অনলাইন ডেস্ক
মধ্য আফ্রিকার দেশ চাদে গণতান্ত্রিক শাসনের দাবিতে বিক্ষোভ চলাকালে সহিংসতায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জনের মতো।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) হতাহতের এ ঘটনা ঘটেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সালেহ কেবজাবো। ঘটনাটিকে ‘সশস্ত্র বিদ্রোহ’ বলে বর্ণনা করেছেন তিনি।
তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, রাজধানী এনজামিনা ও আরও কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনী নির্মমভাবে বিক্ষোভ দমন করার সময় নির্বিচার হত্যার শিকার হয় বেসামরিকেরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সামরিক শাসনের অধীনে থাকা চাদ ২০২১ সালের এপ্রিলে প্রেসিডেন্ট ইদ্রিস দেবির মৃত্যুর পর থেকেই সংকটে আছে। ইদ্রিস দেবির ছেলে মোহামাত বাবার মৃত্যুর পরপরই ক্ষমতা দখল করেন এবং ১৮ মাসের মধ্যে নির্বাচনে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তবে ১ অক্টোবর নতুন এক ঘোষণা দিয়ে নির্বাচন দুই বছর পিছিয়ে দেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে প্রতিশ্রুতির ১৮ মাসের শেষ দিন গত বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দেয় বিরোধী দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। নিরাপত্তার কারণ দেখিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করে সরকার।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে জনগণ। রাস্তা বন্ধ করে এবং নতুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভ দমাতে চড়াও হয় নিরাপত্তা বাহিনী।
আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন ও চাদে তাদের সহযোগী সংগঠনগুলো বলছে, নিরাপত্তা বাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন করেছে এবং এ সময় তাজা গুলি ব্যবহারের পাশাপাশি নির্যাতন ও গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে।
মধ্য আফ্রিকার দেশ চাদে গণতান্ত্রিক শাসনের দাবিতে বিক্ষোভ চলাকালে সহিংসতায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জনের মতো।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) হতাহতের এ ঘটনা ঘটেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সালেহ কেবজাবো। ঘটনাটিকে ‘সশস্ত্র বিদ্রোহ’ বলে বর্ণনা করেছেন তিনি।
তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, রাজধানী এনজামিনা ও আরও কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনী নির্মমভাবে বিক্ষোভ দমন করার সময় নির্বিচার হত্যার শিকার হয় বেসামরিকেরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সামরিক শাসনের অধীনে থাকা চাদ ২০২১ সালের এপ্রিলে প্রেসিডেন্ট ইদ্রিস দেবির মৃত্যুর পর থেকেই সংকটে আছে। ইদ্রিস দেবির ছেলে মোহামাত বাবার মৃত্যুর পরপরই ক্ষমতা দখল করেন এবং ১৮ মাসের মধ্যে নির্বাচনে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তবে ১ অক্টোবর নতুন এক ঘোষণা দিয়ে নির্বাচন দুই বছর পিছিয়ে দেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে প্রতিশ্রুতির ১৮ মাসের শেষ দিন গত বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দেয় বিরোধী দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। নিরাপত্তার কারণ দেখিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করে সরকার।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে জনগণ। রাস্তা বন্ধ করে এবং নতুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভ দমাতে চড়াও হয় নিরাপত্তা বাহিনী।
আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন ও চাদে তাদের সহযোগী সংগঠনগুলো বলছে, নিরাপত্তা বাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন করেছে এবং এ সময় তাজা গুলি ব্যবহারের পাশাপাশি নির্যাতন ও গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে।
জার্মানির চ্যান্সেলর হতে যাওয়া ফ্রেডরিখ মের্ৎস জানিয়েছেন, তিনি ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান। এজন্য তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি নিয়েও আলোচনা করতে চান বলে জানিয়েছেন। তবে এটি ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার বিকল্প হিসেবে নয়, বরং সম্পূরক...
২ ঘণ্টা আগেভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি করা উচিত বলে একটি ঘোষণা দিয়েছেন। তাঁর এ ঘোষণার পরই টিডিপির বিজয়নগরমের সাংসদ কালীসেট্টি আপ্পালা নাইডু তৃতীয় সন্তান জন্ম দিলে নারীদের ৫০ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
৩ ঘণ্টা আগেসিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরায়েল এর বিরোধিতা করছে।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে গত শুক্রবার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ধর্মীয় পণ্ডিত মুফতি শাহ মীর। খবর অনুযায়ী, মসজিদ থেকে বের হওয়ার সময় সশস্ত্র দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে তাঁকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে