মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। বন্যাজনিত দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিনশাসা ও আশপাশের এলাকাগুলো কাদাপানিতে প্লাবিত হয়ে গেছে। ভূমিধসের কারণে রাস্তাঘাট ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দিন চারেক সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রী জ্যঁ-মিশেল সামা লুকোন্দে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক টেলিভিশন ভাষণে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। প্রাথমিকভাবে মানুষের ক্ষয়ক্ষতির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
কঙ্গোর রাজধানী কিনশাসে প্রায় দেড় কোটি মানুষের বসবাস। অব্যবস্থাপনা আর অনিয়ন্ত্রিত নগরায়ণ শহরটিকে প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার ঝুঁকিতে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্যোগ আরও বাড়ছে।
স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানান, কিনশাসা ও আশপাশের প্রায় ২৪টি এলাকার ১ কোটি ২০ লাখ মানুষ বন্যাকবলিত, যেখানে অনেক মানুষের প্রাণহানি ও ঘরবাড়ি-রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, কিনশাসা ও আশপাশের এলাকা কাদাপানিতে প্লাবিত এবং রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। মন্ট-এনগাফুলা জেলার প্রধান একটি মহাসড়কে ভূমিধসের পর বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগব্যবস্থা। এটি রাজধানীকে মাতাদি বন্দরের সঙ্গে সংযোগকারী প্রধান রুট।
এদিকে কঙ্গোর প্রধানমন্ত্রী ও আঞ্চলিক গভর্নর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। জরুরি অবস্থা মোকাবিলায় স্থানীয় কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০১৯ সালে কিনশাসায় ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে বন্যা পরিস্থিতি দেখা দেয়। সেবার বন্যায় ৩৯ জনের মৃত্যু হয়।
২০২০ সালের বিশ্বব্যাংকের একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, বন্যায় পরিবহন খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে কিনশাসায় প্রতিদিন পরিবারগুলোকে ১২ লাখ ডলার খরচ করতে হয়।
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। বন্যাজনিত দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিনশাসা ও আশপাশের এলাকাগুলো কাদাপানিতে প্লাবিত হয়ে গেছে। ভূমিধসের কারণে রাস্তাঘাট ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দিন চারেক সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রী জ্যঁ-মিশেল সামা লুকোন্দে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক টেলিভিশন ভাষণে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। প্রাথমিকভাবে মানুষের ক্ষয়ক্ষতির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
কঙ্গোর রাজধানী কিনশাসে প্রায় দেড় কোটি মানুষের বসবাস। অব্যবস্থাপনা আর অনিয়ন্ত্রিত নগরায়ণ শহরটিকে প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার ঝুঁকিতে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্যোগ আরও বাড়ছে।
স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানান, কিনশাসা ও আশপাশের প্রায় ২৪টি এলাকার ১ কোটি ২০ লাখ মানুষ বন্যাকবলিত, যেখানে অনেক মানুষের প্রাণহানি ও ঘরবাড়ি-রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, কিনশাসা ও আশপাশের এলাকা কাদাপানিতে প্লাবিত এবং রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। মন্ট-এনগাফুলা জেলার প্রধান একটি মহাসড়কে ভূমিধসের পর বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগব্যবস্থা। এটি রাজধানীকে মাতাদি বন্দরের সঙ্গে সংযোগকারী প্রধান রুট।
এদিকে কঙ্গোর প্রধানমন্ত্রী ও আঞ্চলিক গভর্নর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। জরুরি অবস্থা মোকাবিলায় স্থানীয় কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০১৯ সালে কিনশাসায় ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে বন্যা পরিস্থিতি দেখা দেয়। সেবার বন্যায় ৩৯ জনের মৃত্যু হয়।
২০২০ সালের বিশ্বব্যাংকের একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, বন্যায় পরিবহন খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে কিনশাসায় প্রতিদিন পরিবারগুলোকে ১২ লাখ ডলার খরচ করতে হয়।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৬ মিনিট আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
৪১ মিনিট আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
২ ঘণ্টা আগে