আফ্রিকার দেশ মোজাম্বিক ও মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির তাণ্ডবে এ পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া নিখোঁজ অনেকে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকওয়েরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফ্রেডি দ্বিতীয়বারের মতো আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। মালাউই ও প্রতিবেশী মোজাম্বিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ফ্রেডি। মালাউইতে অন্তত ৩২৬ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়েছে। আর মোজাম্বিকে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলে ঝড়ের কারণে প্রাণহানি ৪০০ ছাড়াল।
প্রাণহানির পাশাপাশি বন্যা ও ভূমিধসের কারণে বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ। এমন পরিস্থিতে বৃহস্পতিবার (১৬ মার্চ) মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাস চাকওয়েরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছেন। লাজারাস বলেন, ‘আমাদের অবিলম্বে সহায়তা দরকার। মালাউইয়ের ব্লান্টায়ারের একটি আশ্রয়কেন্দ্রের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, উদ্ধারকাজের জন্য এখন হেলিকপ্টার দরকার। এ ছাড়া জরুরি ভিত্তিতে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধারে হেলিকপ্টার প্রয়োজন।’
এত মানুষের প্রাণহানির ঘটনায় ১৪ দিনের শোক ঘোষণা করেছেন লাজারাস চাকওয়েরা। একই সঙ্গে ১৫ লাখ ডলার ত্রাণসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর সরকারের ত্রাণসহায়তা দেওয়ার ক্ষমতা সীমিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন বলে জানান মালাউইর প্রেসিডেন্ট।
আফ্রিকার দেশ মোজাম্বিক ও মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির তাণ্ডবে এ পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া নিখোঁজ অনেকে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকওয়েরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফ্রেডি দ্বিতীয়বারের মতো আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। মালাউই ও প্রতিবেশী মোজাম্বিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ফ্রেডি। মালাউইতে অন্তত ৩২৬ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়েছে। আর মোজাম্বিকে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলে ঝড়ের কারণে প্রাণহানি ৪০০ ছাড়াল।
প্রাণহানির পাশাপাশি বন্যা ও ভূমিধসের কারণে বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ। এমন পরিস্থিতে বৃহস্পতিবার (১৬ মার্চ) মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাস চাকওয়েরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছেন। লাজারাস বলেন, ‘আমাদের অবিলম্বে সহায়তা দরকার। মালাউইয়ের ব্লান্টায়ারের একটি আশ্রয়কেন্দ্রের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, উদ্ধারকাজের জন্য এখন হেলিকপ্টার দরকার। এ ছাড়া জরুরি ভিত্তিতে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধারে হেলিকপ্টার প্রয়োজন।’
এত মানুষের প্রাণহানির ঘটনায় ১৪ দিনের শোক ঘোষণা করেছেন লাজারাস চাকওয়েরা। একই সঙ্গে ১৫ লাখ ডলার ত্রাণসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর সরকারের ত্রাণসহায়তা দেওয়ার ক্ষমতা সীমিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন বলে জানান মালাউইর প্রেসিডেন্ট।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভাতা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে মানুষদের ওপর চালানো ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিহতদের মধ্যে ২৩ জনই প্রবীণ। এ হামলায় আহত হয়েছে আরও ১৯ জন।
৩৩ মিনিট আগেমার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৭ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৮ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
১১ ঘণ্টা আগে