Ajker Patrika

জেনে নিই, ভালো থাকি

নূরজাহান বেগম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১০: ২৪
জেনে নিই, ভালো থাকি

প্রশ্ন: আমার সন্তানের বয়স ছয় বছর। ইদানীং খেয়াল করছি, সে বাথরুমে কম যাচ্ছে। মানে ওর প্রস্রাব ঠিকমতো হচ্ছে না। পানি খেতে বললে খেতে চায় না। অন্যান্য তরল কিছু খেতে দিলে খাচ্ছে না। এটা কি কোনো অসুখের লক্ষণ? 
দেবলীনা রায়, রাজশাহী 

ছয় বছরের একটি শিশু কেন প্রস্রাব করতে যাচ্ছে না এবং তরল খাবার খেলে কী সমস্যা হচ্ছে, সেটা সাধারণত বলতে পারে। শিশু ছেলে না মেয়ে, সেটা উল্লেখ করা প্রয়োজন। যদি উপসর্গগুলো হঠাৎ করে এসে থাকে, সে ক্ষেত্রে সংক্রমণ, বিশেষ করে প্রস্রাবের সংক্রমণের আর কোনো লক্ষণ আছে কি না, সেটা দেখতে হবে। বিষয়টি নিয়ে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।
তবে শিশুর দীর্ঘদিন ধরে পায়খানা কষা কি না, খাদ্যের তালিকায় পর্যাপ্ত শাকসবজি এবং ফলমূল আছে কি না, শিশু নতুন স্কুলে যাওয়া শুরু করেছে কি না এবং স্কুলের ওয়াশরুম পছন্দ হচ্ছে না ইত্যাদি ব্যাপারগুলো খতিয়ে দেখতে হবে।

প্রশ্ন: বর্ষার শেষের দিকে এসে খেয়াল করছি, আমার ছেলের পিঠ ভরে গেছে গুটি দিয়ে। এটা ঘামাচি নয়। ব্যথাও হয় না। ওর মধ্যে এর কারণে আলাদা করে কোনো অসুস্থতাও লক্ষ করিনি। তবে এই গুটিগুলো যাচ্ছে না কোনোভাবেই। আমি ঘামাচি পাউডার ব্যবহার করেও সমাধান পাইনি। আমার ছেলের বয়স সাত বছর। 
রাফিয়া খন্দকার, সিলেট

সাধারণত চামড়ায় যেকোনো ধরনের গুটি কিংবা পরিবর্তন এলে সেটা সরাসরি না দেখে মন্তব্য করা সম্ভব হয় না। চামড়ার অনেক পরিবর্তন তেমন কোনো জটিলতা তৈরি করে না। আবার অনেক পরিবর্তন বিভিন্ন রোগের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং সরাসরি শিশু বিশেষজ্ঞ কিংবা চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিন।

পরামর্শ দিয়েছেন, নূরজাহান বেগম,  স্পেশালিস্ট, পেডিয়াট্রিক এইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

গ্যাসের চুলা থেকে ছড়ায় বেনজিন, ক্যানসারসহ নানা রোগের ঝুঁকি: গবেষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত