Ajker Patrika

অতিরিক্ত গরমেও র‍্যাশ উঠতে পারে

ডা. তাহমিদা খানম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৯: ২২
অতিরিক্ত গরমেও র‍্যাশ উঠতে পারে

প্রশ্ন: মেয়ের বয়স ছয় বছর। কয়েক দিন থেকেই ওর পিঠজুড়ে র‍্যাশ দেখতে পাচ্ছি। জ্বর কিংবা অন্য কিছুই নেই। জানতে চাইছি এই র‍্যাশগুলো কেন হচ্ছে?
শাহজাদি বেগম, শেরপুর

র‍্যাশগুলোতে চুলকানি কিংবা শরীরের অন্য কোনো অংশে তা আছে কি না, উল্লেখ করেননি। শিশুর কোনো কিছুতে অ্যালার্জি থাকলে সেগুলো—যেমন খাবার অথবা সিনথেটিক ধরনের কাপড় এড়িয়ে চলুন। অনেক সময় অতিরিক্ত গরম থেকেও র‍্যাশ উঠতে পারে। শিশুকে একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখান।

প্রশ্ন: কয়েক মাস আগেও শরীরের কোথাও আঁচিল ছিল না। শেষ দুই মাসে ঘাড়, গলা আর মুখে আঁচিলে ভরে গেছে। প্রতিকার কী?
কুলসুম আরা সাথি, সাতক্ষীরা

আঁচিল হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস-সৃষ্ট একধরনের চর্মরোগ। এটি ছোঁয়াচে হতে পারে। চিকিৎসা ছাড়াও এগুলো অনেক সময় ভালো হয়ে যায়। ১২ শতাংশ স্যালিসাইলিক অ্যাসিড নামের দ্রবণ আঁচিলের চিকিৎসায় ব্যবহৃত হয়। প্রথমে আঁচিল ভিজিয়ে নিয়ে পাঁচ মিনিট পর দৈনিক একবার ব্যবহার করা হয়। কিন্তু উপযুক্ত চিকিৎসার 
জন্য চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। বেশির ভাগ সময় জুতা পরায় পায়ের আঙুলগুলোতে কালো দাগ পড়েছে; বিশেষ করে অনামিকা ও কনিষ্ঠ আঙুলে কড়া পড়ে গেছে। চাকরি করার কারণে যত্ন নিতে পারি না ঠিকমতো। এমন অবস্থায় দাগ মুছে ফেলতে করণীয় কী?

জিন্নাত আরা, ঢাকা

আপনি আরামদায়ক ও নরম জুতা ব্যবহার করুন। ত্বক যেন শুষ্ক না থাকে, সে জন্য গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। কোনো বিশেষ চর্মরোগের কারণে যদি এই পরিবর্তন হয়, তাহলে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

প্রশ্ন: শিশুদের নাক বন্ধে নাকের ড্রপ ব্যবহারে কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে?

রুবেল খন্দকার, বরিশাল

দীর্ঘদিন নাকের ড্রপ ব্যবহার করার ফলে নাকের ভেতর জ্বালাপোড়া ও শুষ্কতা তৈরি হতে পারে। তাই প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করাই ভালো। 

প্রশ্ন: আমার স্ত্রীর জরায়ুতে টিউমার। জরায়ুতে টিউমার হলে কি সন্তান ধারণে কোনো সমস্যা হতে পারে?

ফয়সাল সিদ্দিক, ঢাকা

জরায়ুতে কোন ধরনের টিউমার আছে, তার ওপর নির্ভর করে সন্তান ধারণে সমস্যা হবে কি না। জরায়ুর ভেতরের স্তরে টিউমার হলে এবং সেটি বা সেগুলো যদি বড় হয়, তাহলে ভ্রূণ জরায়ুতে স্থাপনে বাধাপ্রাপ্ত হতে পারে। গর্ভাবস্থায় এই টিউমার আকারে আরও বড় হয়। এ ছাড়া এ ধরনের টিউমার অনিয়মিত ও ব্যথাযুক্ত মাসিকের কারণ হয়ে থাকে বলে সন্তান ধারণে সমস্যা হতে পারে।

পরামর্শ দিয়েছেন: ডা.তাহমিদা খানম, মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত