যারিয়েন্ট পাওয়ার দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের বিএ.২ সাবভ্যারিয়েন্টটি বর্তমানে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করছে। বর্তমানে করোনা রোগীদের ৯৪ শতাংশই বিএ.২ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত।
কিন্তু এখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ওমিক্রনের দুটি নতুন সাবভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, দক্ষিণ আফ্রিকায় পাওয়া এই সাবভ্যারিয়েন্ট দুটি হলো বিএ.৪ ও বিএ.৫।
দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের (সিইআরআই) পরিচালক তুলিও ডি অলিভিয়েরা জানান, বিএ.৪ ও বিএ.৫-এর স্পাইক প্রোফাইল বিএ.২-এর মতো। তিনি নতুন সাবভ্যারিয়েন্ট পাওয়ার বিষয়ে একটি টুইটার শেয়ার করেছেন।
অলিভিয়েরা বলেছেন, এই নতুন সাবভ্যারিয়েন্টগুলোর মধ্যে একটি স্পাইক প্রোটিন করোনাভাইরাসের ডেলটা, কাপ্পা এবং এপসিলন ধরনগুলোতেও উপস্থিত ছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাবভ্যারিয়েন্ট বিএ.৪ ও বিএ.৫ ট্র্যাক করা শুরু হয়েছে। এই সাবভ্যারিয়েন্টগুলোর অতিরিক্ত মিউটেশনগুলো প্রতিরোধক্ষমতা ভাঙতে পারবে কি না, তা বোঝার জন্য আরও বিশ্লেষণ করা দরকার।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা গত সপ্তাহে জানায়, ১০ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক, বতসোয়ানা, স্কটল্যান্ড ও ইংল্যান্ডে বিএ.৪ সাবভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তবে বিএ.৫ সাবভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে।
তবে গতকাল সোমবার বতসোয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে বিএ.৪ ও বিএ.৫-এ সংক্রমিত চারজন রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের বয়স ৩০ থেকে ৫০ বছর। আক্রান্তরা করোনার দুই ডোজ টিকা পেয়েছেন। তাঁদের মধ্যে হালকা উপসর্গ দেখা গেছে।
অলিভিয়েরা জানান, এই সাবভ্যারিয়েন্টগুলোতে আতঙ্কের কোনো কারণ নেই। কারণ দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ, হাসপাতালে ভর্তি বা মৃত্যুর কোনো বড় ঘটনা ঘটেনি।
গাজায় অবাধ ত্রাণ সরবরাহের প্রস্তুতি বাস্তবায়ন না করলে, ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করবে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছে জোটটির পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া...
৮ মিনিট আগেইহাব আল-জেইন বলেন, ‘আমরা কী করব? এক কেজি আটার জন্য আমরা মৃত্যুর মুখে ছুটে যাচ্ছি এবং এমনকি তারপরও সব সময় কাজ হয় না। কখনো কখনো আমরা কিছুই না নিয়ে ফিরে আসি। আমরা মরি এবং খালি হাতে বাড়ি ফিরি।’ তিনি জানান, তিনি এর আগে একাধিকবার চেষ্টা করলেও ত্রাণকেন্দ্র থেকে কখনো কিছু সংগ্রহ করতে পারেননি।
৩১ মিনিট আগেক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হল দুতলা এই রেস্তোরাঁর। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন।
১ ঘণ্টা আগেসাইবার প্রতারণার মামলায় উদ্ধার করা ২ কোটিরও বেশি রূপি ফেরত না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেছেন দিল্লি পুলিশের দুই সাব-ইন্সপেক্টর (এসআই)। সেই টাকা নিয়ে পালিয়ে গিয়ে গোয়া, মানালি আর কাশ্মীর ভ্রমণ করেছেন তারা এই কপোত-কপোতী। পরিকল্পনা করেছিলেন নতুন পরিচয়ে জীবন শুরুর, তবে শেষ রক্ষা হয়নি। চার মাসের তদন্ত শেষে
২ ঘণ্টা আগে