মিসরের গিজা শহরের একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৫৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার ইমবাবা গ্রামের আবু সিফিন কপটিক গির্জায় অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে।
দুজন নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গির্জায় ৫ হাজারের বেশি মানুষ উপাসনায় ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। অনেকে পদদলিত হন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিনির্বাপণে কাজ করেছে দমকলবাহিনীর ১৫টি দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, কপটিক গির্জার পোপ দ্বিতীয় তাওয়াদ্রোসের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
এক ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি লিখেছেন, ‘সবকিছু ভালোভাবে ব্যবস্থা করার জন্য আমি সকল রাষ্ট্রীয় পরিষেবাগুলোকে একত্রিত করেছি।’
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মিসরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২১ সালের মার্চে এক টেক্সটাইল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ২০ জন মানুষের প্রাণহানি হয়। এর আগে ২০২০ সালে দুটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ জন করোনা আক্রান্ত রোগীর প্রাণহানি হয়।
মিসরের গিজা শহরের একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৫৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার ইমবাবা গ্রামের আবু সিফিন কপটিক গির্জায় অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে।
দুজন নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গির্জায় ৫ হাজারের বেশি মানুষ উপাসনায় ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। অনেকে পদদলিত হন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিনির্বাপণে কাজ করেছে দমকলবাহিনীর ১৫টি দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, কপটিক গির্জার পোপ দ্বিতীয় তাওয়াদ্রোসের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
এক ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি লিখেছেন, ‘সবকিছু ভালোভাবে ব্যবস্থা করার জন্য আমি সকল রাষ্ট্রীয় পরিষেবাগুলোকে একত্রিত করেছি।’
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মিসরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২১ সালের মার্চে এক টেক্সটাইল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ২০ জন মানুষের প্রাণহানি হয়। এর আগে ২০২০ সালে দুটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ জন করোনা আক্রান্ত রোগীর প্রাণহানি হয়।
নতুন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, নিউজিল্যান্ডে এখন মানুষের চেয়ে অনেক বেশি ভেড়া রয়েছে। বলা যায়, একজন মানুষের বিপরীতে দেশটিতে চারটির বেশি (জনপ্রতি ৪.৫ টি) ভেড়া রয়েছে। তবে এই ব্যবধান দ্রুত কমছে বলেও জানিয়েছে দেশটির সরকার।
২৪ মিনিট আগেকাশ্মীর সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তান দাবি করেছে, ভারতের হামলার প্রতিশোধ হিসেবে তারা ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে এবং ভারতের সামরিক স্থাপনাগুলোতে গোলাবর্ষণ চালিয়েছে। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট এই খবর জানিয়েছে।
১ ঘণ্টা আগেপোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ে এক নারীর ওপর কুড়াল দিয়ে হামলা চালানো হয়েছে। এতে তিনি নিহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত নারী একজন কর্মী ছিলেন এবং গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে তিনি হামলার শিকার হন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন এক নিরাপত্তা
২ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের জানান দিতেই হয়তো মার্কিন শিক্ষাসচিব লিন্ডা ম্যাকমাহন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে এক কড়া চিঠি লিখেছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেল, এই চিঠির কারণে পুরো দেশের কাছেই তিনি হাস্যরসের পাত্র হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠিটি ভাইরাল হয়ে যাওয়ায় বিদ্রূপ করে অনেকেই তাঁকে ব্
২ ঘণ্টা আগে