ডা. জাহেদ পারভেজ
যেকোনো বয়সে মাথার চুল পড়ে টাক হতে পারে। এটি এখন তেমন কোনো চিন্তার কারণ নয়। এর জন্য আছে আধুনিক চিকিৎসা পদ্ধতি।
চুল পড়ে টাক হয়ে গেলে, তা আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে প্রতিস্থাপনের নাম হলো হেয়ার ট্রান্সপ্লান্ট। এ পদ্ধতিতে মাথার এক অংশ থেকে চুল নিয়ে অন্য অংশে লাগিয়ে দেওয়া হয়। মাথার পেছন দিকে ও কানের দুই পাশের অংশকে বলে পারমানেন্ট জোন। এখানকার চুল সাধারণত পড়ে না। মাথার সামনের অংশ হলো টেম্পোরারি জোন। এই অংশের চুল নানা কারণে ঝরে যায়। ট্রান্সপ্লান্টের সময় পারমানেন্ট জোন থেকে চুল বা ফলিকল তুলে টেম্পোরারি জোনে স্থাপন করা হয়ে থাকে।
চুল পড়ার কারণ
⊲ খুব বেশি তৈলাক্ত খাবার খাওয়া
⊲ বেশি মানসিক চাপ
⊲ দীর্ঘদিন অসুস্থ থাকা
⊲ হরমোনের ভারসাম্যহীনতা
⊲ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
⊲ চুলের সঠিক পরিচর্যার অভাব
⊲ বংশগত ইতিহাস
চুল প্রতিস্থাপন যাঁদের জন্য
⊲ টাক নিয়ে যাঁরা হীনম্মন্যতায় ভোগেন
⊲ যেসব পুরুষের সামনের অংশের চুল পড়ে গেছে কিন্তু পেছনের অংশের চুল আছে
⊲ যে নারীর অতিরিক্ত চুল পড়ে বা চুল পাতলা হয়ে গেছে
⊲ মাথার ত্বকে আঘাত পেয়ে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের স্থায়ী টাক হয়েছে
⊲ পরচুলা ব্যবহারের কারণে যাঁদের মাথার ত্বকে সংক্রমণ হয়েছিল
করাতে পারবেন না যাঁরা
⊲ দীর্ঘমেয়াদি ওষুধের কারণে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের কেমোথেরাপি দিতে হচ্ছে
⊲ যাঁদের মাথার টাক পুরো মাথাজুড়ে
⊲ ট্রান্সপ্ল্যান্ট করার জন্য যাঁদের মাথার দুই পাশে বা অন্য জায়গায় চুল নেই
⊲ আঘাত বা অস্ত্রোপচারের পর মাথার ত্বকে পুরু ফাইব্রাস কেলয়ডের দাগ হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টের পর করণীয়
⊲ হেয়ার ট্রান্সপ্লান্টের পর ক্ষত সারা ও ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়।
⊲ চুল পুনঃবৃদ্ধি করতে চিকিৎসকেরা মিনোক্সিডিল, ফিনাস্টারাইড বা কিছুদিন পর থেকে পিআরপি থেরাপি দিয়ে থাকেন।
⊲ হালকা ড্রেসিং করা হয়, যা প্রতিদিন পরিবর্তন করতে হয়।
⊲ প্রতিস্থাপন করা অংশে রোদ লাগানো যাবে না।
⊲ নিয়মিত ভালো মানের শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে।
⊲ চুল প্রতিস্থাপনের ৩ থেকে ৪ দিন পরে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।
সতর্কতা
তবে বিশেষজ্ঞ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনকে দিয়ে কাজটি করতে হবে। রোগীকে প্রাথমিক পর্যায়ে কিছু নিয়ম মেনে চলতে হবে। তাই চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে।
ডা. জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক,ত্বক-চর্ম-যৌন ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
যেকোনো বয়সে মাথার চুল পড়ে টাক হতে পারে। এটি এখন তেমন কোনো চিন্তার কারণ নয়। এর জন্য আছে আধুনিক চিকিৎসা পদ্ধতি।
চুল পড়ে টাক হয়ে গেলে, তা আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে প্রতিস্থাপনের নাম হলো হেয়ার ট্রান্সপ্লান্ট। এ পদ্ধতিতে মাথার এক অংশ থেকে চুল নিয়ে অন্য অংশে লাগিয়ে দেওয়া হয়। মাথার পেছন দিকে ও কানের দুই পাশের অংশকে বলে পারমানেন্ট জোন। এখানকার চুল সাধারণত পড়ে না। মাথার সামনের অংশ হলো টেম্পোরারি জোন। এই অংশের চুল নানা কারণে ঝরে যায়। ট্রান্সপ্লান্টের সময় পারমানেন্ট জোন থেকে চুল বা ফলিকল তুলে টেম্পোরারি জোনে স্থাপন করা হয়ে থাকে।
চুল পড়ার কারণ
⊲ খুব বেশি তৈলাক্ত খাবার খাওয়া
⊲ বেশি মানসিক চাপ
⊲ দীর্ঘদিন অসুস্থ থাকা
⊲ হরমোনের ভারসাম্যহীনতা
⊲ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
⊲ চুলের সঠিক পরিচর্যার অভাব
⊲ বংশগত ইতিহাস
চুল প্রতিস্থাপন যাঁদের জন্য
⊲ টাক নিয়ে যাঁরা হীনম্মন্যতায় ভোগেন
⊲ যেসব পুরুষের সামনের অংশের চুল পড়ে গেছে কিন্তু পেছনের অংশের চুল আছে
⊲ যে নারীর অতিরিক্ত চুল পড়ে বা চুল পাতলা হয়ে গেছে
⊲ মাথার ত্বকে আঘাত পেয়ে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের স্থায়ী টাক হয়েছে
⊲ পরচুলা ব্যবহারের কারণে যাঁদের মাথার ত্বকে সংক্রমণ হয়েছিল
করাতে পারবেন না যাঁরা
⊲ দীর্ঘমেয়াদি ওষুধের কারণে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের কেমোথেরাপি দিতে হচ্ছে
⊲ যাঁদের মাথার টাক পুরো মাথাজুড়ে
⊲ ট্রান্সপ্ল্যান্ট করার জন্য যাঁদের মাথার দুই পাশে বা অন্য জায়গায় চুল নেই
⊲ আঘাত বা অস্ত্রোপচারের পর মাথার ত্বকে পুরু ফাইব্রাস কেলয়ডের দাগ হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টের পর করণীয়
⊲ হেয়ার ট্রান্সপ্লান্টের পর ক্ষত সারা ও ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়।
⊲ চুল পুনঃবৃদ্ধি করতে চিকিৎসকেরা মিনোক্সিডিল, ফিনাস্টারাইড বা কিছুদিন পর থেকে পিআরপি থেরাপি দিয়ে থাকেন।
⊲ হালকা ড্রেসিং করা হয়, যা প্রতিদিন পরিবর্তন করতে হয়।
⊲ প্রতিস্থাপন করা অংশে রোদ লাগানো যাবে না।
⊲ নিয়মিত ভালো মানের শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে।
⊲ চুল প্রতিস্থাপনের ৩ থেকে ৪ দিন পরে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।
সতর্কতা
তবে বিশেষজ্ঞ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনকে দিয়ে কাজটি করতে হবে। রোগীকে প্রাথমিক পর্যায়ে কিছু নিয়ম মেনে চলতে হবে। তাই চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে।
ডা. জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক,ত্বক-চর্ম-যৌন ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
চীনা ও মার্কিন বিজ্ঞানীদের নেতৃত্বে একধরনের জটিল ফুসফুস ক্যানসারের চিকিৎসায় নতুন একটি ওষুধের আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এই ট্রায়ালে ইতিমধ্যে প্রমাণ পাওয়া গেছে, মুখে খাওয়ার ওই ওষুধ আগের চিকিৎসার তুলনায় বেশি নিরাপদ ও কার্যকর।
২ ঘণ্টা আগেএই গবেষণার ফলাফল আরও উদ্বেগজনক, কারণ, এতে পশুপালন খাত বা ওষুধ তৈরির কারখানা থেকে আসা অ্যান্টিবায়োটিকের হিসাব ধরা হয়নি—যা পরিবেশ দূষণের বড় উৎস হিসেবে বিবেচিত।
৬ ঘণ্টা আগেআগের গবেষণাগুলোতে অডিও ভিজ্যুয়াল মাধ্যমে উচ্চ চর্বি, লবণ ও চিনি যুক্ত খাদ্যপণ্যের (এইচএফএসএস) বিজ্ঞাপন দেখার পর শিশুদের তাৎক্ষণিক ও পরবর্তী খাবার গ্রহণের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু ব্র্যান্ড-ভিত্তিক (যেখানে পণ্য নয়, শুধু লোগো বা চিহ্ন থাকে) কিংবা শুধু অডিও (যেমন পডকাস্ট বা রেডিও) মাধ্যমে বিজ্ঞ
১০ ঘণ্টা আগেগ্যাস স্টোভ থেকে নির্গত বেনজিনের কারণে ক্যানসারের ঝুঁকি এবং এর ফলে লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি নির্ণয়ের এটিই প্রথম গবেষণা। গবেষকেরা বলছেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, গ্যাস স্টোভের সংস্পর্শ ক্যানসারের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে যেখানে বেশি বা মাঝারি পরিমাণে স্টোভ ব্যবহার করা হয়।’
১২ ঘণ্টা আগে