Ajker Patrika

তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২২, আহত ৩৮

তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২২, আহত ৩৮

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই ২২ জন নিহত হন, আহত হয়েছেন আরও ৩৮ জন। দেশটির প্রেসিডেন্টের বাসভবন থেকে এ ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

তানজানিয়ার প্রেসিডেন্টের বাসভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওই দুর্ঘটনায় ২২ জন মারা যাওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ৩৮ জন। 

তানজানিয়ার পূর্বাঞ্চলের শহর মোরোগোরোর পুলিশ প্রধান ফরচুনাচাস মুসলিম বলেছেন, ‘উপকূলীয় শহর ও অর্থনৈতিক কেন্দ্র দার এস সালাম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে মেলেলা কিবাওনিতে দুর্ঘটনাটি ঘটেছে।’ 

ফরচুনাচাস মুসলিম আরও বলেন, ‘একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে ট্রাকটি তার লেন ছেড়ে চলে যায়। ওই ট্রাকচালক দার এস সালাম বন্দর থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দিকে যাচ্ছিলেন, মোটরবাইকটি ওভারটেক করতে গিয়ে ট্রাক ও বাসে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি পশ্চিমাঞ্চলীয় শহর এমবেয়া থেকে উপকূলীয় শহর টাঙ্গার দিকে যাচ্ছিল।’ 

দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান টুইটারে শোক প্রকাশ করে লিখেছেন, ‘রাস্তায় চলাচলকারীরা ট্রাফিক নিয়ম চলুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত