নূরজাহান বেগম
প্রশ্ন: আমার সন্তানের বয়স ছয় বছর। ইদানীং খেয়াল করছি, সে বাথরুমে কম যাচ্ছে। মানে ওর প্রস্রাব ঠিকমতো হচ্ছে না। পানি খেতে বললে খেতে চায় না। অন্যান্য তরল কিছু খেতে দিলে খাচ্ছে না। এটা কি কোনো অসুখের লক্ষণ?
দেবলীনা রায়, রাজশাহী
ছয় বছরের একটি শিশু কেন প্রস্রাব করতে যাচ্ছে না এবং তরল খাবার খেলে কী সমস্যা হচ্ছে, সেটা সাধারণত বলতে পারে। শিশু ছেলে না মেয়ে, সেটা উল্লেখ করা প্রয়োজন। যদি উপসর্গগুলো হঠাৎ করে এসে থাকে, সে ক্ষেত্রে সংক্রমণ, বিশেষ করে প্রস্রাবের সংক্রমণের আর কোনো লক্ষণ আছে কি না, সেটা দেখতে হবে। বিষয়টি নিয়ে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।
তবে শিশুর দীর্ঘদিন ধরে পায়খানা কষা কি না, খাদ্যের তালিকায় পর্যাপ্ত শাকসবজি এবং ফলমূল আছে কি না, শিশু নতুন স্কুলে যাওয়া শুরু করেছে কি না এবং স্কুলের ওয়াশরুম পছন্দ হচ্ছে না ইত্যাদি ব্যাপারগুলো খতিয়ে দেখতে হবে।
প্রশ্ন: বর্ষার শেষের দিকে এসে খেয়াল করছি, আমার ছেলের পিঠ ভরে গেছে গুটি দিয়ে। এটা ঘামাচি নয়। ব্যথাও হয় না। ওর মধ্যে এর কারণে আলাদা করে কোনো অসুস্থতাও লক্ষ করিনি। তবে এই গুটিগুলো যাচ্ছে না কোনোভাবেই। আমি ঘামাচি পাউডার ব্যবহার করেও সমাধান পাইনি। আমার ছেলের বয়স সাত বছর।
রাফিয়া খন্দকার, সিলেট
সাধারণত চামড়ায় যেকোনো ধরনের গুটি কিংবা পরিবর্তন এলে সেটা সরাসরি না দেখে মন্তব্য করা সম্ভব হয় না। চামড়ার অনেক পরিবর্তন তেমন কোনো জটিলতা তৈরি করে না। আবার অনেক পরিবর্তন বিভিন্ন রোগের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং সরাসরি শিশু বিশেষজ্ঞ কিংবা চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন, নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক এইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
প্রশ্ন: আমার সন্তানের বয়স ছয় বছর। ইদানীং খেয়াল করছি, সে বাথরুমে কম যাচ্ছে। মানে ওর প্রস্রাব ঠিকমতো হচ্ছে না। পানি খেতে বললে খেতে চায় না। অন্যান্য তরল কিছু খেতে দিলে খাচ্ছে না। এটা কি কোনো অসুখের লক্ষণ?
দেবলীনা রায়, রাজশাহী
ছয় বছরের একটি শিশু কেন প্রস্রাব করতে যাচ্ছে না এবং তরল খাবার খেলে কী সমস্যা হচ্ছে, সেটা সাধারণত বলতে পারে। শিশু ছেলে না মেয়ে, সেটা উল্লেখ করা প্রয়োজন। যদি উপসর্গগুলো হঠাৎ করে এসে থাকে, সে ক্ষেত্রে সংক্রমণ, বিশেষ করে প্রস্রাবের সংক্রমণের আর কোনো লক্ষণ আছে কি না, সেটা দেখতে হবে। বিষয়টি নিয়ে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।
তবে শিশুর দীর্ঘদিন ধরে পায়খানা কষা কি না, খাদ্যের তালিকায় পর্যাপ্ত শাকসবজি এবং ফলমূল আছে কি না, শিশু নতুন স্কুলে যাওয়া শুরু করেছে কি না এবং স্কুলের ওয়াশরুম পছন্দ হচ্ছে না ইত্যাদি ব্যাপারগুলো খতিয়ে দেখতে হবে।
প্রশ্ন: বর্ষার শেষের দিকে এসে খেয়াল করছি, আমার ছেলের পিঠ ভরে গেছে গুটি দিয়ে। এটা ঘামাচি নয়। ব্যথাও হয় না। ওর মধ্যে এর কারণে আলাদা করে কোনো অসুস্থতাও লক্ষ করিনি। তবে এই গুটিগুলো যাচ্ছে না কোনোভাবেই। আমি ঘামাচি পাউডার ব্যবহার করেও সমাধান পাইনি। আমার ছেলের বয়স সাত বছর।
রাফিয়া খন্দকার, সিলেট
সাধারণত চামড়ায় যেকোনো ধরনের গুটি কিংবা পরিবর্তন এলে সেটা সরাসরি না দেখে মন্তব্য করা সম্ভব হয় না। চামড়ার অনেক পরিবর্তন তেমন কোনো জটিলতা তৈরি করে না। আবার অনেক পরিবর্তন বিভিন্ন রোগের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং সরাসরি শিশু বিশেষজ্ঞ কিংবা চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন, নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক এইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
চীনা ও মার্কিন বিজ্ঞানীদের নেতৃত্বে একধরনের জটিল ফুসফুস ক্যানসারের চিকিৎসায় নতুন একটি ওষুধের আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এই ট্রায়ালে ইতিমধ্যে প্রমাণ পাওয়া গেছে, মুখে খাওয়ার ওই ওষুধ আগের চিকিৎসার তুলনায় বেশি নিরাপদ ও কার্যকর।
১৮ মিনিট আগেএই গবেষণার ফলাফল আরও উদ্বেগজনক, কারণ, এতে পশুপালন খাত বা ওষুধ তৈরির কারখানা থেকে আসা অ্যান্টিবায়োটিকের হিসাব ধরা হয়নি—যা পরিবেশ দূষণের বড় উৎস হিসেবে বিবেচিত।
৫ ঘণ্টা আগেআগের গবেষণাগুলোতে অডিও ভিজ্যুয়াল মাধ্যমে উচ্চ চর্বি, লবণ ও চিনি যুক্ত খাদ্যপণ্যের (এইচএফএসএস) বিজ্ঞাপন দেখার পর শিশুদের তাৎক্ষণিক ও পরবর্তী খাবার গ্রহণের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু ব্র্যান্ড-ভিত্তিক (যেখানে পণ্য নয়, শুধু লোগো বা চিহ্ন থাকে) কিংবা শুধু অডিও (যেমন পডকাস্ট বা রেডিও) মাধ্যমে বিজ্ঞ
৮ ঘণ্টা আগেগ্যাস স্টোভ থেকে নির্গত বেনজিনের কারণে ক্যানসারের ঝুঁকি এবং এর ফলে লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি নির্ণয়ের এটিই প্রথম গবেষণা। গবেষকেরা বলছেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, গ্যাস স্টোভের সংস্পর্শ ক্যানসারের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে যেখানে বেশি বা মাঝারি পরিমাণে স্টোভ ব্যবহার করা হয়।’
১০ ঘণ্টা আগে