Ajker Patrika

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত ১০, ঘরছাড়া ৪৮ হাজার মানুষ

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত ১০, ঘরছাড়া ৪৮ হাজার মানুষ

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছন প্রায় ৪৮ হাজারেরও অধিক মানুষ। দেশটির দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। 

দেশটির সরকারি সংস্থাটি জানিয়েছে রাজধানী আন্তানানারিভো থেকে প্রায় ৪৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আম্বালাভাও শহরে বাড়ি ধ্বসে বেশ কয়েকজন মারা গেছেন। 

ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৬৫ কিলোমিটার (১০৩ মাইল) বেগে দেশটির অপর একটি শহর মানজারিতে আঘাত হানে। এর ফলে সেখানে ভূমিধ্বস হয়েছে, গাছ উপড়ে গেছে এবং ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ফ্যাবি নামের স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘মানজারি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আপনি যেখানেই যান না কেন দেখবেন সবকিছু ধ্বংস হয়ে গেছে।’ 

মাদাগাস্কারের ভাইস প্রেসিডেন্টের কারিগরি উপদেষ্টা উইলি রাহারিজাওনা রয়টার্সকে বলেছেন, ‘ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বন্যার কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশে সঙ্গে দেশটির অন্যান্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের উপর যেন এইমাত্র বোমাবর্ষণ করা হয়েছে। নোসি ভারিকা শহরটির প্রায় ৯৫ শতাংশই বিধ্বস্ত হয়ে গেছে।’ 

দুই সপ্তাহের মধ্যে ভারত মহাসাগরের দরিদ্র এই দ্বীপরাষ্ট্রটিতে দ্বিতীয়বারের মতো আঘাত হানল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত