অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
আমাদের যত বয়স বাড়ে, ততই বদলে যায় শরীরের কুশল, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা। এ সময় সম্পর্ক দারুণ হবে নাকি মিইয়ে যাবে, তা নির্ভর করে দাম্পত্যজীবনে নানান সংকট দুজনে কীভাবে সামাল দেন তার ওপর। এই বয়সের দাম্পত্য সম্পর্কে অনেক চ্যালেঞ্জ থাকে। সেগুলো মোকাবিলা করতে গিয়ে কিছু ভুল করা যাবে না।
সন্তান বা নাতি-নাতনিদের বেশি সময় দেবেন না: এমন বয়সে অনেক দম্পতি ছেলেমেয়ে বা নাতি-নাতনি নিয়ে মেতে থাকেন সর্বক্ষণ। সে কারণে নিজেদের সম্পর্কের মূল্য থাকে না তখন। কিন্তু এই বয়স হলো নিজেদের জীবনে পরিপূর্ণতা আনার। এ সময় পরস্পরকে সময় দেওয়া খুবই জরুরি নিজেদের আরও বেশি
জানার জন্য।
অবসরের পরিকল্পনা করুন: অবসর নেওয়ার পর কী করবেন, কীভাবে জীবন চালাবেন—তা নিয়ে আগে না ভাবলে ব্যর্থতা আসতে পারে। শেষ বয়সে অর্থনৈতিকভাবে নিরাপদ থাকতে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হলে নিয়ে আসুন। তার জন্য পরিকল্পনা করুন। এ সময় স্বেচ্ছাসেবী কাজে দুজনে যোগ দিন, ব্যায়ামের প্রোগ্রাম চালান, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারুন, দুজনে বেড়াতে যান। এগুলো জীবনে কিছুটা হলেও পূর্ণতা আনবে।
স্বাস্থ্যসমস্যা লুকাবেন না: সম্পর্কে সততা গুরুত্বপূর্ণ, যে বয়সেই হোক না কেন। কিন্তু বয়স বাড়লে একজন নিজের সমস্যাগুলো লুকায় বা লুকাতে চান। মনে করেন, সেসব জেনে জীবনসঙ্গী হবেন ব্যাকুল। সত্য হলো, এমন করলে ভালো ফল হয় না। এতে আবেগের জায়গায় আসে দূরত্ব, আসে বিচ্ছিন্নতা। সঙ্গীর জানা উচিত স্বাস্থ্যের সমস্যা। কারণ, দুজনে দুজনের ওপর নির্ভরশীল। তাই একের সমস্যা অন্যকে সাপোর্ট দিয়ে সামলাতে হবে।
সম্পর্ক উন্নত করার উপায় খুঁজুন: মনোবিজ্ঞানী ফিসার বলেন, ‘৫০-এর ওপরে যারা, তারা সন্তুষ্টি আর আত্মতৃপ্তির কাছে নিজেকে সমর্পণ করে। সম্পর্কে সমস্যা থাকলেও এ নিয়ে খোলাখুলি আলাপে যুক্ত হয় না। অথচ নিজেরা কথা বলে সব দূর করে একটি সুখী জীবন যাপন করতে পারে।’ ফলে আত্মতৃপ্তি নয়, সম্পর্ক উন্নত করার উপায় খুঁজুন বয়স ৫০ হলে।
সম্পর্কের দ্বন্দ্ব সমঝোতার মন নিয়ে আলাপ করুন: যেকোনো সম্পর্কে থাকে তর্কবিতর্ক। কিন্তু এসব কী করে স্বাস্থ্যকরভাবে সমাধা হয়, তা জানতে হবে। গঠনমূলক কথাবার্তায় সব সমস্যা দূর করা যায়। তাই সমঝোতার মন নিয়ে জীবনের সব দ্বন্দ্ব নিয়ে আলাপ করুন।
ভালোবাসার বয়স ফুরায় না: ৫০-এর ওপরে যাঁদের বয়স, তাঁদের অনেকের ধারণা, ভালোবাসার জীবন ফুরিয়ে এল। কিন্তু তা ভুল। এই সময়ে আসে কিছু চ্যালেঞ্জ। এগুলো সামলেও সম্ভব একটি পরিপূর্ণ অন্তরঙ্গ জীবন যাপন। বয়স্ক শরীরে থাকবে কিছু সমস্যা, আকর্ষণ কমে যাবে। এটাই স্বাভাবিক। স্বাস্থ্য সমস্যায় স্ট্রেস বা দুশ্চিন্তা বাধা হয়ে দাঁড়ালে সাহায্য নেবেন থেরাপিস্টের বা চিকিৎসকের।
সম্পর্কে জোর থাকবে না: আমরা না চাইলেও সম্পর্কে ইতি টানা অনেক সময় দরকার হয়। যে সম্পর্কে আনন্দ নেই, সুখ নেই, তাকে টিকিয়ে রাখা ভুল। সম্পর্কের ইতি টানতে হলেও ইতিবাচকভাবে টানুন। সমঝোতার মাধ্যমে সম্পর্ক শেষ করুন।
তবে জানিয়ে রাখি, সম্পর্ক শেষ করার আগে নেওয়া যায় কাপল থেরাপি। দুজনে মিলে বসে খোলাখুলি আলাপ করে সমাধান করা যায় সবকিছু। বিচ্ছেদ জিনিসটা বেদনার। এ এক দুঃখের স্মৃতি। সারা জীবন কষ্ট দেবে। তাই কাপল থেরাপি কিংবা খোলাখুলি আলাপ করে নিন। কারণ, এই বয়সে আপনাদের কাউকে জবাবদিহি করতে হবে না বা হচ্ছে না।
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আমাদের যত বয়স বাড়ে, ততই বদলে যায় শরীরের কুশল, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা। এ সময় সম্পর্ক দারুণ হবে নাকি মিইয়ে যাবে, তা নির্ভর করে দাম্পত্যজীবনে নানান সংকট দুজনে কীভাবে সামাল দেন তার ওপর। এই বয়সের দাম্পত্য সম্পর্কে অনেক চ্যালেঞ্জ থাকে। সেগুলো মোকাবিলা করতে গিয়ে কিছু ভুল করা যাবে না।
সন্তান বা নাতি-নাতনিদের বেশি সময় দেবেন না: এমন বয়সে অনেক দম্পতি ছেলেমেয়ে বা নাতি-নাতনি নিয়ে মেতে থাকেন সর্বক্ষণ। সে কারণে নিজেদের সম্পর্কের মূল্য থাকে না তখন। কিন্তু এই বয়স হলো নিজেদের জীবনে পরিপূর্ণতা আনার। এ সময় পরস্পরকে সময় দেওয়া খুবই জরুরি নিজেদের আরও বেশি
জানার জন্য।
অবসরের পরিকল্পনা করুন: অবসর নেওয়ার পর কী করবেন, কীভাবে জীবন চালাবেন—তা নিয়ে আগে না ভাবলে ব্যর্থতা আসতে পারে। শেষ বয়সে অর্থনৈতিকভাবে নিরাপদ থাকতে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হলে নিয়ে আসুন। তার জন্য পরিকল্পনা করুন। এ সময় স্বেচ্ছাসেবী কাজে দুজনে যোগ দিন, ব্যায়ামের প্রোগ্রাম চালান, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারুন, দুজনে বেড়াতে যান। এগুলো জীবনে কিছুটা হলেও পূর্ণতা আনবে।
স্বাস্থ্যসমস্যা লুকাবেন না: সম্পর্কে সততা গুরুত্বপূর্ণ, যে বয়সেই হোক না কেন। কিন্তু বয়স বাড়লে একজন নিজের সমস্যাগুলো লুকায় বা লুকাতে চান। মনে করেন, সেসব জেনে জীবনসঙ্গী হবেন ব্যাকুল। সত্য হলো, এমন করলে ভালো ফল হয় না। এতে আবেগের জায়গায় আসে দূরত্ব, আসে বিচ্ছিন্নতা। সঙ্গীর জানা উচিত স্বাস্থ্যের সমস্যা। কারণ, দুজনে দুজনের ওপর নির্ভরশীল। তাই একের সমস্যা অন্যকে সাপোর্ট দিয়ে সামলাতে হবে।
সম্পর্ক উন্নত করার উপায় খুঁজুন: মনোবিজ্ঞানী ফিসার বলেন, ‘৫০-এর ওপরে যারা, তারা সন্তুষ্টি আর আত্মতৃপ্তির কাছে নিজেকে সমর্পণ করে। সম্পর্কে সমস্যা থাকলেও এ নিয়ে খোলাখুলি আলাপে যুক্ত হয় না। অথচ নিজেরা কথা বলে সব দূর করে একটি সুখী জীবন যাপন করতে পারে।’ ফলে আত্মতৃপ্তি নয়, সম্পর্ক উন্নত করার উপায় খুঁজুন বয়স ৫০ হলে।
সম্পর্কের দ্বন্দ্ব সমঝোতার মন নিয়ে আলাপ করুন: যেকোনো সম্পর্কে থাকে তর্কবিতর্ক। কিন্তু এসব কী করে স্বাস্থ্যকরভাবে সমাধা হয়, তা জানতে হবে। গঠনমূলক কথাবার্তায় সব সমস্যা দূর করা যায়। তাই সমঝোতার মন নিয়ে জীবনের সব দ্বন্দ্ব নিয়ে আলাপ করুন।
ভালোবাসার বয়স ফুরায় না: ৫০-এর ওপরে যাঁদের বয়স, তাঁদের অনেকের ধারণা, ভালোবাসার জীবন ফুরিয়ে এল। কিন্তু তা ভুল। এই সময়ে আসে কিছু চ্যালেঞ্জ। এগুলো সামলেও সম্ভব একটি পরিপূর্ণ অন্তরঙ্গ জীবন যাপন। বয়স্ক শরীরে থাকবে কিছু সমস্যা, আকর্ষণ কমে যাবে। এটাই স্বাভাবিক। স্বাস্থ্য সমস্যায় স্ট্রেস বা দুশ্চিন্তা বাধা হয়ে দাঁড়ালে সাহায্য নেবেন থেরাপিস্টের বা চিকিৎসকের।
সম্পর্কে জোর থাকবে না: আমরা না চাইলেও সম্পর্কে ইতি টানা অনেক সময় দরকার হয়। যে সম্পর্কে আনন্দ নেই, সুখ নেই, তাকে টিকিয়ে রাখা ভুল। সম্পর্কের ইতি টানতে হলেও ইতিবাচকভাবে টানুন। সমঝোতার মাধ্যমে সম্পর্ক শেষ করুন।
তবে জানিয়ে রাখি, সম্পর্ক শেষ করার আগে নেওয়া যায় কাপল থেরাপি। দুজনে মিলে বসে খোলাখুলি আলাপ করে সমাধান করা যায় সবকিছু। বিচ্ছেদ জিনিসটা বেদনার। এ এক দুঃখের স্মৃতি। সারা জীবন কষ্ট দেবে। তাই কাপল থেরাপি কিংবা খোলাখুলি আলাপ করে নিন। কারণ, এই বয়সে আপনাদের কাউকে জবাবদিহি করতে হবে না বা হচ্ছে না।
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
দীর্ঘদিনেও নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় অধিকাংশ মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির বয়স উত্তীর্ণ হয়ে গেছে। এ অবস্থায় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ সম্পন্ন না হলে আবেদনকারীরা সরকারি চাকরি পাবেন না। সরকারের পক্ষ থেকে
৭ ঘণ্টা আগেবদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ হতে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে
৭ ঘণ্টা আগেদেশে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের এক দশক পর এবার ভাইরাসটির ক্লাস্টার (গুচ্ছ) সংক্রমণ অর্থাৎ এক স্থানে একাধিক ব্যক্তির শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। একই এলাকার পাঁচ ব্যক্তির সংক্রমণের বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক উদরাময়...
৯ ঘণ্টা আগেস্বাস্থ্যকর খাবার যদি বেশি খাওয়া হয় তাহলে সেটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। হেলদি ফ্যাটযুক্ত খাবার অতিরিক্ত গ্রহণে ক্যালরি বেড়ে যেতে পারে, ফাইবারযুক্ত খাবার অতিরিক্ত গ্রহণ পেটে গ্যাস ও অস্বস্তির কারণ হতে পারে। আবার অতিরিক্ত প্রোটিনসমৃদ্ধ খাবার কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাই যেকোনো খাবারের...
১২ ঘণ্টা আগে