মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। বন্যাজনিত দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিনশাসা ও আশপাশের এলাকাগুলো কাদাপানিতে প্লাবিত হয়ে গেছে। ভূমিধসের কারণে রাস্তাঘাট ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দিন চারেক সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রী জ্যঁ-মিশেল সামা লুকোন্দে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক টেলিভিশন ভাষণে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। প্রাথমিকভাবে মানুষের ক্ষয়ক্ষতির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
কঙ্গোর রাজধানী কিনশাসে প্রায় দেড় কোটি মানুষের বসবাস। অব্যবস্থাপনা আর অনিয়ন্ত্রিত নগরায়ণ শহরটিকে প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার ঝুঁকিতে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্যোগ আরও বাড়ছে।
স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানান, কিনশাসা ও আশপাশের প্রায় ২৪টি এলাকার ১ কোটি ২০ লাখ মানুষ বন্যাকবলিত, যেখানে অনেক মানুষের প্রাণহানি ও ঘরবাড়ি-রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, কিনশাসা ও আশপাশের এলাকা কাদাপানিতে প্লাবিত এবং রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। মন্ট-এনগাফুলা জেলার প্রধান একটি মহাসড়কে ভূমিধসের পর বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগব্যবস্থা। এটি রাজধানীকে মাতাদি বন্দরের সঙ্গে সংযোগকারী প্রধান রুট।
এদিকে কঙ্গোর প্রধানমন্ত্রী ও আঞ্চলিক গভর্নর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। জরুরি অবস্থা মোকাবিলায় স্থানীয় কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০১৯ সালে কিনশাসায় ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে বন্যা পরিস্থিতি দেখা দেয়। সেবার বন্যায় ৩৯ জনের মৃত্যু হয়।
২০২০ সালের বিশ্বব্যাংকের একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, বন্যায় পরিবহন খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে কিনশাসায় প্রতিদিন পরিবারগুলোকে ১২ লাখ ডলার খরচ করতে হয়।
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। বন্যাজনিত দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিনশাসা ও আশপাশের এলাকাগুলো কাদাপানিতে প্লাবিত হয়ে গেছে। ভূমিধসের কারণে রাস্তাঘাট ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দিন চারেক সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রী জ্যঁ-মিশেল সামা লুকোন্দে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক টেলিভিশন ভাষণে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। প্রাথমিকভাবে মানুষের ক্ষয়ক্ষতির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
কঙ্গোর রাজধানী কিনশাসে প্রায় দেড় কোটি মানুষের বসবাস। অব্যবস্থাপনা আর অনিয়ন্ত্রিত নগরায়ণ শহরটিকে প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার ঝুঁকিতে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্যোগ আরও বাড়ছে।
স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানান, কিনশাসা ও আশপাশের প্রায় ২৪টি এলাকার ১ কোটি ২০ লাখ মানুষ বন্যাকবলিত, যেখানে অনেক মানুষের প্রাণহানি ও ঘরবাড়ি-রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, কিনশাসা ও আশপাশের এলাকা কাদাপানিতে প্লাবিত এবং রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। মন্ট-এনগাফুলা জেলার প্রধান একটি মহাসড়কে ভূমিধসের পর বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগব্যবস্থা। এটি রাজধানীকে মাতাদি বন্দরের সঙ্গে সংযোগকারী প্রধান রুট।
এদিকে কঙ্গোর প্রধানমন্ত্রী ও আঞ্চলিক গভর্নর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। জরুরি অবস্থা মোকাবিলায় স্থানীয় কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০১৯ সালে কিনশাসায় ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে বন্যা পরিস্থিতি দেখা দেয়। সেবার বন্যায় ৩৯ জনের মৃত্যু হয়।
২০২০ সালের বিশ্বব্যাংকের একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, বন্যায় পরিবহন খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে কিনশাসায় প্রতিদিন পরিবারগুলোকে ১২ লাখ ডলার খরচ করতে হয়।
চিকিৎসকদের অবহেলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি রক্তক্ষরণে মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে।
২ ঘণ্টা আগেভারতের ঝাড়খণ্ডের দেওঘরে এলপিজি সিলিন্ডার বহনকারী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে শ্রাবণ মাসের পবিত্র কাঁওয়ার যাত্রায় রওনা হওয়া পুণ্যার্থীরা ছিলেন। গতকাল সোমবার দিবাগত ভোররাতে মোহনপুর থানার জামুনিয়া মোড়ে গোড্ডা–দেওঘর প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনেদারল্যান্ডস ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রীকে তাদের দেশে ঢুকতে দেবে না। এই দুই ইসরায়েলি মন্ত্রী হলেন অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির। গাজায় জাতিগত নির্মূলের ডাক দেওয়ায় নেদারল্যান্ডস তাঁদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করেছে।
৩ ঘণ্টা আগেএবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনল ইসরায়েলেরই দুই মানবাধিকার সংস্থা। বেতসেলেম ও ফিজিশিয়ান্স ফর হিউম্যান রাইটস ইসরায়েল নামের ওই দুই সংগঠন সরাসরি বলেছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নিজেদের অভিযোগের স্বপক্ষে প্রয়োজনীয় তথ্যউপাত্ত, প্রমাণসহ প্রতিবেদন প্রকাশ
৪ ঘণ্টা আগে